Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জনই ঢাকার বাইরের। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১২৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪৩ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। মারা গেছেন ৭৯০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ২৪৩ জন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।


আরও খবর



আমার তো স্বামী চাই

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা সবারই অজানা।তবে কয়েক মাস আগেই সুস্মিতা সেনের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় উঠেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বর্তমানে বিয়ে করতে চাইছেন এই অভিনেত্রী। কিন্তু তার মেয়েরা চাচ্ছে না সাবেক এই মিস ইউনিভার্স বিয়ে করুক। এবার প্রকাশ্যে আনলেন মেয়েদের নামে এমন গুরুতর অভিযোগ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সুস্মিতা বলেন, ‘ওদের জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না, তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, যে বিয়ে করতে চাই তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে যে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু আমার তো স্বামী চাই। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মতো ফিগার রয়েছে তাদের কাছে।

তবে মেয়েদের নিয়ে যতই আদুরে অভিযোগ থাকুক, ওদের ঘিরেই ভালো আছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২৪ বছর বয়সে জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গেছে তার জীবনে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে তার জীবনে নিয়ে আসেন।

অসুস্থতা পেরিয়ে বর্তমানে কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা সেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘তালি’। এতে ভারতীয় সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া, ঐশ্বরিয়া নরকার, হেমাঙ্গী কবি, সুব্রত জোশী, কৃত্তিকা দেও, নীতীশ রাঠোর, মীনাক্ষী চুগ, শান কক্কর প্রমুখ। এটি পরিচালনা করেছেন রবি যাদব।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে ২ বন্ধু নিখোঁজ

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে ২ বন্ধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) ও একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (২৭ আগস্ট) দুপুরে ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে তাহিরপুর বাজার যায় দুই বন্ধু আবুল ফয়েজ ও শাহ আলম। সন্ধ্যায় তারা কাজ শেষ করে ছোট ইঞ্জিনের নৌকা যোগে ছিলানী তাহিরপুর যাওয়ার সময় মাতিয়ান হাওরের মাঝে ঝড়ে কবলে পড়ে। ওই সময় প্রচন্ড বাতাসে নৌকাটি উল্টে হাওরের পানিতে ডুবে যায়। এরপর থেকে দুই বন্ধুকে আর খোঁজে পাওয়া যায়নি। হাওরের পানিতে ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। এঘটনাটি রাত ১০টায় জানাজানি হওয়ার পর নিখোঁজ দুই বন্ধুর পরিবারের সদস্যরা এলাকার লোকজন নিয়ে মাতিয়ান হওরের চারদিকে খোঁজখুজি শুরু হরে। এব্যাপারে নিখোঁজ দুই বন্ধুর ভাতিজা আরিফুজ্জামান আরিফ বলেন- হাওরে নৌকা ডুবে আমার দুই চাচা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই আমরা খোঁজাখুজি শুরু করি। কিন্তু মাতিয়ান হাওরটি অনেক বড়, একারণে লাশ খোঁজে পেতে সমস্যা হচ্ছে। তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন- পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পরপরই আমরা হাওরে উদ্ধার অভিযান শুরু করি। বর্তমানে আমরা হাওরেই অবস্থান করছি। কিন্তু নিখোঁজ ২ বন্ধুর লাশ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর



ছাতক উপজেলা কমিটি গঠন: সভাপতি নিজাম, সম্পাদক নুরুল ও সাংগঠনিক মানিক

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৫৬জন দেখেছেন

Image

সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি:বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকা‌লে স্থানীয় বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্ঠা শামীমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে নিজাম উদ্দিনকে সভাপতি, নুরুল হককে সাধারণ সম্পাদক ও মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শামীমুল আলম, সহ-সভাপতি শফিকুর রহমান, পারভীন সুলতানা, নুর মিয়া, ছাইদুর রহমান, মো: জাকারিয়া, মিজানুর রহমান, এখলাছুর রহমান, ও খালেদা বেগম জায়গীরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন, ছফেরা বেগম, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, ছায়েদ আহমদ, সায়মা আক্তার, নুরুন্নাহার ও পরেশ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, সহ অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শিউলী বেগম, আইন বিষয়ক সম্পাদক আশকর আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক মোজাম্মেল আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আলকাছ আলী, সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ছালেহা বেগম, তথ্য ও যোগাযোগ সম্পাদক জিল্লুর রহমান, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক সুনির্মল দেবনাথ, আইসিটি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানু, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, সহ-বিশ্বজিৎ দেবনাথ, ভ্রমন ও শিক্ষা সফর সম্পাদক নিখিল কান্ত দাস, সহ-তাজুল ইসলাম, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিম, সহ-সাব্বির আহমদ, স্বনাতন ধর্ম বিষয়ক সম্পাদক সুকেশ চন্দ্র তালুকদার, সহ-জলি রাণী তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সুহেলা রানা, সহ-রিপা বেগম, দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদক আবদুল হাই, সহ-আবদুর মালেক, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মুকিত, সহ-মতিউর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল মান্নান, সহ-ফাতেমা বেগম, নির্বাহী সদস্য আবদুস শহিদ, নুর উদ্দিন, সেলি দেব, রুহুল আমীন, ফাতেমা বেগম সুমি, বাবলি দে, শিল্পি রাণী দাস ও রাহেলা বেগম।

এছাড়া সুবল চক্রবর্তীকে প্রধান উপদেষ্ঠা করে ১০ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, আবদুল গণি, লুৎফুর রহমান চৌধুরী, আবদুল মানিক, চিত্ত রঞ্জন দাস, জসিম উদ্দিন, শামছুল হক, কামাল উদ্দিন, বিপ্লব কান্তি তালুকদার ও আছমা বেগম খাঁন।


আরও খবর



খালেদা জিয়ার অবস্থা গুরুতর, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। গুরুতর অবস্থা। অন্য রাজনৈতিক নেতারা আজ আমাদের সঙ্গে শরিক হয়েছেন। সবাই কিন্তু আজ এগিয়ে এসেছেন। সুতরাং ঘরে বসে থাকার সময় নেই।

তিনি বলেন, ‘অত্যাচার ও নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যে এখান থেকে বেরিয়ে আসতে সবাই মিলে একজোট হয়ে যদি লড়াই ও সংগ্রাম না করি তাহলে এখান থেকে কীভাবে বের হবো-তা আমি নিজেও বুঝতে পারি না। তাই এখন জাতীয় ঐক্য দরকার। সব মানুষকে এক হতে হবে।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর



ভারতে পৌঁছেছেন বাইডেন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দিল্লিতে আগামীকাল শনিবার থেকে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার কিছুক্ষণ আগে বাইডেনের বিমান অবতরণ করে। আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে ফাইটার জেট ইঞ্জিনের চুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত আছে।

এবারে জি-২০ সম্মেলনের সময় ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও রয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক সম্পন্ন হয়েছে। সম্মেলন শুরুর দিন অংশ নেওয়ার পাশাপাশি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। এরপর ১১ সেপ্টেম্বর সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩