Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় উদযাপন

ডেমরায় জাতীয় শোক দিবসের কর্মসুচি পালিত

প্রকাশিত:Monday ১৫ August ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ১৪১জন দেখেছেন
Image

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে ।জাতীয় শোক দিবসের কর্মসুচী পালনের অংশ হিসেবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ড পাড়াডগার ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়।

সোমবার ১৫ আগষ্ট কোনাপাড়া ফার্মের মোড় এলাকায় এ কর্মসুচী পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার সুযোগ্য সন্তান,ডেমরা থানা আায়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক,যাত্রাবাড়ি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী শান্তনুর খান শান্ত।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুনর রশীদ,এনামুর রহমান এনাম,উজ্জল খান,আব্দুর রহমান বক্সসহ অনেকে।


প্রধান অতিথির বক্তব্যে ডেমরা থানা আায়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন,"১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনীরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে নেতৃত্বশুন্র করবে,কিন্তু তাদের সে আশা পুরন হয়নি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।

প্রধান বক্তা হিসেবে শান্তনুর খান শান্ত বলেন,বঙ্গবন্ধুর খুনীদের ফাসি কার্যকর হওয়ায় জাতি দায়মুক্ত হয়েছে,তবে এখনো বিদেশের মাটিতে যেসব খুনীরা পলাতক রয়েছে তাদেরকে ধরে এনে ফাঁসি নিশ্চিত করতে হবে"।


বক্তারা সকলেই জাতির পিতার শোককে শক্তিতে রুপান্তর করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহবান জানান।


আরও খবর