
নাজমুল হাসানঃ
রাজধানীর ডেমরায় নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত অংশ অপসারণসহ বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।
সোমবার (৮ মে) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ও অথরাইজড অফিসার রাজীবুল ইসলাম এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।এ সময় রাজউকের ইমারত পরিদর্শক মাসুদ রানা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে ডেমরা কোনাপাড়া আল-আমিন রোড প্রধান সড়কে ডগাইর মৌজার ৯৬৭ নং দাগে বেইজমেন্টসহ ১৪ তলা ভবনের অনুমোদন নিয়ে নকশা বহির্ভূত ভাবে চারপাশে কোন জায়গা না ছেড়েই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।সোহরাব হোসেন নাদু শেখ গং ৯৬ জন মিলে অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করছে।
নির্মাণাধীন ঐ ভবনে রাস্তার পাশের ৪ টি কলাম ভেঙ্গে অপসারণ করা হয়। এবং ভবন মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবশিষ্ট নকশা ব্যতয়কৃত অংশ ভেঙে ফেলতে সময় দিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়।
আল-আমিন রোডের ছায়াকুঞ্জ ভবনে নকশা ব্যতয় করে দেলোয়ার হোসেন নামের এক ভবন মালিক নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙে ফেলতে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সময় বেঁধে দেয়া হয়।
এছাড়াও ডেমরা আল-আমিন রোডের বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এলাকায় আপন সিটি বিল্ডার্স নামক একটি ডেভলপার কোম্পানি কর্তৃক নির্মিত ভবনে অভিযান পরিচালিত হয়। নকশা বহির্ভূত ভাবে সেখানে নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাজউক।
রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথোরাইড অফিসার, ইমারত পরিদর্শক ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক মাসুদ রানা দৈনিক সকালের সময়কে জানান,অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে রাজউকের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।