Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

দেশে সোলার প্রযুক্তি খাতের উন্নয়নে হুয়াওয়ের কর্মশালা

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশের সোলার প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারীদের জন্য এ কর্মশালার আয়োজন করে হুয়াওয়ে সাউথ এশিয়া। এতে ৭০ জনেরও বেশি ইঞ্জিনিয়ারসোলার ইনভার্টার ইনস্টলার ও টেকনিশিয়ান অংশগ্রহণ করেন। রাজধানী ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

হুয়াওয়ে বাংলাদেশ ইনস্টলার ওয়ার্কশপ ২০২৩” শীর্ষক এ কর্মশালায় অংশগ্রহণকারীরা অন-গ্রিড ও অফ-গ্রিড সোলার সিস্টেমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। তারা সর্বোত্তম কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য সর্বোত্তম ইনস্টলেশন অনুশীলনের বিষয়ে বিশেষজ্ঞ নির্দেশনা পান।

 

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, “বাংলাদেশে শক্তির সহজলভ্যতাস্থায়িত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে সৌরশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির ওপর দেশের নির্ভরতা হ্রাস করছেপরিবেশগত অবক্ষয় কমাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিশ্বব্যাপী প্রচেষ্টায় অবদান রাখছে। এই ধরনের কর্মশালা আমাদের সৌর প্রযুক্তিতে নতুন মাইলফলক অর্জন করতে সহায়তা করে।”

 

হুয়াওয়ের ইপিসি সহযোগী প্রতিষ্ঠান সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের টেকনিক্যাল সল্যুশন ম্যানেজার মুহাম্মদ নাজিবুল আহামেদ বলেন, “হুয়াওয়ে বাংলাদেশ ইন্সটলার ওয়ার্কশপ ২০২৩- একটি অনুকরণীয় উদ্যোগ। বিশেষজ্ঞ সেশনহাতে-কলমে প্রশিক্ষণ এবং অনন্য নেটওয়ার্কিং সুযোগ তৈরির ক্ষেত্রে এই ওয়ার্কশপের এজেন্ডাটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এই কর্মশালা শুধু অংশগ্রহণকারী ব্যক্তিদেরই উপকার করছে না বরং বাংলাদেশের সৌর শক্তি খাতের বৃদ্ধি ও উন্নয়নেও অবদান রাখছে।”

 

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার’ সৌর বিদ্যুতের মাধ্যমে পাওয়া সুযোগ-সুবিধাগুলোরর ওপর ভিত্তি করে এর সর্বাধিক ব্যবহারের উপায়সমূহ নিয়ে কাজ করছে। এ পর্যন্তকোম্পানিটি দেশের বিভিন্ন অঞ্চলের সোলার প্ল্যান্টে স্ট্রিং ইনভার্টার সল্যুশন স্থাপন করেছে এবং বাংলাদেশে ৫০ মেগাওয়াট (এসি)৩০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন কিছু সোলার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার (আইপিপি) প্রকল্পসহ বেশ কয়েকটি রুফটপ প্রকল্পে কাজ করেছে। সিএন্ডআই (কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল) খাতের জন্য হুয়াওয়ে ৩.০০ মেগাওয়াট২.৪৮ মেগাওয়াট২.৪০ মেগাওয়াট২.৩৯ মেগাওয়াট ও ২.১০ মেগাওয়াট এসি ক্যাপাসিটির প্রকল্প সম্পন্ন করেছে। হুয়াওয়ে মোট ১০৫ মেগাওয়াট এরও বেশি সক্ষমতার বিভিন্ন রুফটপ প্রকল্প বাস্তবায়ন করছেযেগুলো স্থাপনা পর্যায়ে রয়েছে। এবং খুব দ্রুত এগুলো গ্রিডে যুক্ত করা হবে। দেশকে ডিজিটাল শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার ধারাবাহিকতার অংশ হিসেবে হুয়াওয়ে সাউথ এশিয়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই রূপান্তরকে ত্বরান্বিত করতে অন্যান্য সহযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


আরও খবর



গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃমহিবুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম হিন্দা গ্রামের কবর স্থানের সামনে থেকে তাকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। মহিবুল ইসলাম গাংনীর উপজেলার মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গাংনী উপজেলার হিন্দা গ্রামের কবর স্থানের সামনে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আব্দুল মজিদের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। মহিবুল একজন চিহ্নিত মাদক কারবারী।


আরও খবর



দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।


আরও খবর



শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যশোরের শার্শা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী ৩ বছরের (২০২৪-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শার্শার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্প্রতি বাহাদুরপুর মেদের মাঠে বনভোজনের এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি হলেন মোঃ ইয়ানুর রহমান (দৈনিক ভোরের কাগজ, দৈনিক অবজারভার ও দৈনিক স্পন্দন), সিনিয়র সহ- সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ (দৈনিক নওয়াপাড়া), সহ-সভাপতি (মোঃ আজিজুল ইসলাম), সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (বিজয় টিভি), সহ-সম্পাদক মোঃ আক্তরুজ্জামান (দৈনিক স্পন্দন), সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুর রহমান আসাদ (দৈনিক গ্রামের কন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান ( গ্রামের কাগজ), গণ সংযোগ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ মোরাদ হোসেন (দৈনিক ক্রাইম ওয়াচ), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান (দৈনিক সোনালী খবর), নির্বাহী সদস্য মাও: মোঃ আনোয়ারুল কবির (দৈনিক সোনালী খবর), শেখ কাজিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ, দৈনিক স্পন্দন), আব্দুল্লাহ আল-মামুন (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ আসরাফুল ইসলাম ( দৈনিক যায়যায়দিন), মোঃ সাইদুর জামান রাজা (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ জুলফিকার আলী (দৈনিক কল্যাণ), সহযোগি সদস্য মোঃ মেহেদি হাসান তুহিন ( প্রথম সুর্যোদয়), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক ভোরের আওয়াজ), মোঃ হাবিবুর রহমান (আনন্দ টেলিভিশন), মোঃ আতিয়ার রহমান (দৈনিক বাংলাদেশের আলো)। এছাড়া শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক মঞ্জু, উপদেষ্টা সদস্য প্রভাষক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কবির উদ্দিন তোতা ও মোঃ আব্দুল মুননাাফ।


আরও খবর



নকল প্রসাধনীতে ছেয়ে গেছে সৈয়দপুর

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নকল প্রসাধনীতে সয়লাব সৈয়দপুর সহ নীলফামারীর সদর ও আশপাশ এলাকা। নকল এসব প্রসাধনী ব্যবহারে নানা ধরনের চর্মরোগ সহ স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও দৃষ্টি নেই সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের।

জানা গেছে, সৈয়দপুর শহরের চুড়িপট্টি এলাকার সাহিদ,জাবেদ,সনু,আমির,চান,সাদ্দাম ও ফয়সাল সহ বেশ ক'জন দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার সহ একাধিক মার্কেট থেকে নকল প্রসাধনী ক্রয় করে নিয়ে আসছেন সৈয়দপুরে।এরপর তারা তাদের ক্রয়কৃত প্রসাধনী গুদামজাত করে চুড়িপট্টি এলাকার দোকানে সামান্য কিছু রেখে বিক্রি করছেন এবং বাকিগুলো দালালের মাধ্যমে চড়া দামে বিক্রি করছেন নীলফামারী জেলার বিভিন্ন জেলা উপজেলায়।

একটি সুত্র জানায়,উল্লেখিত ব্যবসায়িরা নীলফামারী জেলা ছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর ও লালমনিরহাটে ও মোকাম গড়ে তুলেছেন।তাদের আমদানিকৃত প্রসাধনীর গায়ে বিএসটিআইয়ের লোগো, ব্যাচ নং, এমআরপি ও মেয়াদ এমন ভাবে লিখা রয়েছে যা দেখে বুঝার উপায় নেই কোনটা আসল নাকি নকল।

অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত ব্যবসায়িদের প্রায় সকলের দোকানেই অবাধে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী।বিক্রি করা প্রসাধনীর গায়ে বহুজাতিক কোম্পানির হুবহু নকল মোড়ক রয়েছে বলে অনেকের অভিযোগ। কারো গায়ে লেখা রয়েছে মেড ইন জার্মানির জায়গায় মেড ইন জার্মান সহ বিভিন্ন দেশের ষ্টিকার।

ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলীর বদলে ফেজার এন্ড লাভলী  ও ফুয়ার এন্ড লাভলী নামে বিক্রি করা হচ্ছে। এছাড়া রং ফর্সা করার ক্রিম, শেভিং ফম,ফেসওয়াস, ন্যাচারাল ব্লাক কালার,হেড এন্ড সোল্ডার মাক্স লোসন, মেরিন লোসন, নেভিয়া লোসন, সাবান সহ অর্ধশতাধিক নকল প্রসাধনী অবাধে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অনেকের।এছাড়া সুগন্ধির মধ্যে ফগ,রজনীগন্ধা, কোবরা,হ্যাবক সহ নানা ধরনের পারফিউম বিক্রি করা হচ্ছে অবাধে।

শিশুদের অলিভ অয়েল, আফটার সেভ লোসন, জনসন বেবি লোসন, জনসন ক্রিম সহ বিভিন্ন ধরনের নামিদামি মোরকের পন্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।অনেকের মতে,উল্লেখিত নকল প্রসাধনী ব্যবসায়িরা শহরের বেশ কটি সেলুন ও হেয়ার ড্রেসিংয়ের দোকান গুলোতে বেশি সরবরাহ করছেন।শহরের ক'জন সাংবাদিক পরিচয় দানকারি ও পুলিশ পরিচয় দানকারি ব্যাক্তিদের ম্যানেজ করলেও প্রকৃত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল প্রসাধনীর ব্যবসায়িরা জমজমাট ভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চুড়িপট্টি এলাকার ক'জন ব্যবসায়ি বলেন,সৈয়দপুরের পুলিশ প্রসাশন সব জানেন কিন্তু অভিযান চালান না। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর ২/৩ টি দোকানে অভিযান চালিয়েই নিশ্চুপ হয়ে যায়। তারা মোটা অংকের জরিমানা বা কঠোর ব্যবস্হা না নেয়ার ফলেই উল্লেখিত ব্যবসায়িরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর ফলে এদের অনেকেই নকল প্রসাধনী বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তারা বছরের পর বছর ট্যাক্স ভ্যাট কিছুই দেন না বলে ও জানা গেছে। এসব ব্যবসায়িদের দোকান ও গোডাউনে তল্লাশী চালালে শত কোটি টাকারও বেশি মুল্যের নকল প্রসাধনী মিলবে বলে অনেকের ধারনা।

ঢাকা থেকে আসা সৈয়দপুর শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতে আসা চর্মও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। চামড়ায় একজিমা সহ স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকে।

তবে নকল প্রসাধনী ব্যবসায়িরা বলছেন, আমরা এসব ঢাকার চকবাজার থেকে ক্রয় করে আনছি।ক্রয়কৃত প্রসাধনী গুলো যদি নকলই হয় তা দেখার বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার। কোন সাংবাদিকের নয়। এসব নিয়ে পেপার পত্রিকায় সংবাদ লিখলেও কোন লাভ হবার নয় বলে মন্তব্য তাদের।

আরও খবর



১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে অষ্টম দফায় বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে।

সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ। ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে পালিত হবে হরতাল।


আরও খবর