Logo
আজঃ Tuesday ০৭ February ২০২৩
শিরোনাম

চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট দিয়ে সাজানো হলো বরের গাড়ি

প্রকাশিত:Tuesday ১৫ November ২০২২ | হালনাগাদ:Tuesday ০৭ February ২০২৩ | ১১৩জন দেখেছেন
Image

নিজস্ব প্রতিবেদক: সাধারণত বিয়ের গাড়িতে শোভা পায় ফুল। কিন্তু এবার চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট দিয়ে সাজানো হলো বরের গাড়ি। অন্যরকম এই বিয়ে দেখা গেল গতকাল সোমবার, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। জানা গেছে, গতকাল সৌদি প্রবাসী যুবক জাহিদ হাসান বিয়ের গাড়িতে গলায় ফুলের মালা দিয়ে বসে ছিলেন। আর তার বিয়ের গাড়ি দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সৃষ্টি হয় কৌতূহল; যা ফেসবুকে ভাইরাল হতে এক মুহূর্ত লাগেনি।

জাহিদ উপজেলার চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সম্প্রতি বিয়ের উদ্দেশে ছুটি নিয়ে দেশে আসেন। তার স্ত্রী সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি হায়দরগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, বরের গাড়িতে শুধু চিপস, ডালমুঠ ও ঝালমুড়ির প্যাকেট নয়, ১০-১৫টি গোলাপ এবং চকলেটও ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বর জাহিদ হাসান বলেন, ‘সবাই ফুল দিয়ে গাড়ি সাজায়। আমি ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। বিয়ের অনুষ্ঠানে আসা শিশুদের আনন্দ বাড়িয়ে দিতেই এই উদ্যোগ। তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানে আসা শিশুরা বরের গাড়ি থেকে চিপসসহ খাবারগুলো ছিনিয়ে নিয়ে যায়।


আরও খবর