Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঢাকা ওয়াসার খায়রুল কোটি কোটি টাকার মালিক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধিঃঢাকা ওয়াসার চাকরী নিয়ে অবৈধ ভাবে সম্পদের পাহাড় গড়েছেন।রাজধানীর মিরপুরে ১০ নম্বর জোনের ওয়াসার রাজস্ব পরিদর্শক হিসেবে দীর্ঘ দিন যাবত চাকরীতে কর্মরত আছেন। তিনি চাকরী পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে অজুহাত দেখিয়ে ওয়াসার গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। অন্য ঘুষখোর ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে পাল্লাদিয়ে নিপু তার কর্মস্হল থেকে ঘুষ ও দূর্নীতি মাধ্যমে গ্রাহকদের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিনি  চাকরী পাওয়ার পর যেন আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ পেয়ে গেছেন!ভাষাণটেক ও মাটিকাটা এলাকার অনেক ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,ঘুষখোর,দূর্নীতিবাজ নিপু আবার ঢাকা ওয়াসার শ্রমিক লীগের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিতেছেন।  ওয়াসা চাকরী করে ও দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে গ্রাহকদের হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রাহকরা টাকা দিতে অস্বীকার করলে তাকে মাসের পর মাস, বছরে পর বছর বিভিন্ন কাজের ছুতা দিয়ে ঘুরাতে থাকে। আবার যদি তার চাহিদা মত টাকা দেওয়া হয় তা হলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়।

এই ভাবেই ওয়াসার গ্রাহকদেরকে জিম্মি করে নিপুসহ তার অফিসের অনেক অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা অর্থ হাতিয়ে নিচ্ছে।ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ঘুষখোর ও দূর্নীতিবাজ নিপুর অবৈধ সম্পদের ফিলিস্তি দেখে তার অফিসের সাধারন কর্মকর্তা ও কর্মচারীরা এবং তার এলাকার বাসিন্দারা হতভাগ হয়েছেন। এত সম্পদের মালিক কি ভাবে হলো বিষয়টি খুব আশ্চর্য লাগছে। সে কি আলাউদ্দিনে চেরাগ পেয়েছে না কি ! হঠাৎ করে এত সম্পদের মালিক হলো কি ভাবে? এদিকে ২০২৩ সালের ১০ আগস্টে আতিয়ার রহমান নামে এক ব্যক্তি সেগুনবাগিচাস্হ দূর্নীতি দমন কমিশন কার্যলয়ে লিখিত অভিযোগ করেন।

সেই অভিযোগে জানা যায়, নিপুর সম্পদের বিবরন গুলো, মিরপুরস্হ আহম্মেদ নগরে ১১৮/বি নম্বরে একটি ৫ কাটার প্লট রয়েছে। সেখানে ২০/২৫ টি টিনসেট রুম তৈরী করে ভাড়া দিয়েছে। সেই জায়গাটি ২০০৯ সালে নিপু ক্রয় করেন বলে ওই এলাকা বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে। এছাড়াও মিরপুরস্হ আহম্মেদ নগরস্হ ১৮৩/৩/এ নম্বর বাসায় তার একটি আলিশান ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটির বর্তমানে বাজার মূল্য প্রায় কোটি টাকা। দুদকের অভিযোগ সূত্রে আরও জানা যায়, উত্তরার ১৮ নম্বর সেক্টর ৮ নম্বর রোডের ৮০ নম্বরে তার এবং তার স্ত্রীর নামের একটি বাড়ী রয়েছে।

ঝিলমিল আবাসিক এলাকায় তার নামে একটি প্লট রয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। বরিশালে তার স্ত্রীর নামে একটি আলিশান বাড়ী রয়েছে। নিপুর আয়কর নর্থি সূত্রে জানা যায়, তিনি -৭৬,০২,১৩৬ টাকার মালিক এবং তার স্ত্রীর রাজিয়া সুলতানা করদাত্রী বলে তার আয়কর নর্থিতে তিনি উল্লেখ করেছেন।তিনি একজন ওয়াসার মিটার -রিডার থেকে রাজস্ব পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে হঠাৎ করে কি ভাবে আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেলেন।

তা সাধারণ মানুষ ও ওয়াসার সেবা গ্রহীতা এবং ভূক্তভোগীদের মাঝে আলোচনা - সমআলোচনার ঝড় উঠেছে। তাদের অভিযোগ ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে নিপু। আমরা প্রধান মন্ত্রী সংশ্লিষ্ট পরিচালকের কাছে আহবান জানাই ঘুষখোর, দূর্নীতিবাজ নিপুসহ অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নিতে জোর দাবী জানায়। চলবে পর্ব-১।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক কারাম উৎসব পালন

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

ঠাকুরগাঁও প্রতিনিধি:ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা। আর এই উৎসব উপলক্ষে ঢাক-ঢোল বাজিয়ে নাচ, গান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে এ দিবসটি পালন করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গার উড়াও পাড়ায় কারাম পূজা ও সামাজিক উৎসব কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সদর থানার ওসি ফিরোজ কবির, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ব্যাক্তিবর্গ। কারাম পূজা ও সামাজিক উৎসব উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটার সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, ওঁরাও সম্প্রদায়ের মানুষেরা অনেক দিক থেকেই অবহেলিত। তারা আধুনিক সমাজ থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের ওঁরাও সম্প্রদায় এলাকার বিভিন্ন উন্নয়নসহ অন্যান্য সম্প্রদায়ের মতো তারাও যাবতীয় সুযোগ-সুবিধা পাবে এই আশা ব্যক্ত করেন বক্তারা। কারাম পূজা ও সামাজিক উৎসব উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটা বলেন, আমরা অত্যন্ত কষ্টে জীবন-যাপন করি। কারাম পূজা আমাদের প্রধান ধর্মীয় উৎসব। অথচ এ উৎসব আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে পালন করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অন্যান্য সম্প্রদায়ের উৎসবগুলোর মতো আমরাও এ দিবসটি পালন করতে পারব বলে জানান তিনি।


আরও খবর



আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ মোরেলগঞ্জ থানা

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোরেলগঞ্জ থানা গেল আগষ্ট মাসে বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ হয়েছে। গত এক মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে ৫০ পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। মামলা রেকর্ড করা হয়েছে ১০টি। এ ছাড়াও থানা পুলিশ ওয়ারেন্টি আসামি গ্রেফতার করেছেন ১৫০ জন। এমন তৎপরতায় জেলার ৯টি থানার মধ্যে মোরেলগঞ্জ থানা আগষ্ট মাসের মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ হয়েছে। এ সাফল্যের জন্য বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন। একই মূল্যায়ন সভায় মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান জেলায় শ্রেষ্ঠ এসআই নবর্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। 


আরও খবর



সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্   নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি :কিংবদন্তিতুল্য সঙ্গীত জগতের অমর শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের মাইহারে মৃত্যুবরণ করেন। তিনি প্রথম বাঙালী যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে এই উপমহাদেশের রাগসঙ্গীতকে পরিচিত ও প্রচার করেন।

সুর সম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সুদু খাঁ, মা সুন্দরী বেগম। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মদিনা ভবনে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল, কুরআন তিলাওয়াত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী মহাবিদ্যালয়,  ও সুর সম্রাট’ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এ আয়োজন করেছে।

বড় ভাই ফকির (তাপস) আফতাব উদ্দিন খাঁর কাছে আলাউদ্দিনের সঙ্গীতের হাতেখড়ি। এরপর কলকাতায় যান সঙ্গীতে দীক্ষা নিতে। ১৯১৮ সালের পর তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে। আলাউদ্দিন খাঁ ১৯৫২ সালে ভারতের সঙ্গীত একাডেমি পুরস্কার পান। ১৯৫৪ সালে আকাদেমির ফেলো নির্বাচিত হন। ১৯৫৮ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৭১ সালে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ সালে তিনি বিশ্বভারতীর দেশি ‘কোত্তম’ উপাধিতে ভূষিত হন। ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ দান করে। শান্তি নিকেতনে আমন্ত্রিত অধ্যাপক হিসাবে কিছুকাল শিক্ষকতা করেন।

-খবর প্রতিদিন/ সি.ব

আরও খবর



দেশের জনগণকে ন্যায়বিচার দিতে কাজ করে যাব: প্রধান বিচারপতি

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে না উল্লেখ করে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘রাজনীতিবিদদের বলব রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

আজ বুধবার দুপুরে দায়িত্বভার গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি মিলে যদি একসঙ্গে উদ্যোগ নেই তাহলে এসব দুর্নীতি অপসারণ করা সহজ হবে।

এ সময় তিনি আদালতকে রাজনীতির সঙ্গে না জড়ানোর জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে তা শুধু বিচারকদের কারণে নয়, এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা কাজের মাধ্যমে দূর হবে।

তিনি বলেন, ‘দেশের জনগণকে ন্যায়বিচার দিতে কাজ করে যাব, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। শপথগ্রহণের তারিখ থেকে তা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এরআগে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বিএনপি ক্ষমতায় গেলে একরাতেই আ. লীগ শেষ: ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগের বাকিদের শেষ করে দেবে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। তারা বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা!  আওয়ামী লীগকে নিশ্চিহ্ণ করে দিয়েছে। বাকিদের এক রাতেই শেষ করে দেবে। এটা তাদের ভেতরের কথা। বিএনপির তিন গুণ- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা। বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারচেয়ে যোগ্য কোনো প্রার্থী আছে?

বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দণ্ডিত। নির্বাচনে কে নেতা হবে দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩