Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে পাবনা যান রাষ্ট্রপতি। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।


আরও খবর



শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ৬৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। মার্কিন সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রতিনিধি পরিষদ মূলত একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে।

এর মাধ্যমে অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। এটি পাস না হলে স্থানীয় সময় শনিবারের পর (১ অক্টোবর মধ্যরাত) বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা মূলত শাটডাউন হিসেবে পরিচিত।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনও নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।

প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন।

বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এই বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।

এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এই বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে এই বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।

পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এই ফলাফলটিকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থিদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি।

মূলত কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের একটি বিল পাস হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে জটিলতা তৈরি হয়েছিল। এটি পাস না হলে শনিবারের পর (স্থানীয় সময় ১ অক্টোবর মধ্যরাত) বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা দেশটিতে ‘শাটডাউন’ হিসেবে পরিচিত।

সরকারি ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ১ অক্টোবর নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ কংগ্রেস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির কাছে তারা সরকারি ব্যয় অনেকাংশে হ্রাস করার দাবি জানায়। তবেই নতুন অর্থবছরের অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছিল তারা।

অন্যদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র ১ আসনের ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের দখলে। ফলে সরকারকে সচল রাখতে হলে দুই দলকে ঐকমত্যে পৌঁছাতে হতো। সেই মতো সরকারের শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে দ্বিদলীয় বিল পাস করল হাউস।

অবশ্য আপাতত শাটডাউন এড়ানো গেলেও রিপাবলিকানদের একটি অংশের দাবি, সরকারি ব্যয় অনেক কমাতে হবে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার দাবিও করেছেন তারা।


আরও খবর



ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক গাইবান্ধায় কৃষিজীবির প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
একেএম শামছুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধায় বসতবাড়ীর পরিত্যাক্ত জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক এক দিনের কৃষিজীবির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ও অর্থায়নে সোমবার গাইবান্ধা হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন ও সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির। এসময় ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।এসময়,প্রশিক্ষন ভিত্তিক কলাকৌশল নিয়ে বিভিন্ন বিষয়ে শেয়ার করেন,সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক। 

আরও খবর



মোরেলগঞ্জে নদীর ভাঙ্গন সুরক্ষা কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট):বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গন কবলিত নদীর তীরবর্তী একটি এলাকা মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের অধীনে কুমারখালী স্লুইসগেটের কাছে নদীর তীরের ৫৩ মিটার এলাকা মেরামতে কাজে চলছে। সেখানে মাটি দিয়ে খাদ ভরাটরে পরিবর্তে বালু দিয়ে ভরাট করে জিও ব্যাগ ফেলে লেভেল করা হয়েছে। সরেজমিনে স্থানীয়দের অভিযোগ, কার্য নির্দেশিকায় ওই মেরামত কাজে জিও ব্যাগ দিয়ে লেভেল করার পূর্বে মাটি দিয়ে খাদ ভরাট করার কথা থাকলেও সেখানে সহজলভ্য বালু ঢেলে লেভেল করা হয়েছে। যা, পানির চাপে দ্রুতই ধসে যাবে। নাম প্রকাশ না করার শর্তে কর্মরত কয়েকজন শ্রমিক বলেন, জিওব্যাগ দিয়ে লেভেল করার পূর্বে নদী থেকে তোলা বালু দিয়ে খাদ ভরাট করা হয়েছে। উপরের দিক থেকে কিছু অংশে মাটিও দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা সোহাগ তালুকদার, মহারাজ তালুকদার, এনামুল আকনসহ অনেকে বলেন, স্লুইসগেটের কাছে পানির চাপ বেশি পড়ে। এখানে ভাঙ্গন মেরামতে বালু দেওয়া হয়েছে যা বেশিদিন টিকবেনা। দশ লাখ টাকা ব্যায় বরাদ্দের এ কাজটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শেষ হবার কথা রয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান বলেন, তার এলাকায় নদী সুরক্ষার অন্য একটি কাজ নির্বাহী কর্মকর্তার সাথে পরিদর্শনে যাওয়া হয়েছিল। সেকাজটিও আমার দৃষ্টিতে সঠিক হয়নি। এ কাজের ঠিকাদার মো. বেল্লাল হোসেন বালু ব্যবহারের অভিযোগ অস্বিকার করে বলেন, স্থানীয়দের মধ্যে নানা ধরণের বিবাদ থাকায় তারা এ ধরণের অভিযোগ তুলেছে। এখানে কোন অনিয়ম হয়নি।

প্রকল্প প্রকৌশলী (সি ই আই পি ১) মো. নাহিদ হাসান বলেন, নদীর তীরের খাদ ভরাটে বালু ব্যবহারের সুযোগ নেই। ওখানে বালুভর্তি জিউব্যাগ ডাম্পিং করার আগে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট জেলা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, কুমারখালী এলাকায় নদীর তীরে জরুরি মেরামত কাজে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর



প্রধানমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জাননো হয়েছে।


আরও খবর



বিএনপির নানা ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

দিনাজপুর প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ২০৪১সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করা হবে উল্লেখ করে বলেন আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের কারিগর। এজন্য শিক্ষার্থীদের ভালভাবে পড়াশোনা করতে হবে। এই এসএসসি ফলাফল জীবন গড়ার প্রথম পর্ব শুরু হলো। প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষাঙ্গনে ব্যাপক উন্নয়ন করায় দেশে এখন শিক্ষার হার বেশি। ঝড়ে পড়া শিক্ষার্থীরাও ভাল করছে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। তিনি বলেন, বিএনপির ক্ষমতাকালীন দেশকে ধ্বংস করে দেয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে কলমের বদলে মাদক ও অস্ত্র দেয়া হয়েছিল। জঙ্গিবাদ ও সন্ত্রাস করে দেশ আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল বিগত বিএনপি জামাত সরকার। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ও নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেন আজ বাংলাদেশের এত উন্নয়ন। উন্নয়ন ও অগ্রতিতেও বিএনপির নানান ষড়যন্ত্র। বিএনপির নানান ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটার পর একটা সাফল্য দেখছে দেশের মানুষ।মঙ্গলবার দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলায় ১০১৪জন এসএসসি জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম,দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সম্মাননা অনুষ্ঠানে আহবায়ক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউট এর আভ্যন্তরীন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনে ছিলেন হারুন অর রশীদ। আলোচনা সভা শেষে ১০১৪জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শেষে নবরুপীর পরিবেশনায় এবং মার্শাল ব্যান্ডের গান পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয় ইনস্টিটিউট প্রাঙ্গনে।


আরও খবর