Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঢাকাসহ দেশের ১৭ জেলায় মাঝ রাতে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকাসহ দেশের ১৭ জেলায় মাঝ রাতে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে একই দিন অপর এক আবহাওয়ার বার্তায় আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নতুন লুকে বুবলী

প্রকাশিত:বুধবার ২৩ আগস্ট 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:নতুন লুকে ধরা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সোনালী রঙের ছোট চুলে নায়িকাকে যেন চেনাই দায় ভক্তদের। গতকাল দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক। বোঝাই যাচ্ছে, দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন নায়িকা। ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জিয়াউল রোশান।

১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে; যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে। ছবিতে অন্যান্য চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলা প্রমুখ।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




গোদাগাড়ী পৌরসভায় পানি শৌধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

গোদাগাড়ী রাজশাহী:রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ভূউপরিস্থ পানি শৌধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সুলতানগঞ্জে প্রকল্পের ভিত্তিপ্রস্থার করেন রাজশাহী-১ সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ,জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম প্রমূখ। ২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তাবায়ন করছে জনস্বাস্থ্য অধিদপ্তর। পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে পৌরসভায় বিশুদ্ধ পানি সরবাবরহ করা হবে।প্রধান অতিথি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন,পৌর বাসীর পানির চাহিদা পূরনে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে এ ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট নির্মাণ করা হচ্ছে যা শোধনের মাধ্যমে পানি সরবরাহে মানুষের দোড় গোড়ায় পৌছে যাবে। আর এ জন্য বর্তমান সরকার একের পর এক শহর থেকে গ্রাম পর্যন্ত দৃশ্যমান কাজ করে যাচ্ছে। এদিকে ভূপুষ্ঠস্থ পানি শোধনাগারের সার সংক্ষেপ তুলে ধরেন গোদাগাড়ী পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২২ কোটি টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন হলো। কাজটি শেষ হলে বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। এই প্রকল্পের আওতায় পানির পাইপ লাইন স্থাপন করা হবে। সমগ্র পৌরবাসীকে আরও বিশুদ্ধ পানি সেবাসহ নানা উন্নয়ন প্রকল্পে চলমান আছে।


আরও খবর



তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন। তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রæতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আরও খবর



কলারোয়ায় মৎস্য চাষ পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:কলারোয়ায় মৎস্য চাষ পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩সেপ্টেম্বর) সকালে কলারোয়া পৌরসভা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। রোরাস এগ্রো ফার্মার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, রোরাস এগ্রো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর সাবিনা সুলতানা, রোরাস এগ্রো ফার্মার মাহবুব আলম, আনিসুর রহমান সোহেল, রোরাস এগ্রো ফার্মার ম্যানেজার জহিরুল হক, সাংবাদিক জুলফিকার আলী ও কলারোয়া বাজারের মাছ চাষী মিজানুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-রোরাস এগ্রো ফার্মার জোনাল ম্যানেজার নুর হোসেন। উল্লেখ্য-দিনব্যাপী আলোচনা সভায় অতিথিবৃন্দ মাছ চাষে রোগ প্রতিরোধ ও করনীয় বিষয় আলোচনা করেন।


আরও খবর



রোনালদোর ৮৫০ গোলের মাইলফলকে আল নাসরের বড় জয়

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১১৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ক্রিস্টিয়ানো রোনালদোর ৮৫০ গোলের মাইলফলকে ওঠার ম্যাচে বড় জয় পেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে আল হাজমকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

গতকাল রাতের এ ম্যাচে আল নাসরের হয়ে চতুর্থ গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। এই গোলটিই তাকে চূড়ায় নিয়ে গেছে। বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

রোনালদো এদিন গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন। প্রথম গোলে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল বাড়িয়ে দেন রোনালদো। আর তার কাছ থেকে বল পেয়ে গোল করেন আবদুলরহমান ঘারিব।

দলের দ্বিতীয় গোলটি আসে আবদুল্লাহ আল খাইবারির কাছ থেকে। এরপর তৃতীয় গোলটিতে রোনালদো চাইলে নিজেই শট নিতে পারতেন এবং যে জায়গায় ছিলেন, গোল হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু রোনালদো তা না করে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ওতাবিওকে। এরপর গোলের জন্য পর্তুগিজ সতীর্থের আলতো ছোঁয়ারই শুধু প্রয়োজন ছিল।

ম্যাচের চতুর্থ গোলটি করেন রোনালদো নিজেই। বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে গোল এনে দেন এই উইঙ্গার। আল নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে এটি রোনালদোর ২৬তম গোল। এরপর ম্যাচের শেষ গোলটি করেন সাদিও মানে। এ জয়ে ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এল রোনালদোর আল নাসর। এখন শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধানটা চারে নামিয়ে এনেছে আল নাসর।

এদিকে রোনালদো-মানেদের জয়ের রাতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফিরমিনো-মাহরেজদের আল আহলি। আল ফাতেহর বিপক্ষে তাদের মাঠে আল আহলি উড়ে গেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। একই রাতে ৩-১ গোলে জিতেছে স্টিভেন জেরার্ডের আল ইত্তিফাক। এ জয়ে ইত্তিফাকের হয়ে জোড়া গোল করেছেন মুসা দেম্বেলে।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩