Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয়

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;ধারাবাহিক “আমাদের গল্প” ;প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৯টায় এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে

(এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ)

এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেবার গল্প নিয়েই

নির্মিত তুরস্কের বহুল আলোচিত এই সিরিয়াল। হাস্যরসে ভরপুর

বাস্তবধর্মী এই গল্পে দেখা যায় মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে

বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা

ব্যক্তিগত হাসি- আনন্দ নিয়ে যার কোন ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে

গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের

গল্প এগিয়ে যায়। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে

এসে দাঁড়াতে দেখা যায়। মদ্যপ বাবার দায়িত্বহীনতা, নিত্যদিনের

আর্থিক টানাপোড়েন, সর্বোপরি জীবন বাস্তবতা বয়সের চেয়ে অনেক

বেশি পরিপক্ক করে তুলেছে এলিবোল পরিবারের ছেলেমেয়েদের। রাহমেত,

হিকমেত, কিরায, ফিকরেত ও ইসমেত বড় বোনকে যেমন ভালোবাসে,

তেমনি পারিবারিক যে কোন প্রয়োজনে বোনের পাশে এসে দাঁড়ায়।

মদ্যপ বাবা ফিকরি’র অদ্ভুত সব কর্মকান্ড আর ভাই বোনদের মধুর

খুনসুটিতে ভরা এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। কিছু মানুষের

রোজকার জীবন যুদ্ধ জয়ের হাস্যোজ্জ্বল আর সম্মিলিত প্রয়াসের, এক

প্রাণবন্ত উপ¯’াপন - “আমাদের গল্প”।

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: ফিলিয (জয়শ্রী মজুমদার লতা), বারিশ

(শফিকুল ইসলাম), ফিকরি (রফিকুল সেলিম), তুলায় (নাহিদ আখতার ইমু),

তুফান (মরু ভাস্কর), রাহমেত (খায়রুল আলম হিমু), হিকমেত (এন কে

মাসুক), কিরায (নাদিয়া ইকবাল ইকরা), ফিকরেত (মেরিনা আফরোজ

শিপু), ইসমেত (আনিরা মিশেল রিভা), চিচেক (রুবাইয়া মতিন গীতি),

জেমিল (সজিব রায়) ও অন্যান্য।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত

টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

“আমাদের গল্প” ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া

মতিন গীতি এবং প্রযোজনা করেছেন রোমানা হোসেন।


দীপ্ত টিভির ধারাবাহিক নাটক‘‌জবা‘‌ ;প্রচারিত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।

মোহনপুর গ্রামের সবাই একটা বিষয়ে পরিস্কার, বয়স যাই হোক জবার

মধ্যে আসলে একটা দুরন্ত শিশুই লুকিয়ে আছে। এই সে খোলা মাঠে...তো

এই ফসলের ক্ষেতে, কখনও কাকতাড়ুয়া সেজে... আবার কখনো কানে শাপলা

গুঁজে রঙ্গিন ঘুড়ি উড়িয়ে তার উত্তাল বিচরণ পুরো গ্রামজুড়ে। ফুলের

নামে নাম হলে কী হবে, সবাই ডাকে তাকে জ্বিনে ধরা জবা বলে। গাছের

সাথেও নাকি কথা বলতে পারে সে। একদিন উ”ছ¡সল সেই জবার প্রেমে পড়ে

যায় পুরান ঢাকার মিঠু। স্বভাবে মিঠু নম্র-ভদ্র হলে কী হবে, তার মা

বিলকিস বেগমের যে ভীষণ মেজাজ। তালুকদার বাড়িতে পান থেকে চুন

খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট

ছেলে মিঠুর জন্য বিলকিস চেয়েছিলেন নিখুঁত এক সংসারী মেয়ে।

কিš‘ মিঠুর মন রাখতে বাড়িতে বৌ করে আনতে হয় গ্রামের চঞ্চল জবাকে।

বিলকিস নিজের মত করে জবাকে গড়ে নিতে পারবে? নাকি উল্টো জবা-ই

যেন বদলে দিতে থাকে তার পুরো সংসারকে।

সম্পর্কের এমনই এক সমীকরণ নিয়ে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক

্#৩৯;জব্#া৩৯;। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন

রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান।ধারাবাহিকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান চিত্রগ্রাহক সবুজ হাওলাদার এবং চিত্র সম্পাদক মুক্তাদির রহমান তুষার। আশিস্ধসঢ়; রায়ের নির্দেশনায় ধারাবাহিটিতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া সহ অনেকে।


দীপ্ত টিভিতে তারকা সমৃদ্ধ ধারাবাহিক নাটক ‘‌বকুলপুর সিজন ২‘‌ প্রচারিত হ”েছ প্রতিদিন রাত ৮টায় এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরো টান টান গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন।

কায়সার আহমেদের পরিচালনায় তারকা সমৃদ্ধ এ ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি,হোমায়ারা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, প্রমুখ।

প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির

ইউটিউব ও ফেসবুকে।


ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ প্রচারিত হ”েছ প্রতিদিন রাত ৮টা ৩০মিনিটে এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।

প্রত্যন্ত এক গ্রামে মায়া আর ভালবাসায় জড়িয়ে থাকা ভাইবোন মণি আর

মন্ডা নানা চড়াই উতরাই পেরিয়ে আবার ফিরে এসেছে ভিন্ন এক গ্রামে,

যেখানে বদলে গেছে তাদের স্বপ্ন। শহরে হারানো মন্ডাকে খুঁজতে গিয়ে

মণি পেয়েছিলো রুনার ভালবাসা, আয়ানের বন্ধুত্ব আর নামকরা ক্রিকেটার

হবার সুযোগ। তবে জীবনযুদ্ধের জটিলতায় একসময় পরাজিত মণি আর

মন্ডাকে ফিরে আসতে হয় গ্রামে। এরপর আটবছর সময়ের ব্যবধানে বয়সের

সাথে সাথে পরিবর্তিত হয়েছে ক্রিকেটার মাশরাফি জুনিয়রের জীবন ও

চারপাশ। তবে পুরনো বন্ধুকে খুঁজে পেতে মরিয়া আয়ান। আয়ান মণিকে

কি খুঁজে পাবে, বাড়ি ছেড়ে আসা মণি আবার রুনার কাছে ফিরবে কী

না কিংবা ফেলে আসা ক্রিকেটার হবার স্বপ্ন মণি আবার জাগিয়ে

তুলবে কী না - সেসব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন

আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের

পরিচালনায় এই ধারাবাহিকের লাইন প্রডিউসার কিশোর খন্দকার। অভিনয়ে

সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু

চৌধুরী, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা। সাথে যোগ

হয়েছেন শহিদুল আলম সা”চু, রোজি সিদ্দিকী, আফ্রি সেলিনা, জুয়েল

জহুর, সোমা, শেহজাদ সহ আরো অনেকে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে

দীপ্ত টিভিতে প্রচারের আগেই ্#৩৯;মাশরাফি জুনির্য়#৩৯; দেখা যা”েছ দীপ্ত

প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে তো আছেই।


আরও খবর

ঢাকা মাতাবেন অনুপম রায়

শনিবার ০৩ জুন ২০২৩




পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৪জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি:পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৭০ জন সুফলভোগীর মাঝে এ্যড়ে বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ কুমার শান্তানু মন্ডল এর সঞ্চালনায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল হক, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী  সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সূধীজন প্রমূখ। পরে অতিথিবৃন্দ উপকার ভোগীদের মাঝে এ্যড়ে বাছুর ও অন্যান্য সামগ্রী তুলে দেন ।

আরও খবর



রপ্তানিতে বাংলাদেশ কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে, জানালেন পিটার হাস

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ১ নম্বর গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পিটারের সঙ্গে চা-চক্র’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে- আপনি জানেন কি, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ১ নম্বর গন্তব্য দেশ হলো যুক্তরাষ্ট্র? ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কী কী ক্ষেত্রে উন্নতি করতে পারে? পিটারের সঙ্গে চা-এর আজকের পর্বে রাষ্ট্রদূত হাসের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনুন এবং কিছু ধারণা নিন।

এর আগেও ‘পিটারের সঙ্গে চা’ শিরোনামে কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত পিটার হাস। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে একটি ভিডিওতে রাষ্ট্রদূত হাস নিজের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ পেয়েছে নতুন পর্ব-৪।

এ পর্বের শুরুতেই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। পিটারের সঙ্গে চা-চক্রে আবারও স্বাগত।’

তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগে ফেসবুকে আপনাদের মন্তব্য পড়তে এবং সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিতে। আজ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন মাহু খান। তিনি জিজ্ঞাসা করেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনাবিষ্কৃত কী কী ব্যবসায়িক খাত আছে যা আরও বিকশিত হতে পারে?’

এর উত্তরে রাষ্ট্রদূত বলেন, ‘আমি বলব, অনেক সম্ভাবনা আছে! আমার ধারণা আরও বিকশিত হতে পারে? আপনি জানেন যে, আপনাদের তৈরি-পোশাক রপ্তানির সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশ তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায়। কীভাবে আমরা সেই খাতগুলো খুঁজে বের করব সেটাই বিবেচ্য। আমার মনে হয় বিগত দুই বা তিন বছর ধরে আমরা যেটা শিখেছি সেটা হলো আপনি একক কোন দেশের একক কোন সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করতে পারবেন না।’

পিটার ডি হাস বলেন, ‘ আমি মনে করি, বাংলাদেশের জন্য দারুণ কাজ হবে যদি তারা এ ধরনের অন্যান্য খাতেও নজর দেয় যেখানে তারা প্রতিযোগিতা করতে পারবে। তাহলে তারা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আর এ ধরনের খাত হতে পারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, কৃষি ও তথ্য-প্রযুক্তি। এগুলো এমন সব সম্ভাবনাময় খাত যেখানে আমরা যুক্তরাষ্ট্রে আরও সরবরাহকারী খুঁজছি। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিমধ্যেই ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। আর তাই আমি দেখতে চাই যে, বাংলাদেশ এসব খাতে নজর দেবে, আরও বেশি রপ্তানি করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ব্যবসা করবে।’

সবশেষে তিনি বলেন, ‘পরবর্তী চা-চক্রে আবারও আপনাদের সাক্ষাতের প্রতীক্ষায় থাকব!’


আরও খবর



শাহজালাল বিমানবন্দর থেকে ২০৪টি স্বর্ণের বার জব্দ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজারমুল্য প্রায় ২৫ কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টম সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে মাস্কাট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলেন কাস্টম কর্মকর্তারা। পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আরও জানা যায়, অভিযানে জব্দ হওয়া ২০৪টি স্বর্ণেরর বারের ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আরও খবর



ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ফের বিধ্বস্ত হয়েছে। দেশটির কর্ণাটকের চামরাজনগরে সূর্য কিরন প্রশিক্ষণ বিমান আজ বৃহস্পতিবার ভেঙে পড়েছে। তবে এর পাইলট নিরাপদে আছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে- এর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনোকিছু জানা যায়নি।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই বলছে, বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন নারী। তবে তারা সুস্থ আছেন। বিমান বিধ্বস্তের কারণ বের করতে কর্মকর্তারা তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটিতে সামরিক বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রায়শই পাওয়া যায়। এতে অনেক সময় নিহতের ঘটনাও ঘটেছে।


আরও খবর



‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে’

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় নিশ্চিত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য খাদ্য নিশ্চিতে তার সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে সরকার। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়।

চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপরেও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।


আরও খবর