
নিজস্ব প্রতিবেদক; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে চার দিনব্যাপী কম্পিউটার গেমিং বিষয়ক বৃহৎ প্রতিযোগিতা এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০২২। এআইইউবি কম্পিউটার ক্লাব (এসিসি) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মো. আবদুর রহমান।
এ সময় এআইইউবির ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দসহ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় একশটি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতায় এবারের আকষর্ণীয় গেমগুলো হলো ডোটা-২, ভালোরান্ট, ফিফা, ফুটবল পিইএস ২০২৩, বাঙবাঙ, নিড ফর স্পিড ইত্যাদি। এই ইভেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিল গিগাবাইট, ওরাস, ক্লাব জি ওয়ান আইটি। আগামী রোববার (৪ ডিসেম্বর) এই প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।