Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

ঢামেকে আগুন: আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে নতুন ১০ তলা ভবনের ষষ্ঠ তলার ওয়ার্ড থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে ভর্তি থাকা এক রোগী মারা গেছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চারতলা থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। বাবা ওয়ার্ডে অক্সিজেন সাপোর্টে ছিলেন। অক্সিজেন ছাড়া সিঁড়ি দিয়ে নামানোর সময় বাবার অবস্থা গুরুতর হয়ে যায়। জরুরি বিভাগে নেওয়ার পর মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ এক রোগী অক্সিজেন সাপোর্টে ছিলেন। আতঙ্কিত হয়ে তার স্বজনরা অক্সিজেন ছাড়াই তাকে নামিয়ে আনছিলেন। এর ফলে দুর্ঘটনাটি ঘটেছে। রোগীদের নিচে নামতে নিরুৎসাহিত করা হয়েছিল।

উল্লেখ্য, আজ দুপুর ৩টায় ভবনের চতুর্থ তলায় কিডনি বিভাগে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও হাসপাতালের কর্মীরাই ৮ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে কেউ হতাহত হননি। ভবনের বাইরে এসি বক্সে আগুন লেগেছিল। দুটি এসি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও খবর



পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৯ জনের প্রাণহানি

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত দুই নারীসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ৩ দশমিক ৭ মাত্রার একটি পরাঘাতেরও ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর এবং আফগানিস্তানের রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক আফগানিস্তান ও ভারত থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেপির তথ্যমতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী এবং শিশু রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি বলেন, সোয়াত জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ আহত হয়েছেন।

সোয়াত উপত্যকার হাসপাতালগুলোতে অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছেন। আর দুই শতাধিক মানুষ অজ্ঞান হয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভূমিকম্পের পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


আরও খবর



‘শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে।’

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি’র জীবনে সম্প্রতি বয়ে গেছে কালো একটা ঝড়! স্বামী রকিব সরকারকে নিয়ে ওমরাহ করে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন তিনি। গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার দেখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যদিও ওদিন প্রায় ৬ ঘণ্টা পরই কারাগারমুক্তি মেলে এই চিত্রনায়িকার।

কিছুদিন পরই মা হতে যাচ্ছেন মাহি। এর মধ্যেই ঘটে যাওয়া এমন ঘটনায় বিস্মিত হন এই অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। যা নিয়ে দু’চার লাইন লিখতেও বাধ্য হন তারা। মাহি গ্রেপ্তারের পরপরই তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অনেক তারকাশিল্পী ও নির্মাতারা।

এখন বর্তমানে সেসব ঝামেলা অনেকটা সামলে নিয়েছে মাহি ও তার স্বামী রাকিব। জানা গেছে, বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে আছেন মাহি। আর এই সময়টা কাজ থেকে দূরে থাকলেও, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে নেই মাহি। সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল মঙ্গলবার রাতে ‘অগ্নি’খ্যাত এই নায়িকা ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘সুখ যদি থাকে সাত সমুদ্রের ওই পারে, তাহলে এই সাতটা সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার।’

এই নায়িকা আরও লিখেছেন, ‘শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে।’ সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজিও।


আরও খবর



পাঁচ সিটিতে তিন ধাপে ভোট, তফসিল এপ্রিলে

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৬তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মো. জাহাংগীর আলম।

মো. জাহাংগীর আলম বলেন, ‘কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এ জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব আরও বলেন, ‘তফসিলের সময় ও কোন তারিখে কোনটার ভোটগ্রহণ হবে, তা পরে বিস্তারিত জানানো হবে। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সবগুলো নির্বাচন হবে ইভিএমে।

এসব নির্বাচনের ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা রাখার কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, ‘রোড ম্যাপের আলোকে কোন কাজে কতটুকু অগ্রগতি, তা কমিশনকে জানানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন দল নিবন্ধন, নির্বাচনী সীমানার খসড়া প্রকাশ, পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই চলছে।

সচিব জানান, ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে একটি দল পাঠিয়ে প্রবাসীদের এনআইডি সেবার বিষয়ে প্রাইলট প্রকল্প চালু করা হবে। ভোটাররা সংশ্লিষ্ট দূতাবাসে এসে আবেদন করবেন। সেই আবেদন স্থানীয়ভাবে যাচাই-বাছাই ও তদন্ত হবে। পরে দূতাবাসে এসে আঙুলের ছাপ ও অন্য তথ্য নেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। সেখান থেকে এনআইডি নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

এখন পর্যন্ত ছয় দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির ভোটার নিবন্ধনের আবেদন পাওয়ার পর তাদের স্থানীয় ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এর মধ্যে সাড়ে চার হাজার আবেদনের তদন্ত বাকি রয়েছে, প্রায় ৩০০ আবেদন অনুমোদন পেয়েছে এবং ২০০ আবেদন বাতিল হয়েছে।



আরও খবর



নিত্যপণ্যের দাম কমানো প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
 স্টাফ রিপোর্টার মাগুরা ; চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু এবং মাগুরা জেলায় চিকিৎসাক্ষেত্রে নৈরাজ্য দূর করার দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে ২২ মার্চ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটি মাগুরা জেলার অন্যতম সদস্য বাসারুল হায়দার বাচ্চু। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষের জীবন আজ দুর্বিষহ। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির দায় সরকার জনগণের কাধে চাপিয়ে দিতে দফায় দফায় দাম বৃদ্ধি করছে, ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে রোজার আগেই খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, শিক্ষা চিকিৎসার খরচ আকাশছোঁয়া, শ্রমিকদের মজুরি বাড়ছে না, কর্মক্ষেত্রে শ্রমিকদের মৃত্যু ঘটছে, ক্ষতিপূরণ পাচ্ছে না, কর্মস্থলে নিরাপত্তা নাই, প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই হচ্ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না অথচ সার, কিটনাশক, বীজ সেচের খরচ দফায় দফায় বাড়ছে। দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ পাচ্ছে কিন্তু অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাধে। যেকোন গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়ন ভয়ংকর আকার ধারণ করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসাসেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততার কারণে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হন এবং অপচিকিৎসার শিকার হন। মাগুরা জেলায় চিকিৎসাসহ সকল নৈরাজ্য বন্ধ করার আহবান জানান। সাইদুর রহমান,মাগুরা।
নিত্যপণ্যের দাম কমানো  প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 





আরও খবর



প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭১জন দেখেছেন

Image
আব্দুস সবুর ,তানোর প্রতিনিধি ;রাজশাহীর তানোরে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের অতিরিক্ত ওষুধ সেবন করে দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর প্রেমিক বুঝতে পেরে প্রেমিকার মাকে জানালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২৪ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর ওই ছাত্রীকে দ্রুত রিলিজ নিয়ে  বাড়িতে নিয়ে যান তার মা। গত শনিবার ঘটে ঘুমের ওষুধ সেবনের ঘটনাটি। এখবর ছড়িয়ে পড়লে সহপাঠী থেকে শুরু করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উভয়ের পরিবার ঘটনা ধামা চাপা দিতে মরিয়া হয়ে পড়েছেন।রবিবার মেডিকেলে খোজ করলে কর্তব্যরত নার্সরা জানান সুস্থ হবার পর সকাল ১১ টার দিকে ছুটি দেওয়া হয়েছে।

ইমার্জেন্সী ডাক্তার উম্মে হানিফ জানান, ওই ছাত্রীর প্রচন্ড মাথা ব্যাথা ও অস্থিরতা বোধ করছিল, এজন্য গত শনিবার সকাল ১১ টার দিকে  মেডিকেলে নিয়ে আসে তার মা। অবস্থা বেগতিক দেখে ভর্তি করানো হয়। এটা কি সেবনে হতে পারে জানতে চাইলে ডাক্তার জানান অতিরিক্ত ঘুমের ওষুধ, প্রচন্ড মানসিক চাপ থেকে এধরনের ঘটনা ঘটে। তবে ২৪ ঘন্টা চিকিৎসা দেওয়ার পর স্বাভাবিক হলে ছুটি দেওয়া হয়েছে।

জানা গেছে, পৌর এলাকার চাপড়া মিরাপাড়া গ্রামের ইসলামের পুত্র নাফিস পড়েন মডেল পাইলট স্কুলের দশম শ্রেণীতে এবং ওই প্রেমিকা গোল্লাপাড়া ভাড়া থেকে সদর স্কুলের দশম শ্রেণীতে পড়েন। তারা উভয়ে এক সাথে প্রাইভেট ও কোচিং করেন সদর এলাকায়। এঅবস্থায় তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতই গভীর হয় যে শারিরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। এঅবস্থায় মেয়ের মা অন্যত্র বিয়ে ঠিক করেন। কিন্তু ওই ছাত্রী নাফিসকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলে সাব মানিয়ে দেয়। মা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে মেয়ে প্রেমিক নাফিসকে জানায় ঘুমের ওষুধ ও বিষপান করে আত্মহত্যা করছি। এমন সংবাদ পেয়ে নাফিস প্রেমিকার ভাড়া বাড়িতে এসে মাকে বলে আপনার মেয়ে ঘুমের ওষুধ ও বিষপান করেছে। এমন সংবাদে মা মেয়ের ঘরে ঢুকে দেখে ছটপট করছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক রা বলে বিষ সেবন করেনি, ঘুমের ওষুধ খেয়েছে।

কয়েকজন নার্স জানান, আমরা তো এতকিছু জানিনা। সকাল থেকে ছুটি নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন মেয়ের মা। এজন্য ছুটি দেয় কর্তৃপক্ষ । এসব ঘটনা না জানানোর জন্য দ্রুত ছুটি নিয়ে শটকে পড়েন। বারবার বলি রোগীকে আরো একদিন থাকতে হবে, তার মা কোন কিছুই শুনেন নি। সকাল ১১ টার দিকে ছুটি নিয়ে চলে যায়।

নাফিসের পিতা ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে তার স্ত্রী রিসিভ করে জানান, এসব সত্য না, আমিও শুনেছি বিষ খেয়েছে, কিন্তু মেয়ের মা বলেছে বিষ খায়নি শরীর দূর্বল এজন্য বাড়িতে আনা হয়েছে। ছেলে মেয়ে এক সাথে পড়ালিখা করলে সম্পর্ক হতেই পারে। আমাকেও নাফিসের বন্ধুরা বলছে সে নাকি হাত কেটে দিয়েছে। এসব অপপ্রচার। তাহলে আপনার ছেলের নাম আসল কেন  জানতে চাইলে তিনি জানান, পড়ালিখায় ভালো এজন্য বদনাম ছড়াচ্ছে।

মেয়ের পিতার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে জানান, জমিতে আছি পরে কথা বলছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।ওসি কামরুজ্জামান মিয়া জানান এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর