Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলছে

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলোক স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সকাল থেকে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের টিম। উদ্ধারকাজে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মীরাও সহায়তা করে করছেন।

তিনি আরও বলেন, এটি একটি অক্সিজেন প্ল্যান্ট। হাজার হাজার অক্সিজেনের বোতল ছড়িয়ে আছে কারখানার চারপাশে। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহত বেড়ে ৬

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের উৎপত্তি যেভাবে

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর সৃষ্ট হওয়া আগুন এক ঘণ্টা ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এতে পাশে থাকা বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এত কিছুর পরও কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে মালিকপক্ষের কেউ সহায়তা করেনি। তথ্য দেওয়ার জন্য ঘটনাস্থলেও তাদের কেউ আসেননি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক (ডিডি) মো. আব্দুল হালিম সংবাদমাধ্যমকে বলেছেন, কারখানাটিতে অক্সিজেন উৎপাদন করা হয় এবং সিলিন্ডার রিফিল করা হয়। দুটি কারণে বিস্ফোরণ হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে- যান্ত্রিক ত্রুটি। ব্যবস্থাপনার কারণেও দুর্ঘটনা হতে পারে। তবে তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।


আরও খবর



সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী দ্বিতীয় হওয়ায় মুকুট আছড়ে ভাঙলেন স্বামী

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্ত্রী। সব রাউন্ড জিতে এলেও ফাইনাল রাউন্ডে গিয়ে হেরে যান তিনি। এরপরেই প্রচণ্ড রাগে অন্ধ হয়ে স্টেজে উঠে বিজয়ীর মুকুট কেড়ে মাটিতে আছড়ে ফেলে ভেঙে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের এক এলজিবিটিকিউপ্লাস সুন্দরী প্রতিযোগিতায়। গত শনিবার সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার পরপরই ওই ব্যক্তি রাগে ফেটে পড়েন এবং বিজয়ীর মুকুট আছড়ে ভেঙে ফেলেন।

এই ঘটনার ভিডিওটি ধারণ করেন অন্য আরেক প্রতিযোগী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

এতে দেখা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে একজন নারী বিজয়ী ঘোষণা করার জন্য মুকুট হাতে দাঁড়িয়ে আছেন। তার সামনেই রয়েছে চূড়ান্ত দুই প্রতিযোগী ন্যাথালি ব্রেকার ও ইমানুয়েলি বেলিনি। বিজয়ী ঘোষণার পূর্বে অপেক্ষায় উৎসুক জনতা।

অবশেষে বেলিনিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিজয়ী হলেও মুকুট পরার সৌভাগ্য হয়নি তার। বেলিনির মাথায় মুকুট পরিয়ে দেওয়ার মুহুর্তেই মঞ্চে উঠে আসেন দর্শক সারিতে থাকা ন্যাথালি ব্রেকারের স্বামী। 

তিনি ওই নারীর হাত থেকে মুকট ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন। তবে মুকুটটি একবার আছড়ে ফেলেই ক্ষান্ত হননি তিনি। মেঝে থেকে তুলে আবার সেটিকে আছাড় মারেন। এতে করে মুকুটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ ছাড়া তাকে তার স্ত্রীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতেও দেখা যায় ভিডিওতে।

পরে অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে টেনে মঞ্চের পেছনে নিয়ে যান। এ ঘটনার পর প্রতিযোগিতার কো-অর্ডিনেটর ম্যালোন হেনিশ এক বিবৃতিতে বলেন, ওই ব্যক্তি প্রতিযোগিতার ফলাফলকে সুষ্ঠু বলে মেনে না নিতে পারায় তিনি এই ধ্বংসাত্মক কাজ করেছেন।


আরও খবর



তানোরে ৫ বছর পর রাস্তার কাজ সম্পন্ন স্বস্তিতে গ্রামবাসী

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) কাসারদিঘি গ্রামের রাস্তাটি দীর্ঘ ৫ বছর ধরে ডাবলু বিএম করে রাখা হয়েছিল। সেই রাস্তাটি গত বুধবার ও বৃহস্পতিবারে পিচ ঢালায় সম্পন্ন করা হয়েছে। এতে করে গ্রামবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে। ফলে একের পর এক গ্রামীন রাস্তা পাকা করন হচ্ছে। যার কারনে গ্রামের মানুষের জীবন যাত্রায় এসেছে আমুল পরিবর্তন।

জানা গেছে, বিগত ২০১৮ সালের দিকে উপজেলা এলজিইডি অফিসে দরপত্র আহবান করা হয়। দরপত্রে কার্যাদেশ পান এম এন জেড কনস্ট্রাকশন। যার মালিক মাহবুর রহমান। ২০১৮ সালের শেষের দিকে কার্যাদেশটি পান। ওই সময় মাটির রাস্তাটি খননের সময় বৃষ্টি ও পরে মহামারি  করোনা ভাইরাসের কারনে কাজটি বন্ধ থাকে। এরপরে রাস্তার কাজের যাবতীয় জিনিসপত্রের দাম প্রচুর হারে বেড়ে যায়। কিন্তু বরাদ্দ বাড়েনি। মুলত এজন্য ঠিকাদার কাজটি রেখে চলে যান।পরে উপজেলা এলজিইডির প্রকৌশলীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে কাজ করতে বাধ্য হন ঠিকাদার।ওই গ্রামের বাসিন্দা  আবু সাইদ, শাওনসহ একাধিক ব্যক্তিরা জানান, বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে এমপি ফারুক চৌধূরীর প্রতিশ্রুতি উপজেলার মুল ও গ্রামের রাস্তার কোন সমস্যা থাকবে না। সে মোতাবেক আমাদের গ্রামের রাস্তাটি পাকা করন হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হওয়া যেত না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। রাস্তাটি পিচ ঢালায় হওয়ার কারনে এসব সমস্যায় আর পড়তে হবে না। শুধু আমাদের গ্রামে না, যে কোন উপজেলার চেয়ে এউপজেলার রাস্তা চকচক করছে। মুল সড়ক গ্রামীন রাস্তা সব জায়গায় এমপির প্রতিশ্রুতি অনুযায়ী  উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত। রাস্তার আর কোন সমস্য নেই উপজেলা বাসির।

পজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, যোগাযোগ ব্যবস্থায় এউপজেলা এখন রোল মডেল। এটা এমপি স্যারের জন্য সম্ভব হয়েছে। কাসারদিঘি গ্রামের ৫০০ মিটার রাস্তার কাজ শেষ হয়েছে। ৫০০ মিটার রাস্তার বিপরীতে ৮ লাখ টাকার মত বরাদ্দ ছিল।

আরও খবর



মেট্রোরেলের যাত্রীদের ভ্যাট দিতে হবে না

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মেট্রোরেলের যাত্রীসেবার ওপর মূল্য সংযাজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ অব্যাহতি কার্যকর থাকবে।

সম্প্রতি রাজস্ব বোর্ডের এক বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ মঙ্গলবার আদেশের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে বিরাট ভূমিকা পালন করবে। মেট্রোরেল চালু হওয়ার প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এ গণপরিবহনে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ক্ষমতাবলে মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ ২০২২ সালের ২৮ ডিসেম্বর হতে কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে।

গত মার্চে যাত্রীদের কোনো শ্রেণিবিন্যাস না থাকায় মেট্রোরেলের যাত্রীসেবার ওপর কোনো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য নয় উল্লেখ করে ভ্যাট ছাড় চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমন অবস্থায় ডিএমটিসিএল থেকে ভ্যাট আদায়ে রাজস্ব বোর্ডের দিকনির্দেশনা চায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ)।

এনবিআরের আইন অনুযায়ী তাপানুকূল (এসি) ও নন-এসি রেলওয়ে সার্ভিসের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য রয়েছে। তবে ডিএমটিসিএলের দাবি ছিল মেট্রোরেল এবং মেট্রোরেলের যাত্রীদের কোনো শ্রেণিবিন্যাস না থাকায় যাত্রীসেবার ওপর কোনো ধরনের মূসক প্রযোজ্য হবে না।

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি মেনে এবার পরিবহনটির যাত্রীসেবার ওপর ভ্যাট অব্যাহতি দিল এনবিআর।


আরও খবর



সুদানে মার্কেটে বোমাবর্ষণ, নিহত ১৯

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৩৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে প্রত্যন্ত এলাকার এক মার্কেটে ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০৬ জনের বেশি। সুদানের ডক্টরস ট্রেড ইউনিয়ন এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আল শাজারা থেকে ৬টি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ চালানো হয়েছে। এ এলাকাটিসহ খার্তুমের বেশকিছু অঞ্চল দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই অঞ্চলটি ছাড়াও মায়োর আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি এমন একটি এলাকা যা কোনো সামরিক লক্ষ্যবস্তুর কাছাকাছি বলে পরিচিত নয়।

গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ শুরু হয়। মায়োর বেশিরভাগ লোকেই অত্যন্ত দরিদ্র। জনবহুল এলাকাটির বেশিরভাগ মানুষ সংঘাত শুরু হলেও পালাতে পারেনি।

গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ শুরু হয়

দেশটির ডক্টরস ট্রেড ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। হতাহতদের সামলাতে সীমিত সংখ্যক কর্মী, চিকিৎসক ও মেডিকেল ক্যাডাররা হিমশিম খাচ্ছে।

মায়োর এক বাসিন্দা মোহাম্মেদ জাইন বলেন, এখান থেকে পালানোর মতো সামর্থ কারো নেই। সব আত্মীয়ই আমাদের এখানে। তারা কেউ পালাতে পারবে না। গার্ডিয়ান বলছে, রাজধানী খার্তুমের ৯০ শতাংশই আরএসএফের দখলে।

আরও পড়ুন: জ্বলছে সুদান, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা

দুই বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত খার্তুমে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার জন। ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আরএসএফ এর সংঘর্ষ অব্যাহত।  


আরও খবর



হজযাত্রা অনেক সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ই-হজ ব্যবস্থাপনায় হজযাত্রা অনেক সহজ হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে, সকালে এ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

জানা গেছে, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে স্থানীয় সময় আগামী ২১মে রাত পৌনে ৪টায়। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় ২১মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

ফ্লাইটটি এদিনই জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট।


আরও খবর