Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

দেশের আইসিটি ও টেলিকম খাতের জন্য মাসব্যাপী সেমিনার আয়োজন হুয়াওয়ের

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image


নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি ইক্যুইপমেন্ট ও সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতের সহযোগীদের জন্য মাসব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ‘গাইড টু দ্য ইন্টেলিজেন্ট বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বর্তমান বিশ্বের নতুন অনেক উদ্ভাবন ও সল্যুশন নিয়ে আলোচনা করা হবে।

এই আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে: গাইড (জিইউআইডিই), যার পূর্ণ রূপ হচ্ছে: গিগাভার্স ইনিশিয়েটিভ, আল্ট্রা-অটোমেশন স্পিডআপ, ইনটেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড নেটওয়ার্ক অ্যাজ আ সার্ভিস, ডিফারেনশিয়েটেড এক্সপেরিয়েন্স অন ডিমান্ড, ও এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স। আগামী কয়েক সপ্তাহ হুয়াওয়ে-সহ এইসকল খাতের অন্যান্য অংশীজনরা সর্বাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন, প্রয়োগ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। 

রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম দিনে একটি মিডিয়া সেশন আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া অফিসের প্রিন্সিপাল মার্কেটিং ম্যানেজার এস এম নাজমুল হাসান এবং হেড অব মিডিয়া তানভীর আহমেদ।

অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ম্যানেজার এস এম নাজমুল হাসান বলেন, “বিভিন্ন খাতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের সঠিক প্রযুক্তিগত সমাধান চিহ্নিত করার মধ্য দিয়ে সে সুযোগ কাজে লাগাতে হবে। উদ্ভাবন হুয়াওয়ের মূল চালিকাশক্তি; আমাদের প্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি কর্মী গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট- আরঅ্যান্ডডি) কর্মী হিসেবে নিয়োজিত। আমাদের বিনিয়োগের একটি বড় অংশই ব্যয় হয় গবেষণা ও উন্নয়নে। শুধুমাত্র ২০২২ সালেই আমাদের আয়ের ২৫.১ শতাংশ (প্রায় দুই লক্ষ ৫০ হাজার কোটি টাকা)  গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রকল্পে আমাদের সমাধান ব্যবহার করার মধ্য দিয়ে আমরা বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশের ইকোসিস্টেমের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্ভাবন ও খাতের অগ্রগতির ক্ষেত্রে মত বিনিময় আমাদের দেশের রূপান্তরে ও দেশকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের দিকে আমরা আরেকটু এগিয়ে যাবো।”

বিভিন্ন খাতের অতিথিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অতিথিরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এসে আয়োজনটি ঘুরে দেখবেন ও হুয়াওয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

উল্লেখ্য, হুয়াওয়ে বেস্ট মোবাইল ইনোভেশন ফর এমার্জিং মার্কেটস, ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ, বেস্ট মোবাইল টেকনোলোজি ব্রেকথ্রু ও বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের জন্য এমডব্লিউসি বার্সেলোনা ২০২৩ ফর গ্লোমো’র চারটি পুরস্কার অর্জন করেছে।


আরও খবর



রাজাপুরে মসজিদ নির্মানের জমি দান করলেন ব্যবসায়ী, ভবন নির্মানে সকলের সহযোগীতা কামনা

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় মসজিদ, নূরানী ও হাফিজি মাদ্রাসা, এতিমখানাসহ কোরআন- হাদিস গবেষণা কেন্দ্র গড়ে তোলার লক্ষে কোটি টাকারও বেশি মূল্যের ৬৩ শতাংশ জমি দান করলেন উপজেলা শহরের স্কুল মার্কেটের ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ উপলক্ষে ওই জমিতে পূর্বের পাঞ্জেগানা বায়তুন নূর জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খতিব আলহাজ¦ আমিনুল ইসলামী নেছারী প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে জুম্মার নামাজ আদায় ও দোয়া পরিচালনা করেন। এসময় জমিদাতা সাইফুল ইসলাম, মুসল্লি দেলোয়ার হোসেন, মাও. আব্দুল জব্বার, পান্নু মিয়া, বেলায়েত হোসেন, আবুল

হাসান, ফরিদ হাওলাদার, সরোয়ার হোসেন, এনামুল আকন, হাফেজ আব্দুল্লাহ, মুয়াজ্জিন ফজুসহ ওই এলাকার দেড় শতাধিক মুসল্লিরা উপস্থিত থেকে জুম্মার নামাজ আদায় করে এবং দোয়ায় অংশ নেন। স্কুল মার্কেটের ইসলামী লাইব্রেরীর মালিক জমিদাতা সাইফুল ইসলাম জানান, ক্রয়কৃত ও পৈত্রিক ৬৩ শতাংশ জমি মসজিদ, নূরানী ও হাফিজি মাদ্রাসা, এতিমখানাসহ কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র গড়ে তোলার লক্ষে দান করেছি। কাপনের কাপড়ে পকেট থাকে না, টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যাবে না। ব্যক্তিগত এ উপলব্দী থেকে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষে দিনের পথে জমি দান করেছি। ওই এলাকার মুসল্লি আব্দুল খালেক, হাসান, ক্বারী নিজাম উদ্দিন, শাহজাহান আকন, ফজলুল হক, আকুব্বর, ফজু ও লিটন জানান, জমিদানকারী সাইফুল ইসলামের এ মহৎ উদ্যোগ সত্যিই প্রসংসনীয়। মুসল্লিরা সাইফুল ইসলামের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ওই জমিতে

দ্রুত মসজিদ ও মাদ্রাসাসহ কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র নির্মানের জন্য দেশ ও বিদেশের সকল দানবীর ব্যক্তিদের কাছে সহযোগীতা কামনা করেছেন। যাতে করে দ্রুত মসজিদ ও মাদ্রাসা নির্মান হয় এবং এলাকার শিশু ও শিক্ষার্থীরা দিনি শিক্ষা গ্রহন করে ইসলামের আলো ছড়াতে পারে। সহযোগীতা পাঠানোর ঠিকানা- পূবালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ, ঝালকাঠির রাজাপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- বায়তুন নূর জামে মসজিদ ১০৫১১০১১৮৩২৪১। যোগাযোগ এবং বিকাশ ও নগদ (পার্সোনাল) নম্বর- ০১৭১১৯৮৯৯০৭।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেক বলেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসা-বান্ধব ও পরিবেশ-বান্ধব স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি পায়রা বন্দরের হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, পায়রা বন্দর এখন সর্বদা অপারেশনের জন্য সম্পুর্ণ প্রস্তুত। বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ২৬ মার্চ থেকে প্রতিনিয়ত বন্দরে ১০ থেকে সাড়ে ১০ মিটার নাব্যতার বিদেশি মাদার ভ্যাসেল পণ্য নিয়ে আসছে।

পায়রা বন্দর চেয়ারম্যান আরো বলেন, রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় বন্দরের ফার্স্ট টার্মিনাল চালু হলে এ বন্দরের অপারেশন কার্যক্রম আরো বহুগুনে বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পুর্ণরূপে প্রস্তুত। এসময় অন্যান্যের মধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন রাজীব ত্রিপুরা, সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন জাহিদ হোসেন, পরিচালক ট্রাফিক কাজী ফারুক, বন্দরের সচিব সোহরাব হোসেন, উপ-পরিচালক ট্রাফিক আজিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।


আরও খবর



শার্শায় ৯টি স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : শার্শা সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক দুই পাচারকারী হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।

বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে ২১ বিজিবি ব্যাােলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ দুই পাচারকারীকে আটক করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্তে পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এ সংবাদে বিজিবি ওই সীমান্তে
নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে। পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা করা হয়েছে।


আরও খবর



দূতাবাস চাইলে টাকা দিয়ে আনসার সদস্য নিতে পারবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ কয়েকটি দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের দেওয়া অতিরিক্ত পুলিশি প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে সরকার। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা প্রয়োজন মনে করলে অর্থের বিনিময়ে বাড়তি নিরাপত্তা নিতে পারবেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের ওই সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগের মতো খারাপ পরিস্থিতি এখন আর নেই। তাই সড়কে বের হলে যে নিরাপত্তা বা প্রটেকশন দেওয়া হতো, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন, তাদের আরও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তাহলে তারা আনসার গার্ড রেজিমেন্টের মাধ্যমে প্রটেকশন নিতে পারেন। তবে সেটা অন পেমেন্টে হতে হবে। এই পেমেন্ট সংশ্লিষ্ট দূতাবাসকেই দিতে হবে। তারা চাইলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করে দেব।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের দেশে যখন জঙ্গির উত্থান হয়েছিল, সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল, তখন চারটি দূতাবাসকে আমরা রুট প্রটেকশন দিয়েছি। এটা আমরা নিজ থেকেই দিয়েছি। আমাদেরকে কারও অনুরোধ করতে হয়নি।

মন্ত্রী বলেন, ‘প্রত্যেক দূতাবাসেই পুলিশের প্রটেকশন রয়েছে, তাদের নিরাপত্তার জন্য। রাষ্ট্রদূতদের গানম্যানও রয়েছে। সব ধরনের প্রটেকশন রয়েছে। শুধু সড়কে যে বাড়তি প্রটেকশন দেওয়া হতো, সেটা তুলে নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সব সময় কাজ করে। রাজধানীর গুলশান বারিধারা কূটনৈতিক জোনে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে। সাধারণভাবে বিদেশি রাষ্ট্রদূতদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের একইভাবে নিরাপত্তা দেওয়া হবে। দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাষ্ট্রদূতদের প্রটোকলের জন্য আনসার বাহিনী থেকে একটি প্রটোকল ইউনিট করা হয়েছে। পুলিশের বদলে তারাই প্রটোকলের দায়িত্ব পালন করবেন।


আরও খবর



নিজেদের পাণ্ডিত্য ফলাতে গিয়ে বাজেটের সমালোচনা করে সিপিডি: তথ্যমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সমালোচনার জবাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গত ১৪ বছরে সিপিডি বাজেটের প্রশংসা করতে পারেনি। নিজেদের পাণ্ডিত্য ফলাতে গিয়েই সিপিডি বাজেটের সমালোচনা করে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, এবছর তো বাজেট প্রস্তাব অধিবেশন চলমান থাকা অবস্থায়ই সিপিডি বলেছে এই বাজেট উচ্চাভিলাষী, বাজেট বাস্তবায়ন হবে না। অথচ বাংলাদেশের বাজেট বাস্তবায়নের গড় হার ৯৭ শতাংশ।

ড. হাছান মাহমুদ বলেন, ডলারের মূল্য না বাড়লে আমাদের মাথাপিছু আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যেত। এ সময় দেশের জিডিপি বেড়েছে, দারিদ্র্য ৪১ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে নেমে এসেছে। এগুলো সিপিডির চোখে পড়ে না। আসলে সিপিডিকে তাদের পাণ্ডিত্য দেখাতে হয় এবং ভুল ধরাটাই তাদের পেশা। এভাবেই তারা নানা জায়গা থেকে ফান্ড পায়। এ কারণেই তারা প্রশংসা করতে পারে না।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।


আরও খবর