Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

ধূমপান ছাড়তে চান, জেনে নিন উপায়

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

লাইফস্টাইল ডেস্ক: যারা দীর্ঘ দিন ধরে ধূমপানের অভ্যাস লালন-পালন করে আসছেন, তাদের পক্ষে হঠাৎ ধূমপান ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। এমন অনেকেই আছেন যারা পরিবার, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মী এমনকি, চিকিৎসকের নিষেধ উপেক্ষা করে এ অভ্যাস চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা বার বার সতর্ক করছেন যে, সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস জীবন থেকে বাদ দিতে হবে। অনেকে আছেন যারা ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না। আসুন জেনে নিই কী কী উপায়ে ত্যাগ করবে ধুমপানের অভ্যাস

খাদ্যাভ্যাস ও জীবনযাপনে বদল আনুন;

গবেষণা বলছে, আমিষ এবং মাংসজাতীয় খাবার খাওয়ার পরেই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছু দিন বেশি করে ফলমূল ও শাকসবজি খেতে পারেন। নিয়মিত শরীরচর্চা করুন। বিশেষ করে যোগব্যায়াম অনুশীলন বেশি করে করতে পারেন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস ধূমপান করা থেকে আপনাকে বিরত রাখবে।

পারিপার্শ্বিক মানুষের ক্ষতি হচ্ছে;

ধূমপান যিনি করেন তার যেমন স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। তেমনই পরোক্ষ ধূমপানের ফলে আশপাশে থাকা মানুষেরও স্বাস্থ্যহানি ঘটছে। যা একেবারেই কাম্য নয়। ধূমপান ত্যাগ করে নিজেকে এবং চারপাশের মানুষজনকেও সুস্থ রাখুন।

মদ্যপান থেকে দূরে থাকুন;

অ্যালকোহল মিশ্রিত পানীয়, কোমল পানীয়, চা বা কফি খাওয়ার পরে সঙ্গত হিসাবে ধূমপান করে থাকেন। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন।

পছন্দের স্বাদের চকোলেট খেতে পারেন;

ধূমপানের অভ্যাস বদলে ফেলুন চকোলেট খেয়ে। চকোলেট বা চিউইং গাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে।

চিকিৎসকের পরামর্শ নিন;

খারাপ হোক বা ভাল, দীর্ঘ দিনের অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩




এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের নতুন অধিনায়ক হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দেশটির ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’-এ জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেই হতে যাচ্ছেন ফ্রান্স দলের অধিনায়ক। যদিও গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে ফ্রান্স কোচ চুপ করে ছিলেন।

আগামী ২৫ মার্চ ফ্রান্সের ইউরো বাছাইপর্ব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে। আর এ ম্যাচেই নতুন অধিনায়ক পাচ্ছে ফরাসিরা। এমবাপ্পে জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করেছেন। যেখানে তরুণ এই তারকার মাঝে নেতৃত্বের সকল গুণই আছে বলেই মনে করেন দেশম।

এ নিয়ে দেশম বলেন,‘এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপ্পের মধ্যে আছে।’

এর আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেছিলেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’

ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যদিও ২৪ বছর বয়সী এমবাপ্পের আগেই হয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপ্পে। এছাড়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন এ ফরাসি তারকা।

২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৪ বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক হুগো লরিস। তবে ২০২২ বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি।


আরও খবর



পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে  যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয়ে যুদ্ধাপরাদের অভিযোগ তুলেছে আইসিসি। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নির্বাসন। একই অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে মস্কো।

আজ শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। উপরেল্লিখিত অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন আইসিসির প্রশংসা করে বলেছেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে— রাশিয়া হলো একটি অপরাধী দেশ ও এর নেতারা এবং তাদের সহায়তাকারীদের তাদের সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। এটি ইউক্রেন এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

তবে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনো মন্তব্য করেনি মস্কো।


আরও খবর



নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন সভাপতি সালাহ উদ্দীন বিশ্বাস ও পিন্টুকে সাধারণ সম্পাদক

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

মুক্তার হোসেন গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে আইন সহায়তা কেন্দ্রর হলরুমে সভায় ২০২৩-২৪ সালের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাগরিক স্বাথ-সংরক্ষণ কমিটির সভাপতি মানবাধিকার কর্মী ও রাজশাহী জজকোটের আইনজীবি সালাহ উদ্দীন ও গোদাগাড়ী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ এস এম বরজাহান আলী পিন্টুকে সাধারণ সম্পাদক,সহ সভাপতি মজিবুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক শিমুল প্রতীম মজুমদার,সাংগঠনিক সম্পাদক ৬নংওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,৫নংওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রচার সম্পাদক,মাওলালা নিয়াজউদ্দীন ধর্ম বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,সাবেক কাউন্সিলর আসরাফুল ইসলাম উসমান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বিমল চন্দ্র রাজোয়াড় ক্ষুদ্র-নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক,মুক্তার হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,মামুন অর রশিদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,জিন্নাতুন নেসা জলি মহিলা বিষয়ক সম্পাদক,আব্দুল হাকিম কৃষি বিষয়ক সম্পাদক,আবুল কাসেম শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলামকে স্বা¯’্য বিষয়ক সম্পাদক করা হয়। কমিটি গঠন শেষে আলোচনা করা হয় যে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি শুধু সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবে।



আরও খবর



প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭১জন দেখেছেন

Image
আব্দুস সবুর ,তানোর প্রতিনিধি ;রাজশাহীর তানোরে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের অতিরিক্ত ওষুধ সেবন করে দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর প্রেমিক বুঝতে পেরে প্রেমিকার মাকে জানালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২৪ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর ওই ছাত্রীকে দ্রুত রিলিজ নিয়ে  বাড়িতে নিয়ে যান তার মা। গত শনিবার ঘটে ঘুমের ওষুধ সেবনের ঘটনাটি। এখবর ছড়িয়ে পড়লে সহপাঠী থেকে শুরু করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উভয়ের পরিবার ঘটনা ধামা চাপা দিতে মরিয়া হয়ে পড়েছেন।রবিবার মেডিকেলে খোজ করলে কর্তব্যরত নার্সরা জানান সুস্থ হবার পর সকাল ১১ টার দিকে ছুটি দেওয়া হয়েছে।

ইমার্জেন্সী ডাক্তার উম্মে হানিফ জানান, ওই ছাত্রীর প্রচন্ড মাথা ব্যাথা ও অস্থিরতা বোধ করছিল, এজন্য গত শনিবার সকাল ১১ টার দিকে  মেডিকেলে নিয়ে আসে তার মা। অবস্থা বেগতিক দেখে ভর্তি করানো হয়। এটা কি সেবনে হতে পারে জানতে চাইলে ডাক্তার জানান অতিরিক্ত ঘুমের ওষুধ, প্রচন্ড মানসিক চাপ থেকে এধরনের ঘটনা ঘটে। তবে ২৪ ঘন্টা চিকিৎসা দেওয়ার পর স্বাভাবিক হলে ছুটি দেওয়া হয়েছে।

জানা গেছে, পৌর এলাকার চাপড়া মিরাপাড়া গ্রামের ইসলামের পুত্র নাফিস পড়েন মডেল পাইলট স্কুলের দশম শ্রেণীতে এবং ওই প্রেমিকা গোল্লাপাড়া ভাড়া থেকে সদর স্কুলের দশম শ্রেণীতে পড়েন। তারা উভয়ে এক সাথে প্রাইভেট ও কোচিং করেন সদর এলাকায়। এঅবস্থায় তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতই গভীর হয় যে শারিরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। এঅবস্থায় মেয়ের মা অন্যত্র বিয়ে ঠিক করেন। কিন্তু ওই ছাত্রী নাফিসকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলে সাব মানিয়ে দেয়। মা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে মেয়ে প্রেমিক নাফিসকে জানায় ঘুমের ওষুধ ও বিষপান করে আত্মহত্যা করছি। এমন সংবাদ পেয়ে নাফিস প্রেমিকার ভাড়া বাড়িতে এসে মাকে বলে আপনার মেয়ে ঘুমের ওষুধ ও বিষপান করেছে। এমন সংবাদে মা মেয়ের ঘরে ঢুকে দেখে ছটপট করছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক রা বলে বিষ সেবন করেনি, ঘুমের ওষুধ খেয়েছে।

কয়েকজন নার্স জানান, আমরা তো এতকিছু জানিনা। সকাল থেকে ছুটি নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন মেয়ের মা। এজন্য ছুটি দেয় কর্তৃপক্ষ । এসব ঘটনা না জানানোর জন্য দ্রুত ছুটি নিয়ে শটকে পড়েন। বারবার বলি রোগীকে আরো একদিন থাকতে হবে, তার মা কোন কিছুই শুনেন নি। সকাল ১১ টার দিকে ছুটি নিয়ে চলে যায়।

নাফিসের পিতা ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে তার স্ত্রী রিসিভ করে জানান, এসব সত্য না, আমিও শুনেছি বিষ খেয়েছে, কিন্তু মেয়ের মা বলেছে বিষ খায়নি শরীর দূর্বল এজন্য বাড়িতে আনা হয়েছে। ছেলে মেয়ে এক সাথে পড়ালিখা করলে সম্পর্ক হতেই পারে। আমাকেও নাফিসের বন্ধুরা বলছে সে নাকি হাত কেটে দিয়েছে। এসব অপপ্রচার। তাহলে আপনার ছেলের নাম আসল কেন  জানতে চাইলে তিনি জানান, পড়ালিখায় ভালো এজন্য বদনাম ছড়াচ্ছে।

মেয়ের পিতার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে জানান, জমিতে আছি পরে কথা বলছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।ওসি কামরুজ্জামান মিয়া জানান এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর



ইনফিনিক্সের ২৬০ ওয়াটের ফাস্ট চার্জার

প্রকাশিত:শুক্রবার ১০ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ২৬০ ওয়াটের ফাস্ট চার্জার বাজারে এনেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মাত্র সাড়ে ৭ মিনিটেই ফোনের চার্জ পূর্ণ করবে এ চার্জার। গতকাল প্রতিষ্ঠানটি একই সঙ্গে তাদের ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জারও উন্মোচন করেছে। এর মাধ্যমে স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে কয়েক ধাপ এগিয়ে গেল ইনফিনিক্স। 

গ্রাহককে অলরাউন্ড ফাস্ট চার্জ সমাধান দিতে আসন্ন নোট সিরিজে এ চার্জার অন্তর্ভুক্ত করবে ইনফিনিক্স। ২৬০ ওয়াটের এ অলরাউন্ড ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১ মিনিটেই ফোন চার্জ করা যাবে শূন্য থেকে ২৫ শতাংশ পর্যন্ত। আর শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৭ দশমিক ৫ মিনিট। এছাড়া ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১৬ মিনিটে পুরো চার্জ করা যাবে ইনফিনিক্সের ফোন। 

ইনফিনিক্সের অত্যাধুনিক এ অলরাউন্ড ফাস্ট চার্জ প্রযুক্তি যেকোনো পরিবেশে গ্রাহকের চার্জিংয়ের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। ফাইভজির এ যুগে ফোন চার্জ নিয়ে সব দুশ্চিন্তা থেকে গ্রাহককে মুক্তি দেবে এ প্রযুক্তি। 

ইনফিনিক্সের প্রথম প্রজন্মের অলরাউন্ড ফাস্ট চার্জ সলিউশন ব্যবহার করে গ্রাহক এখন স্থানভেদে বিভিন্ন উপায়ে নিজেদের ফোন চার্জ দিতে পারবেন। দ্রুত, সহজ, স্মার্ট ও নিরাপদ চার্জিং সমাধান পাওয়া যাবে কোনো পাওয়ার সোর্সে আটকে না থেকেও। 

উদ্ভাবনী এ সলিউশনে তার যুক্ত ও তারহীন ফাস্ট চার্জিং ছাড়াও আছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং মাল্টি প্রটোকল চার্জিংয়ের মতো ব্যবস্থা। ফলে ফাস্ট চার্জিংয়ে অনন্য অভিজ্ঞতা দেবে ইনফিনিক্স। রিভার্স চার্জিং ব্যবস্থা থাকায়, এখন থেকে ফোনই হবে পোর্টেবল চার্জার। একই সঙ্গে নাইট চার্জিং ও বাইপাস চার্জিংয়ের মতো ইনটেলিজেন্ট চার্জিং ব্যবস্থা এবং মনিটরিং ফিচারও থাকছে নিরাপদ চার্জিংয়ের জন্য। পাশাপাশি এ ফিচারগুলো ফোনের ব্যাটারির তাপমাত্রা কমিয়ে রাখে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে। 

ইনফিনিক্সের উদ্ভাবনী এ সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চার্জিংয়ের নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে ১৪০টির বেশি প্রটেকশন মেকানিজম এবং ২০টির বেশি টেম্পারেচার সেন্সর। যার ফলে প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যাবে ইনফিনিক্সের ফোন।


আরও খবর