Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ধর্ষণ চেষ্টার মামলায় নাসিরনগর কলেজ ছাত্র দল সভাপতি ইয়াছিন মাহমুদ গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৮০জন দেখেছেন

Image


মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি ইয়াছিন মাহমুদ (২৫) এর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ইয়াছিন মাহমুদ কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে প্রেরন করেছে। গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মোঃ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলা দায়ের করে। 


মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, নুরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি ইয়াছিম মাহমুদ গোকর্ণ ইউনিয়নের প্রতিবেশি জেঠাগ্রামের আব্দুর রউফ এর কলেজ পড়–য়া ছাত্রীকে প্রায়ই প্রেমের কু-প্রস্তাব দিয়ে আসছিল। ইয়াছিনের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইয়াছিন মাহমুদ ওই ছাত্রীর উপর দিন দিন ক্ষিপ্ত হতে থাকে। ছাত্রীর পরিবারের লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।


ঘটনার তারিখ ও সময়ে ওই ছাত্রী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ২১ নভেম্বর ২০২২ রাত অনুমান ১১ ঘটিকার সময় রাতে আব্দুর রউফ ও তার স্ত্রী পাশের গ্রামে মাহফিলে চলে যায়া। খালি ঘরে ওই ছাত্রী যখন পড়াশোনা করছিল।


খবর পেয়ে ইয়াছিন গোপনে ওই ঘরে প্রবেশ করে ছাত্রীর মুখে কাপড় দিয়ে যাপটে ধরে খাটের উপর চিৎকরে ফেলে ছাত্রীর পড়নের কাঁপড় চোপড় টেনে হিছড়ে ছিড়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে ছাত্রীর ভাই ও প্রতিবেশিরা দৌড়ে ঘরে প্রবেশ করে ইয়াছিন মাহমুদ কে হাতে নাতে আটক করে।


পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ওই ঘর থেকে ইয়াছিন মাহমুদ কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই ছাত্রীর বাবা মোঃ আব্দুর রউফ বাদী হয়ে ইয়াছিন মাহমুদ কে আসামী করে নাসিরনগর থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা নং- ১০ দায়ের করে। 


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আরিফুর রহমান সরকার জানান ইয়াছিন মাহমুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর

সিরাজগঞ্জে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




বিএনপি গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি নেতারা গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য দিচ্ছেন, তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,  বিএনপির কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে, সেটার দায় তারা সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির এক সিনিয়র নেতা তার বক্তব্যে বলেছেন, ইলিয়াস আলীকে বিএনপির লোকজনই গুম করেছে। যা পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার দায় সরকারের ওপর চাপানো হয়েছিল কিন্তু পরে দেখা গেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেই জামাল উদ্দিন নিজ দলের নেতাকর্মীদের দ্বারা গুমের শিকার হয়েছিলেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একইভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর তার দায়ভারও সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়। পরে দেখা যায় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা মিথ্যা বয়ান তৈরির করে সরকারের ওপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতা চালাচ্ছে। বিএনপি-জামায়াত জোট শাসনামলে আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, এ দেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। জিয়াউর রহমানই এ দেশে গুমের রাজনীতির সূচনা করে। তার শাসনামলে ঢাকা মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহফুজ বাবুকে রাজনৈতিক মতাদর্শের কারণে গুম করে হত্যা করা হয়। তার লাশটাও পরিবারের সদস্যরা খুঁজে পায়নি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বার বার হত্যা-ক্যু-খুন-গুম ও ষড়যন্ত্রের অপরাজনীতির নির্মম শিকার হয়েছে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এই কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থানে যাওয়ার পরে অন্য বিবেচনা করা যাবে। এর আগে সরকারের কোনো কিছু করার নেই। 

আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন রয়েছে। আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। এখন আইনের পরিবর্তন না করে তাকে মুক্তি দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




শুভ জন্মাষ্টমী আজ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন দেশের হিন্দু সম্প্রদায়।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা।

সনাতন শাস্ত্র অনুসারে, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ পৃথিবীতে আবির্ভূত হন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব।

জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। 


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সম্ভাবনায় একটি দেশ তৈরি করেছেন শেখ হাসিনা।তিনি বলেন, এজন্য দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত দেশে উন্নীত হবো বলেও আশা করছি।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ  এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি। শুক্রবার(২৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি। এর আগে গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এর পর চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিকটন খালাস করে লাইটার জাহাজে করে রামপালে আনা হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সের্সাস টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন , হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছানো হবে।

এর আগে  রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানী করা  ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা   নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে  এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ। তার আগে  গত ১০ সেপ্টেম্বর  রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬শত ৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অফ শোয়ার  নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩