Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

চোর ভেবে ভ্যারসাম্যহীনকে থানায় স্থানান্তর

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮৬জন দেখেছেন

Image

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর জেলার বিরামপুরে মোস্তাফিজুর রহমান (৩৭) নামে একজনকে চোর সন্দেহে দোকানদাররা ও নাইটর্গাড আটক করে বিরামপুর থানায় স্থানান্তর করে।

গত সোমবার (২৭ র্মাচ) দিবাগত রাতে বিরামপুর পৌর শহরের কলেজ বাজারস্থ (বটতলী) নামক স্থান থেকে দোকানদাররা ও নাইটর্গাড তাঁকে আটক করে । পরে তাঁকে চোর ভেবে বিরামপুর থানা পুলিশের হাতে তুলে দেন । থানায় নিয়ে গিয়ে বিরামপুর থানার এএসপি গোলাম মোর্শেদ (শিক্ষানবিস) ও অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত প্রাথমিক তদন্তে তাঁর লক্ষণ দেখে তাঁকে চোর না ভেবে বেরিয়ে এলো ভ্যারসাম্যহীন রোগী।

বিরামপুর থানা হেফাজতে থাকা অবস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে, সে তাঁর নাম ঠিকানা কিছুই বলতে পারে না। ওসি সুমন কুমার মহন্ত তাঁর পরিচয় জানার জন্য দুইদিন ধরে বিভিন্ন থানায় খোঁজখবর নেন। কিন্তু, কোনো ভাবেই তাঁর পরিবারের কোন সন্ধান না পেয়ে তিনি বিরামপুর উপজেলা নির্বাচন কমিশনের সহযোগিতায় তাঁর হাতের ফিংগার প্রিন্টের মাধ্যমে তাঁর জাতীয় পরিচয় পত্র বাহির করতে সক্ষম হয়। তাঁর হাতের ফিংগার প্রিন্টে বেরিয়ে আসে তাঁর আসল পরিচয়।

জানা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নোনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোস্তাফিজুর রহমান(৩৭)। পরে তাঁকে বিরামপুর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত তাঁর নিজ অর্থায়নে ও পুলিশের সহযোগিতায় বুধবার (২৯ র্মাচ ) দুপুরে  তাঁকে তাঁর পরিবারে নিকট ফিরিয়ে দেন।





আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাত, বিশেষত কৃষিতে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন নতুন প্রজন্মের যুগ, তাই দুই দেশের মধ্যে যোগাযোগ হতে পারে। শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি গবেষণা অত্যন্ত ইতিবাচক ফলাফল দেয়। কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে পারস্পারিক সহযোগিতা হতে পারে।

শেখ হাসিনা বাংলাদেশে সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান।বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান।তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই উদ্যেগী এবং পাকিস্তানের মানুষেরও এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আরও জানান, আলোচনায় ক্রিকেট ইস্যুও স্থান পেয়েছে।

বাসস,


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বিদ্যুৎস্পর্শে মা-বাবা-বোন মারা গেলেও বেঁচে আছে শিশুটি

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

মারুফ সরকার , স্টাফ রিপোর্টার:রাজধানীতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।  বৃহস্পতিবার রাতে তীব্র বৃষ্টির কারণে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে পরিবারটির সর্বকনিষ্ঠ সদস্য ৭ মাসের শিশু হোসাইন।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তিতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া, মোহাম্মদ অনিক (২০)।স্থানীয়রা জানান, ঘটনার পর শিশুটিকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়। শিশুটি এখন ভালো আছে।

জানা গেছে, ওইদিন সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসার বিপরীত পাশে বাবার ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন মুক্তা। তাকে নিতে শ্বশুরবাড়ি আসেন স্বামী মিজান। রাতের খাবার শেষ করে সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির মধ্যেই দুই সন্তানকে নিয়ে চিড়িয়াখানা এলাকায় নিজেদের ভাড়া বাসার উদ্দেশে রওনা দেন মিজান ও মুক্তা। পথে বৃষ্টির পানিতে ডুবে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মিজান, মুক্তা ও তাদের কন্যা সন্তান লিমা মারা যান। তবে বেঁচে যায় শিশুপুত্র হোসাইন।সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে চোরাই লাইনের মাধ্যমে পাশের ঝিলপাড় বস্তিতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। মাদ্রাসার দেয়ালের ভেতর দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছে, যাতে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া রয়েছে। তারের কিছু অংশ সেই প্রলেপের ওপরও বেরিয়ে রয়েছে। মূলত বৃষ্টির পানিতে তারের এ অংশ ডুবে গিয়ে এখান থেকেই ঘটেছে বড় দুর্ঘটনাটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রোডের ফুটপাত দিয়ে দেয়াল ঘেঁষে বাসায় যাচ্ছিলেন মো. মিজান, তার স্ত্রী ও দুই সন্তান। মিজানের কোলে ছিল কন্যা সন্তান লিমা, আর মুক্তার কোলে ছিল সাত মাসের ছেলে হোসাইন। মাদ্রাসার দেয়ালের শেষপ্রান্ত ও ভাই ভাই সুপার কফিসপ অ্যান্ড কনফেকশনারির সামনের আসতেই তারা পানিতে ছটফট করতে থাকেন। দূর থেকে অনেকেই এ ঘটনার ভিডিও করতে থাকেন। সেসময় অনিক নামে একজন এগিয়ে আসলে পরে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।সেখানকার দোকানদার মো. জামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, তারা ছটপট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যান।

নিহত মিজানের বাবা নাছির হাওলাদার সংবাদমাধ্যমকে, গত বুধবার রাতে মিজান বরিশাল থেকে এসেছে। এরপর বউ-বাচ্চাদের নিয়ে শ্বশুরের বাসা থেকে নিজেদের বাসায় ফিরছিল। নিজ গ্রাম বরিশালের ঝালকাঠি থানার বিকনার গ্রামে তাদের মরদেহ নিয়ে যাওয়া হবে।মিজানের শ্বশুর ও মুক্তার বাবা মো. লিটন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, মেয়ে ও জামাইয়ের সঙ্গে দুপুরে কথা হয়। তারা চিড়িয়াখানার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাড়া থাকত। সেখানে যাওয়ার সময় আমার মেয়ে, জামাই ও নাতনি মারা যায়।

এদিকে এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি শিশুকে পানি থেকে তোলা হচ্ছে। এ ছাড়া অন্য এক জায়গায় ৩ জন পড়ে আছে।বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টিতে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। আর এতে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। ফলে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে দেখা দেয় ধীরগতি। যার পরিণতি ভয়াবহ যানজট। আর এতে ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরা মানুষজন। লম্বা সময় ধরে একই স্থানে আটকে থাকে অসংখ্য যানবাহন।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থাকবে আরও দুই দিন। আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্র ও শনিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।


আরও খবর



পেট্রোল পাম্প-ট্যাংক লরি মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা।রোববার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কার্যালয় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা।

বিপিসির পরিচালক (মার্কেটিং) অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন। তাদের দাবি নিয়ে বিপিসি কাজ করছে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিপিসির এই কর্মকর্তা।

এর আগে, তিন দফা দাবি আদায়ে রোববার ভোর থেকে সারাদেশে জ্বালানি তেল উত্তোলন পরিবহন ও বিক্রিতে ধর্মঘট পালন শুরু করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিকেদের একাংশ।

এর ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ দিনভর বন্ধ ছিল। পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লাভরভ। এসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন। স্বাধীনতার পর এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কুড়িগ্রামে বৃষ্টির প্রকোপে ঘরবন্দি মানুষ বন্যার আশঙ্কায়

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:চলতি মাসের শেষের দিকে টানা বৃষ্টি অব্যাহত থাকায় ঘরবন্দি হয়ে অসুস্তি বোধ করছেন খেটে খাওয়া অসহায় মানুষ। এলাকা ঘুরে জানা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ। গ্রামীন সড়ক গুলো চলাকালে অযোগ্য হয়ে পাড়ায় বিপাকে পড়েছেন ঘরবন্দি মানুষসহ পথ যাত্রীরা। অপরদিকে হাটবাজারেও যেতে পারছেন না হাটের ক্রেতা বিক্রেতারা। যার ফলে অনেক কষ্টকর অবস্থায় দিনাতিপাত করছেন সকল পেশার মানুষেরা। সেইসাথে বিছিন্ন জনপদের বাসিন্দাদের দাবী গ্রামীণ অবকাঠামোর দিকে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তারা আরও বলেন এসব কাচা রাস্তায়ু বের হলেই পরনের কাপড় কাদা পানির ছিটায় পরিবেশ নষ্ট হয়ে যায় যার ফলে বাড়ী থেকে রাস্তায় যাওয়ার মতো পরিবেশ নেই।এমনটি জানিয়েছেন ভুক্তভোগী এলাকার মানুষ গুলো। এমন বৃষ্টিতে নাকাল অবস্থায় চলছে রৌমারী ও রাজিবপুরের জনজীবন। খেটে খাওয়া মানুষ গুলো বৃষ্টির কারণে কর্মস্থলেও যেতে পারছেন না বিদায় অভাব অনাবিল দূর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের গুলো। অপরদিকে কয়েকদিন তাপদাহের তীব্রতায় ভোগাছিলেন এঅঞ্চলের বাসিন্দারা। কয়েকদিন আগেই রৌমারী ও রাজিবপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫/ থেকে প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ছিলো। বর্তমান তাপমাত্রা কমিয়ে নিম্ন তাপমাত্রা অবস্থান করায় দিশাহারা কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। এবার এই দুই উপজেলায় আমনের ব্যাপকহারে চাষ করেছেন কৃষকরা। তারা বলছেন যদি আবারও বন্যা হয় তাহলে কৃষকদের না খেয়ে মরতে হবে এই চিন্তায় দিশাহারা কৃষকরা। তারা বলছেন ঋণ দেনা করে রোপা আমন চাষ করা হয়েছে এই ফসল যদি বন্যায় খায় তাহলে আর কোন উপায় নেই। এদিকে মাস কালাই, বাদামের ব্যাপক চাষ করেছেন চরাঞ্চলের খেটে খাওয়া কৃষকেরা সবই বিনষ্ট হওয়ার পথে।এদিকে দু দফা বন্যা হওয়ার পর তারপরও হাল ছাড়েনি এঅঞ্চলের কৃষকরা, ঘুরে দ্বারাতে ব্যাপকহারে আমন, বাদাম,মাস কালাই, শাখসবজীসহ বিভিন্ন জাতের ফসলের চাষ করেছেন তারা। এই ফসলের উপর আবারও বন্যার আশঙ্কায় হতাশাগ্রস্ত কৃষকরা। বৃষ্টি কিন্তু কোনভাবেই থামছে না।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩