
সোহরাওয়ার্দীঃ
নওগাঁর নিয়ামতপুরে চাষীদের নতুন ধানের চারা রোপনের উৎসব চলছে।বোরো মৌসুমে জেলায় অধিকাংশ জমিতে জিরাশাইল জাতের ধান রোপন করা হচ্ছে।বোরো ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এবছর জেলায় মোট ১ লাখ ৮৮ হাজার ১শ ৮৬ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা সামনে রেখে কৃষকরা ধানের চারা রোপন করছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোনজিত কুমার মল্লিক।তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁ সবসময়ই ধানের জন্য বিখ্যাত।
নওগাঁ জেলায় সবসময়ই বেশী ধান উৎপন্ন হয়। দেশের বিভিন্ন জায়গার চালের চাহিদা পূরণ করে নওগাঁর চাল। তাই প্রতিবছরই রোরো মৌসুমে কৃষকরাও ঝুকে ধান চাষের প্রতি।জানা যায়, বোরো মৌসুমে জেলায় অধিকাংশ জমিতে জিরাশাইল জাতের ধান রোপন করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জাতের মধ্যে রয়েছে ব্রিধান-২৮ ও ব্রিধান-২৯।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, নওগাঁ সদর উপজেলায় ১৭ হাজার ৬শ ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৮ হাজার ৪শ ৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ২০ হাজার ৮শ ২০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৮ হাজার ৫শ ৮৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৬ হাজার ১শ ৯৬ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৩শ ৫০ হেক্টর, মান্দা উপজেলায় ২১ হাজার ৫শ ৭০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১১ হাজার ৯শ ৭০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৭ হাজার ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৬ হাজার ৩শ ৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২১ হাজার ২শ ১৫ হেক্টর জমিতে এবার ধান চাষ করা হচ্ছে।