Logo
আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ছাত্রলীগে কমিটি বাণিজ্য নিয়ে আ. লীগ নেতাদের অভিযোগে যা বললেন জয়-লেখক

প্রকাশিত:সোমবার ২১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগে পদবাণিজ্য, কমিটি বাণিজ্য, মাদকসেবী-কারবারি ও অনুপ্রবেশকারীদের পদায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। তবে এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তারা ছাত্রলীগকে বিতর্কমুক্ত করতে পেরেছেন বলে ওদাবি করেছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আগামী ৮ ও ৯ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বিভিন্ন সময় যে পদবাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অর্থের বিনিময়ে আমরা কোনো ইউনিটের কমিটি দেইনি। আমরা বারবার বলেছি, কেউ যদি পদবাণিজ্যের অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব।

পদবাণিজ্যের বিষয়ে ছাত্রলীগের দুই নেতার অডিও ফাঁস হয়েছে- বিষয়টি উল্লেখ করে জয় বলেন, ‘আমরা বেশকিছু অডিও শুনেছি, কিন্তু সেগুলোর আনুষ্ঠানিক কোনো কিছু আমরা পাইনি। তাদের ব্যক্তিগত ফোনালাপের একটি অংশ হিসেবে তা প্রচার পেয়েছে।’

ফোনালাপ ফাঁসের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আপনারা ফোনালাপ শুনে দেখবেন যে সেখানে ছাত্রলীগের পদের জন্য কোনো টাকা চাওয়া হয়নি। ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক তাদের থাকতে পারে, সেই লেনদেনের অডিও ফেসবুকে ছেড়ে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।’

লেখক ভট্টাচার্য বলেন, ‘পদবাণিজ্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশে কতজনকে পদ দেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগের নির্বাহী সংসদে ৩০১ জন নেতা। এর বাইরে কতজন আছে আমরা জানি না। দপ্তর সেল এটি বলতে পারবে।’

সংখ্যাটি কত- জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যাটা জানি না। অনেক হতে পারে।

নিজেদের কমিটির সময় নেওয়া পদক্ষেপের চিত্র তুলে ধরে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘করোনা মহামারির সময় অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগীদের মাঝে ত্রাণ বিতরণ, রমজানে বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ এবং বিভিন্ন সময় গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইবরাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।


আরও খবর



তাহিরপুরে আটকের দেড়ঘন্টা পর যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে এক যুবককে আটক করে দেড়ঘন্টা পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত যুবককে নাম- রুবেল মিয়া (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। এঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো ভোর থেকে উপজেলার বালিয়াঘাট ও টেকেরঘাট সীমান্ত দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম মিয়া, হোসেন আলী, রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মিয়া, মানিক মিয়া, বাবুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রুস্তম মিয়া, নুরজামালগং, বীরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্তে রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, শরাফত আলী, শামসুল মিয়া, খোকন মিয়া, লেংড়া জামাল, হযরত আলী, নেকবর আলীগং, লাউড়গড় ও চাঁনপুর সীমান্তে সোর্স পরিচয়ধারী বায়েজিদ মিয়া, জসিম মিয়া, আবু বক্কর, আলমগীর, রফিকুল, শহিদ মিয়া, জামাল মিয়াগং অবৈধ ভাবে ভারত থেকে কয়লা, পাথর, চিনি, সুপারী, কাঠ, বিড়ি, গরু, ছাগল ও মাদকদ্রব্যসহ কসমেটিকস পাচাঁর শুরু করে।

এমতাবস্থায় সকাল ১০টায় টেকেরঘাট সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০০ সংলগ্ন রজনীলাইন এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে মাদকদ্রব্য ও কয়লার বস্তা নিয়ে আসার সময় রুবেল মিয়াকে আটক করে বিএসএফ। ওই সময় অন্যরা দৌড়ি যে যার মতো পালিয়ে যায়।এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান বলেন- সোর্স নিয়োগ করে চোরাকারবারীদের গডফাদার বাদাঘাট তার অন্দর মহলে বসে মাদক ও কয়লা বাণিজ্য করে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে। সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারলেও তাকে কেউ ফাঁকি দিতে পারেনা। সীমান্ত চোরাচালান বন্ধ করার জন্য ওই গডফাদার ও তার সোর্স বাহিনীকে গ্রেফতার করা জরুরী প্রয়োজন। উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ও বর্তমান মেম্মার কফিল উদ্দিন বলেন- গত ২বছর যাবত সীমান্ত দিয়ে কয়লা ও গরুসহ মাদকদ্রব্য ওপেন পাচাঁর করা হচ্ছে। এসবের প্রতিবাদ করার কারণে চোরাকারবারীরা আমাকে প্রাণনাসের হুমকি দিয়েছে। আমি থানা সাধারণ ডায়রি করেছি এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানী দায়িত্বে থাকার বিজিবির কমান্ডার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- বিএসএফের হাতে আটক ব্যক্তি ১৪ বছরের শিশু ছিল, তাই বিজিবির পক্ষ থেকে আলোচনা করার পর বেলা সাড়ে ১১টায় ওই ব্যক্তিকে বিএসএফ ছেড়ে দিয়েছে। আমাদের কাছে হস্তান্তর করেনি।


আরও খবর



পুলিশ সুপারের সাথে নড়াইল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়, ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

খন্দকার আনিসুর রহমানঃনড়াইল জেলার নবাগত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সদ্য আত্মপ্রকাশ করা নড়াইল মডেল প্রেসক্লাবের সাফল্য কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয়।

মতবিনিময় কালে নড়াইল পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান বলেন, ভেদাভেদ নয়; সকল প্রেসক্লাব নেতৃবৃন্দ- সাংবাদিকরা আমার আপনজন। সাংবাদিকরা সমাজের সকল বিষয় তুলে ধরে আমাদের সহযোগিতা করেন।

নড়াইল মডেল প্রেসক্লাবকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, নড়াইল জেলায় সন্ত্রাসী, অস্ত্রধারী, অপরাধী ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান। আপনারা সাংবাদিকরা উক্ত সকল অপরাধ-অপরাধীদের তথ্য দিয়ে  ও পত্রিকায় সংবাদ তুলে ধরে সন্ত্রাস- অপরাধী নির্মূল এবং মাদকমুক্ত নড়াইল গড়তে আমাদের সহযোগিতা করবেন।

এছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নড়াইল মডেল প্রেসক্লাবের সভাপতি খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনা করেন তিনি। 

উক্ত সম্মাননা স্মারক প্রদান, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি, মো: পিকুল আলম, সহ-সভাপতি, কনক মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাহিদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মিল্টন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর-সম্পাদক মোঃ রাসেল হুসাইন, অর্থ-সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপ-অর্থ সম্পাদক মোঃ ইমন খান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, উপ-প্রচার সম্পাদক সৈয়দ রমজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শেখ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খানম মৌসুমি, নির্বাহী সদস্য মিনারুজ্জামান মিরন সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকরা।

উল্লেখ, গত ২৪ নভেম্বর এক ঝাঁক প্রবীণ-নবীন সাংবাদিকদের নিয়ে নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়। ভেদাভেদ-নেতৃত্ব-স্বার্থ বা অর্থ নয়; তৃণমূল পেশাদার সাংবাদিকদের বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকা-ই নড়াইল মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।


আরও খবর



প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদপড়াদের আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এ আবেদন গ্রহণ শুরু করে ইসি। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এরপর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষ হয়। যাচাই-বাছাই শেষে ৭৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। পরে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল করতে পারবেন। এ বিষয়ে আপিল শুনানি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নিবাচন ভবনে আপিল আবেদন করা যাবে।

আপিল করার জন্য ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে বলেও জানায় ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


আরও খবর



খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ, গ্রেপ্তার এক

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩৪ লাখ টাকার সিগারেট  জব্দ করেছে মহালছড়ি থানা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত পিকআপ গাড়ি সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত দেড়টার দিকে মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা  করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি ইউপির ২৪ মাইল ইউসিবি মহালছড়ি টু খাগড়াছড়ি  পাকা রাস্তার উপর কচুর ছড়া বোঝাই  পিক-আপগাড়ি করে অবৈধ সিগারেট নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাড়ির তল্লাশি চালিয়ে 

Super Slims Mond, premiun quality blend oris ১হাজার ৭০০ কার্টুন সিগারেট, সহ  আসামী  মোঃ সফিকুল আলম (২৩) কে গ্রেপ্তার করা হয়।

মহালছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 

উদ্ধারঃ  ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন  Super Slims Mond সিগারেট;  যাহার আনুমানিক মূল্য = ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ ) টাকা ২। ৭৫০( সাতশত পঞ্চাশ) কার্টুূন premiun quality blend oris সিগারেট,  যাহার আনুমানিক মূল্য = ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা ,সর্বমোট ৩৪০০০০০/- (চৌ‌ত্রিশ লক্ষ) টাকা

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ সফিকুল আলম (২৩)খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজার, এলাকার আবুল হোসেন, এর ছেলে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আবুল হাসান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।


আরও খবর



রাজধানীর ওয়ারীতে ককটেল বিস্ফোরণে এক পরিবারের তিনজন আহত

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এবার রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন রোববার (২০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মাকসুদা আক্তার (৫৫), তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)।

মাকসুদা বাসা বাড়িতে কাজ করেন, তার স্বামী আগে ফুটপাতে ফলের ব্যবসা করতেন, ছেলে বিভিন্ন মুদি দোকানে খবারের আইটেম সাপ্লাইয়ের কাজ করেন। তারা থাকেন গেন্ডারিয়ারা ধুপখোলা এলাকায়।

আবুল বাশার জানান, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে, এমন সংবাদ শুনে থানার সামনে যান। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোয়া হয় চতুর্দিকে। কিছু সময় পর দেখতে পান তারা আহত হয়েছেন।

অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নিক্ষিপ্ত ককটেল বোমায় তারা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আরও খবর