Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৮৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা, জয়পুরহাটের ডিসি মো. শরিফুল ইসলামকে পটুয়াখালী, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল, সুনামগঞ্জের ডিসি মো. জাহাঙ্গীর হোসেনকে বরিশাল এবং নীলফামারীর ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রাম, অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রাম, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরের ডিসি করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব ফারাহ্ গুল নিঝুমকে ঝালকাঠি, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. কামরুল আহসান তালুকদারকে ফরিদপুর, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. সহিদুজ্জামানকে খাগড়াছড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলামকে বগুড়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পঙ্কজ ঘোষকে নীলফামারী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিবকে মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কক্সবাজার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরার ডিসি করা হয়েছে।

তালিকাটি দেখতে ক্লিক করুন

সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।


আরও খবর



ঢাকায় মহাসমাবেশে গাজীর নেতৃত্বে লাখো সমর্থেকের শো ডাউনI #ktvbangla #ktv

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টারঃঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে লাখো সমর্থকের  বিশাল শোডাউন মিছিল নিয়ে মহাসমাবেশে যোগদান করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি।শনিবার (৪ নভেম্বর) ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ মহাসমাবেশ সফল করতে  রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করে।এ মহাসমাবেশ কে কেন্দ্র করে  সকাল থেকেই রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়ক, ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকা সহ  বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে বাসসহ নানা যানবাহনে করে ঢাকার মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হন আওয়ামী লীগ নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজী,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,আওমলীগ নেতা জাকিবুর রহমান জুয়েল, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী,যুবলীগ নেতা মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শামীম শেখ (৪৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত শামীম শেখ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত শামীম শেখ কে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে বলা হয়েছে।মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০০৯ সালের মে মাসে আসামি শামীম শেখের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের। বিয়ের পর শামীম শেখ কে একটি অটো ভ্যান কিনে দেয় খুশিয়ার পরিবার। দুই সপ্তাহ পর অটো ভ্যান টি বিক্রি করে দেয় শামীম। ভ্যান বিক্রির টাকা সে এলোমেলো পথে খরচ করে ফেলে।  

এ নিয়ে স্ত্রীর সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। শামীম তার স্ত্রীকে মারপিট করে। এরই জেরে ২০০৯ সালের ১২ জুলাই শামীম ও তার পরিবারের লোকজন খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে।  

এ ঘটনায়, নিহত খুশিয়ার ভাই গ্যাদন আকন্দ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শামীম শেখ কে মৃত্যুদণ্ড প্রদান করেন। 


আরও খবর



পোশাক কারখানা নিরাপত্তায়, বিজিবি মোতায়েন

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা এবং আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার গার্মেন্টসগুলোর নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক সংঠনগুলো ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছেন।

দাবি আদায়ে গত কয়েকদিন ধরে গাজীপুর, মিরপুর, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছে। হাজার হাজার শ্রমিক সড়কে নেমে এসে যানবাহন ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়াসহ রাজধানীতে যান চলাচলেও বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পুলিশের সঙ্গেও শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ-শ্রমিক সংঘর্ষে একজন গামের্ন্টসকমী গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে।

অচলাবস্থার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে শ্রম ও কমর্সংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও শ্রমিকরা তা শুনছেন না। দাবি আদায় অনড় শ্রমিকরা আজও সড়কে নেমেছেন। সকালে মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এমন অবস্থায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


আরও খবর



হিলিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু আটক-৩

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাড়ির পার্শে উঠান (খলার) আগাছা কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও তার পরিবারের সদস্যরা। এঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় মুন্সীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী আতিয়ার রহমান মুন্সি ও সন্ধ্যা ৬ টার দিকে স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়।নিহত আতিয়ার মুন্সি (৭৩) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং নিহত জাহানারা বেগম (৬২) আতিয়ারের স্ত্রী। নিহত আতিয়ার রহমান এর দুই ছেলে আজিদ হোসেন ও আজিজুর রহমান এবং দুই মেয়ে আরজেনা ও অবিজন হ্যাপি চারজন ঢাকা শহরে চাকুরির জন্য সেখানে অবস্থান করেন। আটককৃতরা হলেন,চাচা লুৎফর রহমান মুন্সী (৭০) তার স্ত্রী মেহেনিগার (৬০) ও ছোট ভাই শহিদুল ইসলাম খাজেম মুন্সি (৫৬)। প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য মোতালেব হোসেন জানান,বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের উঠান (খলার) আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম। এসময় হঠাৎ উত্তেজিত হয়ে তার উপরে হামলা করেন চাচা লুৎফর রহমান মুন্সী ও তার পরিবারের সদস্যরা। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে জখম হোন আতিয়ার রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে মারা যান এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঁয়েম জানান,এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।বাকি আসামীদের আটকের চেষ্ঠা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।তাদের বিরুদ্ধে নিহতের ছেলে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



উলিপুরে এন۔ এস۔ আমিন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image
সহিদুল আলম "বাবুল", কুড়িগ্রাম ব্যুরো:কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।আজ ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে (খোকন) প্রমুখ। 

স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া খাইরুল সুকন্যা'র সঞ্চালনায় জাকজমকপূর্ণ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। এ ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উপ-পরিচালক যতীন্দ্র নাথ বর্মন, স্কুলের প্রধান উপদেষ্টা মজিবর রহমান বিএসসি,অনুষ্ঠানে এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২২ সালের ১৫৩, এসএসসি ২০২৩ সালের ৯৮, প্রাথমিক সমাপনী বৃত্তির ২৪ জন ও আমিন ফরিদা শামীম সোসাইটি'র উদ্যোগে ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেনীর ৯৮ জনসহ মোট ৩৬০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকেও সম্মাননা স্বারক প্রদান করা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনভর আয়োজনে স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। 

আরও খবর