Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

দুই মেয়রকে আদালত অবমাননার নোটিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩০৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ঢাকার রাস্তা থেকে গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় ঢাকার দুই সিটির মেয়র এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রায়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ না নিলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে, ২০১৫ সালে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি কোন কোন ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করা হয়েছে তার তালিকা দিতে রাজউককে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী রাজউক গুলশান, বনানী ও বারিধারা এলাকার কয়েকশ ভবনের তালিকা দাখিল করে। রুল নিষ্পত্তি করে ২০১৯ সালে রায় দেন হাইকোর্ট। রায়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূতভাবে তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠান এক মাসের মধ্যে ভেঙে ফেলতে ভবন মালিকদের নির্দেশ দেওয়া হয়। আর রাস্তা থেকে অননুমোদিত পার্কিং সরাতে আইনগত পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে নির্দেশ দেন আদালত।

রায়ে আদালত আরও জানায়, ভবন মালিকেরা ভবন না ভাঙলে পরবর্তী ছয় মাসের মধ্যে রাজউক এসব ভবন ভেঙে ফেলবে। আর ভাঙার খরচ ভবন মালিক বহন করবে।

তবে রাজউক ও সিটি করপোরেশন আদালতের রায়ের যথাযথভাবে বাস্তবায়ন না করায় এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান মনজিল মোরসেদ।


আরও খবর



ঋণ থেকে মুক্তির দোয়া

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। তবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত। রাসুল (সা.) দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে। নিম্নে একটি দোয়া উল্লেখ করা হলো- اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক’।

অর্থ : হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে। তা হলো- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাচ্ছি, এবং অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

হাদিস : আলি বিন আবু তালিব (রা.) বর্ণনা করেছেন, তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তিকৃত অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি। আপনি আমাকে সহযোগিতা করুন।

তখন তিনি বলেছেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রাসুল (সা.) আমাকে শিখিয়েছেন? যদি তোমার ওপর পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তা তোমার পক্ষ থেকে শোধ করবেন। তুমি এই (প্রথম) দোয়াটি পড়বে। (তিরমিজি, হাদিস : ৩৫৬৩)


আরও খবর

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

বুধবার ১৫ নভেম্বর ২০২৩




র‌্যাবের ৪৬০ দল সারাদেশে টহল দিচ্ছে

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে। অবরোধ শুরুর আগের দিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে দেওয়া তথ্য মতে, ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগের দিন (শনিবার) রাত থেকে রোববার রাত ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৯টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় পুলিশের গাড়িতেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।


আরও খবর



ইবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অন্তত চার দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ১২ জন শিক্ষার্থী। বিষয়টির সুষ্ঠু কারণ খতিয়ে দেখতে ও দোষীদের শাস্তির আওতায় আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। 

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর আল ফিকাহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সদস্য সচিব করা হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বলেন, 'আমি বিষয়টি একদম অফিসের লিভিং টাইমে পেয়েছি। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটি চিঠি করেছি। কিন্তু বিভিন্ন কারণে এখনো কমিটির মেম্বারদের কাছে চিঠি পাঠাতে পারিনি। চিঠিতে খুব দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে'

আরও খবর



প্রধানমন্ত্রীর ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেছেন নাজির মিয়া

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৭৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া -১সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের ১৩ টি ইউনিয়নের ১০৮ টি গ্রামের ১১৭  ওয়ার্ডে দিন রাত চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃনাজির মিয়া ও তার,সহধর্মীনী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার,তার শ্যালক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জি এম আরমান নুর সহ তাদের সফর সঙ্গীরা।

আলহাজ্ব নাজির মিয়া বলেন তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নাসিরনগর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে জনগণের সামনে বর্তমান শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি জনতার সামনে তুলে ধরেছেন।এভাবে  তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন।গতকাল ৫ নং ফান্দাউক ইউনিয়ের ৫নং ওয়ার্ডের মাধ্যমে তার ১১৭ উঠান বৈঠকের কাজ সম্পন্ন করেছেন।

উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট নাসিরনগর গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান তিনি।প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ করে চলেছেন তিনি। তৃণমূলের কর্মী সমর্থকরাও চায় নাজির মিয়া কে দলীয় মনোনয়ন দেয়া হউক। কর্মী সমর্থকরা মনে করেন তিনি সংসদ সদস্য হলে নাসিরনগরের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন। কর্মী সমর্থকদের কাছে নাজির মিয়া একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

তিনি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিরসাথে জড়িয়ে পড়েন।১৯৭৯ সালে যখন দশম শ্রেনীর ছাত্র ছিলেন নাজির মিয়া তখন বঙ্গবন্ধুর প্রতি অকৃত্তিম ভালোবাসা আর শ্রদ্ধা থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তারপর ১৯৮৬ সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ১৯৯১ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হন৷নাজির মিয়া ২০০৩ সালে বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে কৃষকলীগের রাজনীতিতে সক্রিয় হন।

পরপর ২০০৬ ও ২০১৯ সালে টানা দুই মেয়াদে বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে কৃষকদের কল্যানে কাজ শুরু করেন।তার প্রয়াত পিতা হাজী মো. অলি মিয়া ও পরিবারের সকলেই বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে জড়িত। তার সহধর্মিনী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার। তার শশুর প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) গোলাম নূর ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া তিনি নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানও ছিলেন। আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার কারণে দলের দূর্দিনের সময় তিনি ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

বঙ্গবন্ধুর রাজনীতির প্রতি প্রচণ্ড আত্ববিশ্বিাসী এ কৃষকলীগ নেতা। তিনি  জনসেবায় নিজেকে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। বর্তমানে স্থানীয় এমপি থাকা সত্বেও এলাকার মানুষ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিতে আসেন তার কাছে । সদালাপি ও ধৈর্য্য ধরে মানুষের কথা শোনেন, সেই কারণে মানুষের কাছে তিনি একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিচিত। তিনি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সবসময়।বাংলাদেশ কৃষকলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের নেত্রীত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যদা অর্জন করেছে।জননেত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের উন্নয়ন কর্মকান্ড গুলো জনগনের সামনে তুলে ধরছেন তিনি।

সেই সঙ্গে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে ২০৪১ সালের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে তরুণদের কাজে লাগাতে চান তিনি। গড়তে চান স্মার্ট নাসিরনগর। দলের দু:সময়ে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের হাল ধরে দলকে ঐকবদ্ধ করেছেন তিনি।করোনা কালিন সময়ে তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজস্ব অর্থায়নে নাসিরনগর উপজেলার অন্তত ৬ হাজার কর্মহীন, দরিদ্র, দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন।

দলের নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন।বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত হিসেবে তাকেই নেত্রী মনোনীত করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। তাকে দলের মনোনয়ন দিলে দলের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে সবাই তাকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের  অঙ্গ-সংগঠনের সমর্থকরা রয়েছেন তার সঙ্গে। তারা মনে করছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন যোগ্য প্রার্থী হিসেবে তিনি নৌকার প্রতীক নিয়ে আসতে পারবেন। কারণ তারা বলছেন, অন্য প্রার্থীর থেকে  নাজির মিয়ার কোনও বিকল্প নেই। নাসিরনগরের উন্নয়নে নাজির মিয়ার মত যোগ্য ব্যক্তি প্রয়োজন বলে জানান তার  কর্মী সমর্থক ও দলীয় লোকজন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়ার শহর ও সদর শাখার কমিটি গঠন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ২৪ নভেম্বর ২০২৩ইং শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে জেলা কার্যালয়ে শুরু হয় সম্মেলন এবং শেষ হয় রাত ১০ ঘটিকার সময় । মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মোঃ সুভীন আক্তারের সন্চালনায় এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী এস এম তৌফিকুল কবির তুহিন ।সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন যুগ্ন-সাধারন সম্পাদক শেখ মুক্তাদির রহমান অমি । পরে উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে সম্মেলন অনুষ্ঠানের জেলার নেতৃবৃন্দের সিদ্ধান্তে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিতি হন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া শহর শাখার নির্বাচিত সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তুহিন (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (বিশিস্ট ব্যবসায়ী) সহ-সভাপতি তৌফিক হোসেন তোতা,মহিউদ্দিন বাশার,ফারুক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক পাভেল বিশ্বাস ,আতিকুজ্জামান বাবু , সাংগঠনিক সম্পাদক ইয়াছুনুর রহিম উত্তর ,রাব্বি হোসেন শশি , অর্থ সম্পাদক নাজমুস সাকিব , দপ্তর সম্পাদক এ্যামি খাতুন , প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাইয়া বিনতে আসাদ , ত্রান ও পূনর্বাসন সম্পাদক ফারুক হোসেন ,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাব্বি শেখ উৎস ,শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মহিদুল রহমান , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক নিবিড় , মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা , সদস্য- আশিক আহম্মেদ , খায়রুজ্জামান , রেহেনা সিদ্দিকা ॥কুষ্টিয়া সদর উপজেলা শাঁখার নির্বাচিত সভাপতি মানিক বিশ্বাস (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান সোহেল (বিশিস্ট ব্যাবসায়ী) , সহ-সভাপতি মতিয়ার রহমান জুয়েল,জেসমিন হোসেন মিনি, শাহিদা পারভীন রেখা,সুষমা ইয়াসমিন সূচী , যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ , তামিম,একেএম কামরুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান রিমন, শরিফ হোসেন পিপলু,অর্থ সম্পাদক ছাক্তি আহমেদ নিলয়, দপ্তর সম্পাদক  সাগর আহমেদ ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের খন্দকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতিক ইশরাক লাবিব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আশিকুর রহমান রিয়াল,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হুসাইন আব্দুল্লাহ সালেহ সীমান্ত ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার , সদস্য আজিবর শেখ  ॥ পরে নব্য নির্বাচিতরা ঘোষণা করেন আগামী  ৮ ডিসেম্বর ২০২৩ ইং  শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জেলা কার্যালয়ে পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান॥উল্লেখ্য কুষ্টিয়া শহর শাখা ও সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করেন জেলার নেতৃবৃন্দ এবং পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে 

আরও খবর