Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

এবার জনপ্রতি ফিতরা কত, জানা যাবে রোববার

প্রকাশিত:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) জনপ্রতি কত টাকা নির্ধারণ হবে তা আগামীকাল রোববার জানা যাবে। এদিন ফিতরার হার নির্ধারণে জাতীয় ফিতরা কমিটির সদস্যদের বৈঠকের পর এ বিষয়ে জানানো হবে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।

সভায় বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা।

ইসলামী শরিয়াহ মতে, সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সে হিসেবে এবার সর্বনিম্ন ফিতরা টাকার অঙ্ক বাড়তে পারে, কারণ যেসব পণ্যের ওপর ভিত্তি করে এ ফিতরা নির্ধারণ হয় সেগুলোর প্রতিটির দাম গত বছরের তুলনায় বেড়েছে।


আরও খবর



২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৪ রোগী

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৬১ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ২৩ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২০৭ জন ঢাকার এবং ৩৯ জন ঢাকার বাইরে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝি ও ২০২২ সালে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।


আরও খবর



তানোরে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে  হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বিদায় ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তিনি বলেন,  ফারুক চৌধূরী এমপি হওয়ার পর থেকে প্রতি বছর হজ্ব যাত্রীদের বিদায় দিয়ে আসছিলেন। সে দেশের বাহিরে থাকার কারনে আসতে পারেন নি। তবে এমপি আপনাদের সালাম জানিয়ে দোয়া চেয়েছেন ও তার নির্দেশেই আপনাদের জন্য এআয়োজন এবং তার পক্ষ থেকে এহরামের কাপড় উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এবারে ১০১ জন হজ্ব যাত্রী দের বিদায় ও উপহার দেওয়া হয়েছে। এসময় হজ্বযাত্রী ও দলীয় নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

আরও খবর



আদর্শ বাগে পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃ

রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়াইল আদর্শ বাগ এলাকায় পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত করেছে স্ত্রী লুবনা আক্তার শীলা।


দীর্ঘদিন ধরে পরকীয়া করছিলেন স্ত্রী লুবনা আক্তার শীলা (২৫)। বিষয়টি জানতে পেরে সরকারি চাকরি জীবি স্বামী মো. আব্দুল কাদের (৩০) একাধিকবার স্ত্রীকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শশুর সেলিম, বোন জামাই তারেক মিলে আব্দুল কাদের কে মারধোর করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সমাজের সকলের কাছে বিচার চানস্বামী কাদের।আজ বুধবার বিকেল ৫ টার দিকে ভুক্তভোগী কাদের

 সুবিচার পাওয়ার আশায় গণমাধ্যমকর্মীদের কাছে তাকে মারধরের ঘটনা বিস্তারিত জানান।

লুবনা আক্তার শীলার বাবার বাড়ি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম গাঁও গ্রামে। গত ২০১৬ সালে তাদের বিবাহ হয়।স্বামী আব্দুল কাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন খামার বাড়ি ফার্মগেট এ ষ্টোরকিপার হিসেবে চাকরি করেন। বিয়ের পর স্ত্রী লুবনা কে নিয়ে মতিঝিল এজিবি কলনীতে বসবাস করতেন।সেই সময়ে এস.এস সি পাশ স্ত্রীকে লেখা পড়া চালিয়ে যান স্বামী কাদের।

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতনের শিকার স্বামী আব্দুল কাদের জানান,স্ত্রী লুবনা আক্তার শীলা কে পড়ালেখা করিয়ে সরকারি চাকরিতে দেই।সে রাজস্ব বোর্ডের অধীনে ঢাকার কোতোয়ালি থানা জোনের ভ্যাট অফিসে সিপাই পদে  চাকরি করেন। সেখানে তার সহকর্মী বায়েজীদ নামক এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।গত তিনদিন আগে আমি অফিসের কাজে নেত্রকোনা যাই,সে সুযোগে পরকীয়া প্রেমিক বায়েজীদ কে বাসায় এনে বাচ্চাদের অন্য ঘরে আটকে রেখে রাতে গোপন অভিসার করে।

কাদিরের বর্তমান বাসস্থান যাত্রাবাড়ি থানা এলাকার আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোড হোল্ডিং নং-২৪/৪ ফিরোজ আহমেদের বাড়ি।

বাড়ির মালিক ঘটনাটি তার স্বামী কাদিরকে জানান। তাদের সাড়ে ৫ বছর ও ৩ বছরের দুই সন্তান রয়েছে।স্ত্রী লুবনা আক্তার শীলা কে এ বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে শশুর সেলিম ও বোন জামাই তারেক কে নিয়ে কাদির কে মেরে আহত করে।এ ঘটনায় ঐ এলাকার স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।     





আরও খবর



দেশে ফিরলেন টাইগাররা

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক: দুই ভাগে ভাগ হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফল সিরিজ শেষে গতকাল বিকাল ৫টার দিকে একই বহরে ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। আর বাকি চারজন সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করে দেশে ফিরবেন।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ খেলতে গত ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।


আরও খবর



সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ৯৮ বার পেছাল

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:৯৮ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২২ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন ।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।


আরও খবর