Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৩

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫১ জন।  

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ২২ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১১ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১২৫ জন ঢাকার এবং ২৬ জন ঢাকার বাইরে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝি ও ২০২২ সালে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।


আরও খবর



ঘুম থেকে জেগে দেখি গাছের সাথে ঝুলছে স্বামীর লাশ

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ৩ সন্তানের পিতা করিম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ। সে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে। শনিবার ভোর ৫টার দিকে তার স্ত্রী রাশিদা বেগম ঘরের অদূরে বাড়ির সামনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান স্বামীর মরদেহ। 

রাশিদা বেগম বলেন, 'ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। পরে দেখি ঘরের সামনে গাছের সাথে ঝুলছে আমার স্বামীর মরদেহ'।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।  করিম তালুকদারের মৃত্যুর সঠিক কারন জানতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর



ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে আরেকটি গ্যাসক্ষেত্রের স্বীকৃতি মিলেছে। ভোলার ইলিশা-১ কূপটি থেকে আগামী ২৫ থেকে ২৬ বছর গ্যাস তোলা যাবে। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

আজ সোমবার রাজধানীর বারিধারায় বাসভাবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী জানান, ভূতাত্ত্বিক তথ্য এবং ডিএসটি রিপোর্টের তথ্যমতে, ইলিশা-১ কূপে গ্যাসের সম্ভাব্য মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। সেখান থেকে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা যাবে। সেই হিসেবে কূপটি থেকে ২৫-২৬ বছর গ্যাস উৎপাদন সম্ভব।

নসরুল হামিদ আরও জানান, ইলিশা-১ কূপে গ্যাসের ওই মজুদ বিবেচনায় দেশের গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য প্রায় ৬ হাজার ৭৪৪ কোটি টাকা। আর আন্তর্জাতিক বাজার বিবেচনায় কূপটিতে থাকা গ্যাসের দাম প্রায় ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ৯ মার্চ ইলিশা-১-এর খনন কাজ শুরু হয়েছিল। আর শেষ হয় গত ১৪ এপ্রিল।


আরও খবর



সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী দ্বিতীয় হওয়ায় মুকুট আছড়ে ভাঙলেন স্বামী

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্ত্রী। সব রাউন্ড জিতে এলেও ফাইনাল রাউন্ডে গিয়ে হেরে যান তিনি। এরপরেই প্রচণ্ড রাগে অন্ধ হয়ে স্টেজে উঠে বিজয়ীর মুকুট কেড়ে মাটিতে আছড়ে ফেলে ভেঙে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের এক এলজিবিটিকিউপ্লাস সুন্দরী প্রতিযোগিতায়। গত শনিবার সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার পরপরই ওই ব্যক্তি রাগে ফেটে পড়েন এবং বিজয়ীর মুকুট আছড়ে ভেঙে ফেলেন।

এই ঘটনার ভিডিওটি ধারণ করেন অন্য আরেক প্রতিযোগী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

এতে দেখা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে একজন নারী বিজয়ী ঘোষণা করার জন্য মুকুট হাতে দাঁড়িয়ে আছেন। তার সামনেই রয়েছে চূড়ান্ত দুই প্রতিযোগী ন্যাথালি ব্রেকার ও ইমানুয়েলি বেলিনি। বিজয়ী ঘোষণার পূর্বে অপেক্ষায় উৎসুক জনতা।

অবশেষে বেলিনিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিজয়ী হলেও মুকুট পরার সৌভাগ্য হয়নি তার। বেলিনির মাথায় মুকুট পরিয়ে দেওয়ার মুহুর্তেই মঞ্চে উঠে আসেন দর্শক সারিতে থাকা ন্যাথালি ব্রেকারের স্বামী। 

তিনি ওই নারীর হাত থেকে মুকট ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন। তবে মুকুটটি একবার আছড়ে ফেলেই ক্ষান্ত হননি তিনি। মেঝে থেকে তুলে আবার সেটিকে আছাড় মারেন। এতে করে মুকুটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ ছাড়া তাকে তার স্ত্রীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতেও দেখা যায় ভিডিওতে।

পরে অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে টেনে মঞ্চের পেছনে নিয়ে যান। এ ঘটনার পর প্রতিযোগিতার কো-অর্ডিনেটর ম্যালোন হেনিশ এক বিবৃতিতে বলেন, ওই ব্যক্তি প্রতিযোগিতার ফলাফলকে সুষ্ঠু বলে মেনে না নিতে পারায় তিনি এই ধ্বংসাত্মক কাজ করেছেন।


আরও খবর



কোন নিষেধাজ্ঞা দিয়ে রোখা যাবেনা শেখ হাসিনার অগ্রযাত্রা: সাইফুজ্জামান শিখর এমপি

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: দেশে আর কেউ কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। কোন নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করা যাবেনা শেখ হাসিনার অগ্রযাত্রা।।সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত। কাল  বৈশাখী  ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীপুর উপজেলার টিকারবিলা সরকারি বঙ্গবন্ধু কলেজ পরিদর্শনকালে রবিবার সন্ধ্যায় এক সমাবেশে  এ কথা বলেন।   শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত, জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সমাবেশে বক্তব্য রাখেন। সংসদ সদস্য বলেন,  জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকে। তাই শেখ হাসিনা যাতে ভাল না থাকে তার জন্য আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। দেশকে যারা পাকিস্তান বনানোর স্বপ্ন দেখেন সেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তানকে বাংলাদেশের মত করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন তার দুটি কণ্যা শেখ হাসিনাকে অনুসরণ করতে চায়। তিনি বিএনপির কর্ম কার্ন্ডের সমালোচনা করতে যেয়ে বলেন, তারা সরকারে থেকে গ্রেনেট হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, সিলেট মাজারে বোমা বাজী করে অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়াকে হত্যা  আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা, রমনা বটমূলে বোমা হামলাসহ দেশকে বোমাবাজির রাষ্ট্রে পরিনত করেছিল। সে খান থেকে দেশকে আজ কোথায় এনেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার। যা তাদের ভাল লাগছেনা। তাই দেশকে আবার অকার্যকর রাষ্ট্রে তালিকায় আনতে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল ষড়যন্ত্র বানচাল করতে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত। মুক্তিযুদ্ধে আমেরিকা বিরোধীতা করেছিল, তারা আবার নিষেধাজ্ঞা দিয়েছে। কোন নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবেনা, জননেত্রী শেখ হাসিনা সকল বাঁধা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর কলেজের  ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণসহ নানাবিধ উপকরণ প্রদানের প্রতিশ্রুতি দেন । পরে তিনি কিছুদিন পূর্বে বজ্রপাতে নিহত তিনজনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চরচৌগাছী গ্রামে যান । পরে ঝড়ে ক্ষতিগ্রস্ত আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মার্কেট পরিদর্শন করেন । এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও খবর



চিত্রনায়ক ফারুকের আসনে ভোট আগামী ১৭ জুলাই

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে  নির্বাচন কমিশন (ইসি)। এই আসনের ভোট হবে আগামী ১৭ জুলাই।

আজ বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আগামী ১৭ জুলাই ওই আসনের ভোট অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার (১ জুন) উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আকবর হোসেন পাঠান ফারুক। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে এই আসনটি গঠিত।


আরও খবর