Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

চনপাড়া বস্তির মলমপার্টির পার্টির প্রধান বজলু মেম্বার গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৩৭৭জন দেখেছেন

Image

এ আর হানিফঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে চনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর চনপাড়ার কায়েতপাড়ায় অভিযানে গেলে র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় চনপাড়ার প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১।


র‍্যাব জানায়— গত ১০ নভেম্বর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত হয়। সিটি শাহীনের সব অপকর্মের সেল্টারদাতা ছিলেন বজলু চেয়ারম্যান। এছাড়া র‍্যাবের ওপর হামলার নেতৃত্ব দেন বজলু।


সম্প্রতি চনপাড়া গিয়ে সরেজমিনে জানা গেছে— নিহত সিটি শাহীনের একটি বড় অপরাধ বাহিনী রয়েছে এলাকায়। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং চনপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যসচিব ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। হামলা-নির্যাতনের ভয়ে শাহীন ও তার বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস নেই কারো। 


নামপ্রকাশে অনিচ্ছুক অধিকাংশই জানান, চনপাড়ায় হয় না এমন কোনো কিছু নেই। চনপাড়ায় রাতকে দিন আবার দিনকে রাত বানিয়ে দেওয়া যায়। এখানে এমন কিছু মানুষ আছেন যাদের নিয়ন্ত্রণে বস্তিবাসী। বস্তিতে কোনো অনুষ্ঠান করতে গেলেও প্রভাবশালীদের অনুমতি লাগে। তাদের কথা না শুনলে চলে নির্যাতন ও চাঁদাবাজি।


স্থানীয়রা জানায়— বজলু চেয়ারম্যানের ভয়ে চনপাড়ার কারো মুখ খোলার সাহস নেই। বজলুসহ তার চার ভাই নিয়ন্ত্রণ করে চনপাড়া বস্তি। সঙ্গে রয়েছে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী। এসব অপরাধীরা দিনে-দুপুরে মাদকের কারবার, মারধর ও খুনসহ নানা অপরাধ করে বেড়ায়।ঢাকা শহরের খয়ের পার্টি,মলম পার্টির নেতা বজলু মেম্বার


বস্তিবাসী বজলু ও তার লোকজনের বিষয়ে ভয়েও মুখ খোলে না। কথিত আছে— বজলুর কথা ছাড়া সেখানে ছাড়া গাছের পাতাও নড়ে না। তার নামে ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় বস্তির শিশুদের। বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ খুনের জেরে আলোচনায় এসেছে চনপাড়া বস্তির নাম।


বজলুর নামে কেবল রূপগঞ্জ থানাতেই হত্যা, অস্ত্র, মাদকের মামলা মিলিয়ে ১২টি মামলা রয়েছে। অস্ত্র ও খুনের মামলায় এক সময়ের জেলখাটা বজলু এখন নাম লিখিয়েছেন সমাজের প্রভাবশালী ব্যক্তির খাতায়।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরে অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ন,বীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে  সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  উচ্ছেদ করা হয়েছে।  

১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। জানা যায়, উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের অলেক মিয়ার ছেলে বিল্লাল মিয়া প্রভাব খাঁটিয়ে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের কড়ইবাড়ি ব্রীজ সংলগ্ন সওজের জায়গা দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ করে রমরমা বাণিজ্য করে আসছিল।বিষয়টি নিয়ে ১৫ সেপ্টেম্বর শুক্রবার কয়েকজন গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ পোস্ট করলে তা উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তৎক্ষনাৎ তিনি স্বশরীলে উপস্থিত থেকে  সওজের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানঘরটি উচ্ছেদ করে। 

এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান,গণমাধ্যম কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা লাইভ পোস্টটি আমার নজরে আসলে  সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানঘরটি উচ্ছেদ করি। রাষ্ট্রীয় জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ভিসানীতি: ম্যাথু মিলার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিক রয়েছেন। 

আর সর্বশেষ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ভিসা নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে যুক্ত করা হবে। এই প্রসঙ্গটিই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।  

এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন ভিসা বিধিনিষেধে মিডিয়া ব্যক্তিত্বের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন এবং এই বিষয়টি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আপনি কি মনে করেন না যে, এই নিষেধাজ্ঞা যদি মিডিয়াতে প্রয়োগ করা হয়, তাহলে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানকে দুর্বল করবে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি মনে করি আমরা (ইতোমধ্যেই) যা বলেছি এবং কার জন্য এটি প্রযোজ্য হবে তা আমরা নির্দিষ্ট সদস্য বা নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করিনি, কারণ মার্কিন ভিসার রেকর্ডগুলো গোপনীয় তথ্য। তবে এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশে ভিসা নীতি কার্যকরের বিষয়ে জানতে চান। তিনি বলেন, গত সপ্তাহে আপনি ঘোষণা করেছেন- যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নীতির অধীনে ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, বাইরে থেকে নির্বাচন বানচালের যে কোনও পদক্ষেপের ক্ষেত্রে যারা এই ধরনের উদ্যোগ নেবে তাদের ওপরও বাংলাদেশ নিষেধাজ্ঞা আরোপ করবে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে যে- নির্বাচনের আগে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। তাই এটা কি সত্য এবং এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, যেমনটি আমরা আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যখন গত মে মাসে এই নতুন ভিসা নীতি ঘোষণা করেছিলেন, এর উদ্দেশ্য নির্বাচনকে সামনে রেখে কোনও পক্ষ নেওয়া নয়, বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা বা সমর্থন করা। গত শুক্রবার যখন আমরা এই নতুন ভিসা বিধিনিষেধগুলো ঘোষণা করেছিলাম তখনও আমরা উল্লেখ করেছি, এই নীতির মধ্যে – আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীরাও অন্তর্ভুক্ত আছেন।

এরপর প্রশ্ন করা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল তাদের দলের চেয়ারপারসনকে মুক্তি দিতে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। কারণ তার শারীরিক অবস্থা খুবই গুরুতর এবং তাকে গ্রেপ্তার অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে মিলার বলেন, এটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরের বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে অগ্নিকান্ড

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন চরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে মঙ্গলবার সকালে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে । স্থানীয় বাসীন্দারা বলেন, সকাল সাড়ে আটর দিকে দেখি স্কুলের পরিত্যাক্ত পুরাতন ভবনের ভিতরে আগুন দেখা যাচ্ছে। কয়েক মিনিট এর মধ্যে আগুন টি বড় আকাড়ে ধারণ করে। পরে মসজিদের মাইক দিয়ে ঘোষনা করা হয়, 

ঘোষণার পর এলাকাবাসী এসে দেখে ,পুরাতন ভবনের বারেন্দায় হুলার আটি ছিল, সেগুলো সরিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিভানোর চেষ্টা করে ,প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিভাতে সক্ষম হয়।এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানিয়া আক্তার বলেন, আমরা স্কুলে আসার পূর্বে সকালে বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে।

গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়,এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার আসবাব পত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নরুল ইসলাম মাস্টার বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলের পুরাতন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে আমরা আগুন নিভানোর জন্য আসি। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




এডিসি সানজিদা বক্তব্য নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা নিয়ে ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সানজিদা আফরিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে অনুমতি ছাড়া এডিসি সানজিদার বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এর আগে আজ এডিসি হারুন অর রশিদের (সাময়িক বরখাস্ত) ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার বিষয়ে এডিসি সানজিদা আফরিন গণমাধ্যমকে বলেন, গত শনিবার তার স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই আগে এডিসি হারুনের গায়ে হাত তোলেন। এছাড়া তাকেও বিনা কারণে মারধর করেন তার স্বামী।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, একেবারে প্রাথমিক তদন্তে মনে হয়েছে আমাদের এডিসি হারুন অর রশিদ (সাময়িক বরখাস্ত) ও পরিদর্শক মো. গোলাম মোস্তফা বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটায় এরইমধ্যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তারপর আমি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমাদের অফিসারদের কার কতটুকু দোষ সেই অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাসহ পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ পাঠাব।

গত শনিবারের ঘটনা নিয়ে এডিসি হারুনের বক্তব্যের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। হারুনের তথ্যের বিষয়ে হারুনই জানে।

এডিসি সানজিদার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সানজিদার সঙ্গে আমি কথা বলিনি। সানজিদার বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। কারণ অনুমতি ছাড়া তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




যশোরেই পরমাণু চিকিৎসা কেন্দ্র চালু হলো

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা, যশোর প্রতিনিধি:এখন আর পরমাণুচিকিৎসার জন্য খুলনা কিংবা ঢাকা নয়, যশোরেই সরকারি ব্যবস্থাপনায় শুরু হয়েছে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যায়েলেন্ড সায়েন্সেস (ইনমাস) বা পরমাণু চিকিৎসা কেন্দ্রে গত ১২ সেপ্টেম্বর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় হওয়ায় সঠিক সময়ে সুচিকিৎসা নিশ্চিতের দ্বার উন্মোচন হলো। কেন্দ্রের পরিচালক ২০ সেপ্টেম্বর বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন। ইনমাস বা পরমাণু চিকিৎসা কেন্দ্র যশোরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার জামিউল হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে ছয়টি ক্যাটাগরিতে ২৯টি টেস্ট শুরু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, থাইরয়েডর ল্যাব টেস্ট টি-৩, টি-৪, টিএসএইচ, এফটি-৩, এফটি-৪, বিএমডি, ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, হাইপারথাইরোয়েড, পোস্ট সার্জারি সিএ থাইরয়েড প্যাসেন্ট ফলোআপ, ফোরডি এবং হাইরেজুলেশন আল্ট্রাসনোগ্রাফি, ডুপ্লেক্স স্টাডি টেস্ট। খুব শীঘ্রই আরও ১৬ প্রকার টেস্ট করানোর কার্যক্রম শুরু হবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে। চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, পরামানু আনন্দের খবর।

হাসপাতালের সকল ডাক্তারকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর ফলে রোগ নির্ণয় করে দ্রুত সময়ে রোগীর সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হবে। ২০১৭ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোরসহ দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে পরমাণু চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করা হয়। পুরোপুরি সরকারি ব্যয়ে ২০২০ সালের মধ্যেই কেন্দ্র গুলো স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। করোনা মহামারিসহ নানা সংকট সমস্যা কাটিয়ে কেন্দ্রগুলোর ভবন নির্মাণ, রোগ নির্ণয়ের সর্বাধুনিক মেশিন প্লান ও জনবল পদায়ন সম্পনড়ব হয়েছে চলতি বছর। এরপরই শুরু হলো রোগ নির্ণয় কার্যক্রম। ইনমাস বা পরমাণু চিকিৎসা কেন্দ্র যশোরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার জামিউল হোসাইন গ্রামের কাগজকে জানিয়েছেন, কেন্দ্রটি থেকে মানুষ কম খরচে থাইরয়েড, কিডনি, লিভার ও বোন ক্যান্সারসহ নানা রোগ নির্ণয় ও চিকিৎসা পাবেন। পরামানু শক্তি কমিশনের নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর একযোগে যশোরসহ খুলনা বিভাগের আরও দু’টি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও এ প্রকল্পের আওতায় স্থাপিত পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার শহীদ সোহ্ওয়ারদী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বহ্মব্যাধি ইনস্টিটিউট ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্র গুলো রোগ নির্ণয়ের কার্যক্রম হয়েছে।

ডাক্তার জামিউল হোসাইন আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী শীঘ্রই কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্যানুযায়ী, যশোর সহ নতুন ৮টি ইনমাস স্থাপনের আগে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনমাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ন্যাশনাল নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যায়েলেন্ড সায়েন্সেসের (নিনমাস) মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরমাণু চিকিৎসা সেবা দেয়া হতো।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩