Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

দেশের আট জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সারা দেশেই গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে তীব্র শীত। ঘন কুয়াশায় রোদের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে দেশের আট জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।

গতকাল বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ থেকে কমে হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৫, দিনাজপুরে ৯ দশমিক ৮, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ও কুষ্টিয়ার কুমারখালীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে হামিদ মিয়া বলেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




ঢাকায় মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ২৩, মামলা ১৭

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ২১৫৫৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা হয়েছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




খাগড়াছড়ি পৌর শহরে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি পৌরসভাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায়  সাড়ে তিন কোটি টাকা

দক্ষিণ খবংপড়িয়া এলাকার আরসিসি রাস্তা ও ড্রেন  পেরাছড়া বাজার পর্যন্ত পাঁচ কোটি টাকা ব্যয়ে ১.৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন  খাগড়াছড়ি আসনের সংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ খবং পড়িয়া  সাড়ে তিন কোটি টাকা ও পানখাইয়া পাড়া নিউজিল্যান্ড সড়ক নির্মাণ পাঁচ কোটি টাকা ব্যয়ে এলাকায় ড্রেন ও সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,   পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর অতীশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর



ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন খসরু চৌধুরী

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তিনি শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম কিনেন। এ সময় গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে খসরু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগি হতে চাই। ঢাকা-১৮ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে ঢাকা-১৮ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দিবেন।

খসরু চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।


আরও খবর



বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন হারুন

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, ২৮ অক্টোবর নাশকতার সৃষ্টির নেপথ্যের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, বাকিদের নামও পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে নাশতার মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




পুনরায় নৌকার মাঝি হলেন ফারুক চৌধুরী, উৎসবে ভাসছে তানোর

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ২৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনে পুনরায় নৌকার মাঝি হলেন এমপি ওমর ফারুক চৌধুরী।রবিবার বিকেলের দিকে দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৯৮ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে সকালের দিকে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। 

এমপি ফারুক চৌধুরী কে পুনরায় মনোনায়ন দেয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানোর উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর পৌর সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আ"লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, 

বাধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সভাপতি মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন,  কামারগাঁ দক্ষিণের সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট,  কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা সহ আ"লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, তানোর গোদাগাড়ী তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমপি ফারুক চৌধুরীকে পুনরায় নৌকার মাঝি করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক চৌধুরী বিগত ২০০৮ সাল থেকে তিনি সংসদ সদস্য হয়ে আছেন।  শিল্পপ্রতি মন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার প্রমান দেন বরেন্দ্র ভূমির পোড়া মাটির শহীদ পরিবারের সন্তান ফারুক চৌধুরী।  এর আগে ২০০১ সালে নৌকা প্রতীক পেয়ে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের সাথে হাড্ডাহাড্ডি লড়ায়ে সামান্য ভোটে পরাজিত হন ফারুক চৌধুরী। পরাজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েন নি তিনি। দুই উপজেলার প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হন এই নেতা। যার ফলে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করে প্রথমবারের মত তানোরের কৃতি সন্তান ফারুক চৌধুরী সংসদ সদস্য হন।

এদিকে মনোনয়নের খবর পেয়ে কামারগাঁ ইউনিয়ন আ"লীগের উত্তর ও দক্ষিণের সভাপতি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং আলাউদ্দিন প্রামানিকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি খাওয়া খায়ি করেন।উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ করা গেছে।

সিনিয়র নেতারা বলেন, অনেকে মনোনয়ন চেয়েছিলেন। যেহেতু নৌকা প্রতীক দিবেন দলের প্রধান ও মনোনয়ন বোর্ড। এখানে কারো কিছুই করার থাকেনা। দেশরত্ন যাকে ভালো মনে করেছেন বৃহত্তর স্বার্থে  তাকে নৌকা প্রতীক দিয়েছেন। কারন রাজশাহী জেলায় অনেক পরিবর্তন হয়েছে।  সুতরাং সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ফারুক চৌধুরীকে চতুর্থ বারের মত এমপি করে মন্ত্রীর দাবি করায় মুল লক্ষ হওয়া উচিত বলে মনে করেন নেতারা।

আরও খবর