
নিজস্ব প্রতিবেদকঃ
এহিয়া বাওয়ানী নামে একজন শিল্পদ্যোক্তা কর্তৃক১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়।স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক মো ইসমাইল হোসেন ।ডেমরা এলাকার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়টির রয়েছে সোনালী অতীত।সুলতানা কামাল সেতুর পাশে ডেমরার কামারগোপ এলাকায় বিদ্যালয়টির অবস্থান।
১৯৪৬ সালে ডেমরা বলরাম শ্যামলাল ইনষ্টিটিউট নামে ডেমরায় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল।১৯৪৮ সালে শ্রী সত্য গোপাল পাল নামক এক হিন্দু লোক একটি ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১২ শতাংশ জমি দান করেন। এরপর বলরাম পোদ্দার কর্তৃক আরো ১২ শতাংশ জমি দান করা হয়।এদের জমিদান ও সার্বিক প্রচেষ্টায় কামারগোপ এলাকায় ললিতা সুন্দরী বলরাম মধ্য ইংরেজী নামে একটি বিদ্যালয় প্রতিষ্টা হয়।
সেই সময়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন শফিউল হক প্রধান।সহকারী শিক্ষক ছিলেন বড়দা ঠাকুর,মোজাফফর মাষ্টার,দীনেশ চন্দ্র রায়,রমেশ চন্দ্র রায়,গৌড়াঙ্গ রায়।তাদের অব্যাহত প্রচেষ্টায় এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে১৯৫৭ সালে যখন এহিয়া বাওয়ানী নামক ধনাঢ্য ব্যাক্তি ডেমরা অঞ্চলে বিশাল আকারের মিল স্থাপন করতে আসেন তখন তার উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগীতায় মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৮০ সালে ঢাকার তৎকালীন বিভাগীয় কমিশনার খান-এআলম খাঁন কর্তৃক বিদ্যালয়টি সরকারী অনুদানে ৩য় তলা ভবনে উন্নীত হয়।
বর্তমানে বিদ্যালয়টি এল প্যার্টানে পশ্চিম অংশে ৫ তলা ভবন উত্তর অংশে ৩ তলা ভবন এবং পুর্বপাশে ২ তলা ভবন রয়েছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ তৈয়ব এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে আব্দুল মালেক ভূইয়া দীর্ঘ ৩৮ বছর কৃতিত্বের সঙ্গে কর্মরত ছিলেন।১৯৮৪ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়।বিদ্যালয়টি থেকে ১৯৬০ সালে সর্বপ্রথম ৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয়।এদের মধ্য থেকে ২য় বিভাগে ২ জন এবং ৩য় বিভাগে ৫ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়।