
স্পোর্টস ডেস্কঃ
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।দিনের শুরুতেই খালেদ আহমেদের জোরাজুরিতে রিভিও নিয়েও সফল হয়নি বাংলাদেশ। পরে অবশ্য দিনের প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন এই ডানহাতি পেসার।
তার গুড লেন্থের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন দ. আফ্রিকার লোয়ার মিডল অর্ডার ব্যাটার কাইল ভেরেইনে (২২)।
আর দিনের প্রথম ওভারেই রিভিও হারায় বাংলাদেশ। ওভারের শেষ বল কাইল ভেরেইনের প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করেন বোলার ও ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে খালেদের জোরাজুরিতেই রিভিও নেন অধিনায়ক মুমিনুল। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্প মিস করতো।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ ৩১৮ রান। ১৪ রানে ব্যাট করছেন উইয়ান মুলডার এবং ১২ রানে অপরাজিত কেশভ মহারাজ।