
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতির নাম মো. আনোয়ার হোসেন খান (৫৫)। তার বাবার নাম আসিফুল হক।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী দীপু জানান, আনোয়ার হোসেন কয়েদি হিসেবে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পূর্ণ ঠিকানা জানা নেই। কারা কর্তৃপক্ষ বিষয়টি বিস্তারিত জানাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছ।