Logo
আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ডিবি পুলিশের টাকা নিয়ে উধাও মাদকসেবী যুবলীগ নেতা মেম্বার সহিদুল

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২০৯জন দেখেছেন

Image
তানোর(রাজশাহী)প্রতিনিধি; রাজশাহীর তানোরে গাজা ব্যবসায়ীর কাছ থেকে গাজা দেওয়ার নাম করে  ডিবি পুলিশের নিকট থেকে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন কলমা ইউপির মেম্বার যুবলীগ নেতা সহিদুল ইসলাম বলে নিশ্চিত হওয়া গেছে। গত ২৬ নভেম্বর সোমবার বিকেলের দিকে উপজেলার কলমা ইউপি এলাকার দরগাডাঙ্গা বাজারে ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। মুহুর্তের মধ্যে এখবর ছড়িয়ে পড়লে টক অব দ্যা কলমায় পরিনত হয়েছে। অবশ্য সোমবার রাত থেকেই গা ঢাকা দিয়েছেন মেম্বার যুবলীগ নেতা সহিদুল ও ঈদুল নামের আরেক ব্যক্তি। ফলে একজন জনপ্রতিনিধিরর এমন কান্ডে চরম বিব্রত ওয়ার্ড বাসী। সেই সাথে মেম্বারের কঠোর শাস্তির দাবি তুলেছেন ইউপি বাসী। 

এদিকে মেম্বারকে বাছাতে মরিয়া তার দুলাভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে। এমনকি রাব্বানীর বাড়িতে আশ্রয় নিয়েছেন বলেও নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশ উপজেলার কলমা ইউপির এক গাজা ব্যবসায়ী কে ধরতে কৌশল অবলম্বন করেন। গত মাসের ২৬ নভেম্বর সোমবার দরগাডাঙ্গা বাজারে  কৌশলে ওই ডিবি পুলিশের কাছ থেকে কলমা ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা সহিদুল ও তার সহযোগী ঈদুল ১৪ কেজি গাজা দেওয়া ও আসামী ধরিয়ে দেওয়ার নামে ৪০ হাজার টাকা বায়না হিসেবে নেই। সহিদুল ওই পুলিশকে দরগাডাংগা বাজারে রেখে টাকা নিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, সহিদুল এক মাদক সেবী। সে জনপ্রতিনিধি। আবার যুবলীগ নেতা। পুলিশের কাছ থেকে গাজা দিয়ে ব্যবসায়ীকে ধরে দিবে বলে টাকা নিয়ে পালিয়ে যান। তিনি পুলিশের টাকাকেও সাধারন পাবলিকের টাকা মনে করেছে। আসলে তার তো কোন চরিত্র নেই। তার মত ব্যক্তিকে কিভাবে ভোট দিল ভেবে পায়না। আজ হোক কাল হোক  আটক হতেই হবে। কারন সে পুলিশের টাকা নিয়ে পালিয়েছে। তাকে আটক করে প্রচুর শাস্তি দেওয়া দরকার। আবার কিছু নেতা আশ্রয় দিতে মরিয়া। মেম্বার সহিদুল ও ঈদুলকে ধরতে অভিযান চলছে বলেও নিশ্চিত হওয়া গেছে।

জেলা ডিবি পুলিশের (ওসি) জানান, তাদের নামে মামলা হয়েছে, তারা পলাতক, গ্রেফতারের জন্য অভিযান চলছে।


আরও খবর



৬ ঘণ্টা গ্যাস যেসব এলাকায় থাকবে না আজ

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শনিবার আজ (২ ডিসেম্বর) দেশের কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়াও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশ- আব্দুল্লাহপুর থেকে বোর্ড-বাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




বাংলাদেশ বিদেশিদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম: রাশিয়া

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম বলে মন্তব্য করেছে রাশিয়া।

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

এর আগে, গত বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তখন এর অংশ বিশেষ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের ফেসবুকে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

পরে শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের পুরো বক্তব্য ইংরেজিতে অংশ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।

রুশ মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মনে কোনো সন্দেহ নেই যে, জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




তানোরে রিবোরিংয়ের অভাবে কমে যাচ্ছে চাষাবাদ গভীর নলকূপে উঠছেনা পানি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরে গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। প্রায় গভীর নলকূপে রিবোরিং করা খুবই প্রয়োজন। পর্যাপ্ত পানি না উঠার কারনে চাষাবাদ কমেছে প্রচুর পরিমানে । বেশকিছু গভীর নলকূপে রিবোরিংয়ের কাজ চলমান রয়েছে। আবার অনেক অপারেটর দীর্ঘ দিন ধরে বিএমডিএর দপ্তরে ধর্না দিয়েও মিলছেনা রিবোরিং। বিগত কয়েক বছর ধরে এমন সমস্যা চললেও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বিএমডিএ বলে মনে করেন কৃষকরা। যে সব গভীর নলকূপের আওতায় ১০০ থেকে ১৫০ বিঘা বা উর্ধ্বে ২৫০ বিঘা জমিতে চাষাবাদ হত। কিন্তু ভূগর্ভের পানি না থাকার কারনে অর্ধেকে নেমে এসেছে চাষাবাদ। বিশেষ করে এখন চলছে আলু রোপনের মৌসুম। সেচ নির্ভর আলুর চাষাবাদ, এরপরেই রয়েছে বোরো মৌসুম। জরুরি ভিত্তিতে গভীর নলকূপ গুলোতে রিবোরিং না করলে একেবারেই কমে যাবে চাষাবাদ বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। ফলে জরুরি ভাবে প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করে পর্যাপ্ত চাষাবাদের ব্যবস্থার দাবি কৃষক দের। নচেৎ অদূর ভবিষ্যতে কৃষি প্রধান এলাকাতে ভয়াবহ খাদ্য ঘাটতির আশঙ্কা কৃষি বিদদের।

জানা গেছে, জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দিনের দিন ভূগর্ভস্থ পানি হুমকিতে পড়েছে। উপজেলাটি কৃষি নির্ভর। বিগত ৯০ দশকের সময় উপজেলায় প্রায় ৫৫০ অধিক গভীর নলকূপ বসানো হয়। কিন্তু ত্রিশ বছরের মধ্যে গভীর নলকূপ গুলো থেকে উঠছেনা পানি। আবার যতটুকু উঠছে একেবারেই অপ্রতুল। পানি না উঠলেও প্রয়োজনের তাগিদে গভীর নলকূপ চালাতে হয়। এভাবে চালাতে গিয়ে বিকল হয়ে পড়ে সেচ যন্ত্র। 

কামারগাঁ ইউনিয়ন (ইউপির) চকপ্রভুরাম মৌজায় আরএস ৮৫ দাগে গভীর নলকূপ রয়েছে। স্কীমভূক্ত জমি আছে প্রায় ১৬০ বিঘা। বিগত সময়ে প্রায় জমিতে আলু চাষ হয়েছে। কিন্তু গভীর নলকূপ থেকে পানি না উঠার কারনে মাত্র ৮০ বিঘা জমিতে আলুর চাষাবাদ হচ্ছে। গভীর নলকূপটিতে রিবোরিং করার জন্য বিগত ৪/৫ মাস আগে আবেদন করেন অপারেটর রিক্তা বেগম। আবেদনে ইউপি ও উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সংসদের সুপারিশ রয়েছে। তারপরও রহস্যজনক কারনে এখনো রিবোরিংয়ের কাজ শুরু হয়নি। রিক্তার স্বামী লুৎফর রহমান বলেন, বিগত সময়ে আমাদের এলাকায় আলুর চাষাবাদ কম হত। শুধু ধান ও বোরো মৌসুমের আগে যত সামান্য সরিষার চাষ হত। বিগত কয়েক বছর ধরে আলুর চাষ হচ্ছে ব্যাপকহারে। কারন সদর এলাকার চেয়ে এসব এলাকায় অনেক কম দামে জমি লীজ নিয়ে থাকেন আলুর প্রজেক্ট করা ব্যক্তিরা। আলুতে লাভ ভালো পাওয়ার কারনে এসব এলাকায় মৌসুমি চাষীরা প্রজেক্ট করে থাকেন। আবার কৃষকরা জমি লীজ দিয়ে বাড়তি টাকা পাচ্ছেন। আলু তোলার পর বোরো ধান চাষ করতে পারছেন।  কিন্তু গভীর নলকূপ থেকে পানিই উঠছে না। সামান্য পরিমান পানি উঠছে। অল্প পরিমানে পানি উঠার কারনে সেচ কাজে প্রচুর বিলম্ব হয়। প্রায় ১৫০ বিঘা জমিতে আলুর চাষ হত। শুধু মাত্র পানি না উঠার কারনে ৮০ বিঘা জমিতে আলু হচ্ছে। বিগত ৪/৫ মাস আগে সবার সুপারিশ নিয়ে রিবোরিংয়ের আবেদন করেছিলাম। অফিস বলেছিল আলু রোপনের আগেই রিবোরিং হবে। কিন্তু আলু রোপন শেষ হয়ে গেলেও রিবোরিংয়ের কোন কার্যক্রম দেখতে পাচ্ছি না। দ্রুত সময়ের মধ্যে রিবোরিং না হলে আলুর জমিতে সেচ দেয়া খুবই কষ্টকর হবে বা যতটুকু পানি উঠছে সেটাও বন্ধ হয়ে যেতে পারে এবং আগামীর বোরো চাষ হবে না।একই ইউপির ধানোরা মৌজায় অবস্থিত গভীর নলকূপের একই অবস্থা।  পানি না উঠার কারনে কমেছে আলুর চাষাবাদ। রিবোরিং না হলে বোরো ধানের চাষ অসম্ভব বলে মনে করেন অপারেটর আব্দুস সোবহান। এগভীর নলকূপের আওতায় জমি রয়েছে ১৮০ বিঘা। পানি না উঠার কারনে ৯০ বিঘা জমিতে আলুর চাষ হচ্ছে।একই অবস্থা মালশিরা মৌজায় অবস্থিত গভীর নলকূপটিরও। এর আওতায় জমি রয়েছে প্রায় ২৫০ বিঘা, আলুর চাষ হচ্ছে মাত্র ৯০ বিঘায়। অপারেটর হায়দার আলী বলেন, বোরো রোপনের আগে রিবোরিং না  হলে বোরো আবাদ চরম হুমকিতে পড়বে।

কৃষকরা জানান, গভীর নলকূপ আসার পর থেকে কৃষকের ভাগ্য বদলে গেছে। আগে মাঠের জমিতে শুধু রোপা আমনের চাষ হত। আর বিলের জমিতে বোরো ধানের চাষ হত। গভীর নলকূপ আসার পর থেকে তিন থেকে চারটি করে চাষাবাদ হচ্ছে। গত বোরো মৌসুমে গভীর নলকূপ থেকে পর্যাপ্ত পানি না উঠার কারনে প্রচুর ভাবে বিকল হয়েছে সেচ যন্ত্র টি। গত বোরো মৌসুমেই বিএমডিএ থেকে বলা হয়েছিল প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করে আগের মত পানি তোলার ব্যবস্থা করা হবে। বিশেষ করে পাচন্দর, মুন্ডুমালা পৌরসভা ও বাধাইড় ইউপির গভীর নলকূপে এক ঘন্টা সামান্য পানি উঠার পর বালু পাথর উঠা শুরু করে। কৃষকদের বাচাতে হলে ও খাদ্য ঘাটতি থেকে রক্ষা পেতে হলে পুনরায় রিবোরিং সময়ের দাবি।বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ০১৮১৭৫০৯২০১ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। তিনি সহজে ফোন রিসিভ করতে চান না।

বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, রিবোরিংয়ের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করা হবে।

আরও খবর



মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ (বুধবার)।

ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে বুধবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।

২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থানায় শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




ভাড়া করা লোকজন দিয়ে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: ডিবিপ্রধান

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি। পাশাপাশি আমাদের রুটিনমাফিক কাজও করছি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

ডিবিপ্রধান বলেন, আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি।

তিনি বলেন, যারা প্রতারণা করছে, ডাকাতি করছে, ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামি তাদের গ্রেপ্তার আমাদের রুটিনওয়ার্ক। জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ বাহিনী, ডিবি, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলের কেউ যেন বাধা সৃষ্টি না করে।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩