Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

ব্যথা ও উচ্চ রক্তচাপ হাসলেই কমবে

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ ডিসেম্বর 20২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ২৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;হাসলে মন ভালো থাকে, এ কথা সবারই জানা। তবে জানলে অবাক হবেন, হাসলে শুধু মনই ভালো থাকে না, বরং বিভিন্ন রোগের ঝুঁকিও কমে।

গবেষণায় দেখা গেছে, শিশুরা দিনে গড়ে ৪০০ বার হাসে। সুখী প্রাপ্তবয়স্করা প্রতিদিন ৪০-৫০ বার হাসেন ও সাধারণ প্রাপ্তবয়স্করা হাসেন ২০ বার। বিজ্ঞানীরা গণনা করে দেখেছেন, বিশ্বে মোট ১৯ ধরনের হাসি আছে।

হাসি কেন গুরুত্বপূর্ণ?

হাসলে মেজাজ ভালো থাকে। এক্ষেত্রে করটিসল হরমোন নিঃসরণ কমে ও এন্ডোরফিন হরমোন বাড়ে। এর ফলে শরীরের একাধিক সমস্যার সমাধান হয়। যেমন-

> উচ্চ রক্তচাপ কমে
> সহনশীলতা বাড়ে
> ব্যথা কমে
> চাপ কমে ও
> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

গবেষণায় আরও দেখা গেছে, যাদের মুখে সব সময় হাসি থাকে তারা অনেক বিনয়ী হন। অন্যান্যরাও তাদেরকে বেশি পছন্দ করেন ও যোগ্য বলে মনে করেন।

এছাড়া হাসিখুশিরা কর্মক্ষেত্রে আরও বেশি সৃষ্টিশীল প্রকৃতির হন ও অন্যান্যদের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন।

এজন্য নিয়মিত হাসতে হবে। প্রতিদিনের হাসির গড় বাড়াতে চাইলে দিন শুরু করুন হাসতে হাসতে।

হাসি অনেকটা সংক্রামক। অন্যকে হাসতে দেখলে আপনারও হাসতে হচ্ছে করবে। হাসলে মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে।

খেয়াল করে দেখবেন, হাসি শুধু আপনাকে নয় চারপাশের মানুষকেও আনন্দময় পরিবেশ উপহার দিতে সাহায্য করে।

হাসলে মুখের পেশিগুলো আরও নমনীয় হয়। এজন্য বাড়িতে বা কর্মক্ষেত্রে হাসুন প্রাণখুলে। পরিবার ও বন্ধুদের ছাড়াও সহকর্মীদের সঙ্গে নিয়মিত হাস্যরসাত্মক বিষয়ে কথা বলুন।


আরও খবর



সিংড়ায় নদীতে নিখোঁজ ভাই-বোন, ভাইয়ের মরদেহ উদ্ধার, বোন নিখোঁজ

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image
এমরনা আলী রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমেএমরনা আলী রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আব্দুস সবুরের মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার করেছ ডুবুরী দল। সবুর একই গ্রামের সাহাদ ইসলামের ছেলে ও নিখোঁজ ফাতেমা সাইফুল ইসলামের মেয়ে। শিশুরা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীতে অন্যদের সাথে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়। ঘটনাটি আশেপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়াস সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ ও স্থানীয় হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, খবর পেয়ে ডুবুরী দল প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে সবুরের মরদেহ উদ্ধার করে, এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফাতেমা নিখোঁজ ছিলো। ডুবুরীদল তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেন

আরও খবর



নব্য সহ সাংস্কৃতিক সম্পাদক জনাব সাঈদ সোহরাব কে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পক্ষে বরন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ২০৭জন দেখেছেন

Image

সায়মন তারিক:গত ২১ সেপ্টেম্বর  জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি  নব্য সহ সাংস্কৃতিক সম্পাদক   সাবেক ছাত্রনেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জনাব তারেক রহমানের  বলিষ্ঠ  হাতিয়ার  সাঈদ  সোহরাব কে বরন করে ফুলের  শুভেচ্ছা  জানানো হল পার্টি অফিসে।


জাসাস কার্যক্রম নিয়ে  কিছু  আলোচনা  করেন  জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র  যুগ্ম  আহবায়ক  লিয়াকত আলী,  সদস্য  বিল্লাহ  হোসেন  সদস্য  ও চলচ্চিত্র পরিচালক  মো: তারিকুল ইসলাম ভুঁইয়া  (সায়মন তারিক) দপ্তরের  দায়িত্ব  প্রাপ্ত  মিজানুর রহমান  মিজান  জাসাস দক্ষিণ  সদস্য সচিব  শফিকুল ইসলাম  রতন ভারপ্রাপ্ত  আহ্বায়ক  শওকত আজিজ, নেত্রী  কণ্ঠশিল্পী  জোসনা ও শাহনাজ  সরনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



শেখ হাসিনা-মোদি বৈঠক আজ

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে আজ শুক্রবার বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বন্ধু প্রতিম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এজন্য সবার দৃষ্টি এখন দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচিকে ঘিরে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই নয়াদিল্লী যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ এই জোটের সদস্য নয়, কিন্তু আয়োজক ভারতের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপর দিকে নিজের বাসভবনে শেখ হাসিনাকে আতিথেয়তা দিয়ে নরেন্দ্র মোদি সম্পর্কের আন্তরিকতার বার্তা দিতে চাইছেন বলে দিল্লীর কূটনৈতিক সূত্রের খবর।

এদিকে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ স্বার্থ-সংশ্লিষ্ট ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। তবে সূত্রের খবর, জি-২০ সম্মেলন ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যস্ত শিডিউলের কারণে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচি সময়ে বিবেচনায় ঠিক করা হচ্ছে। অধিকতর গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেন আলোচনায় থাকে তা ঠিক করতে কাজ করছে দুদেশের সংশ্লিষ্টরা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে বলেন, দুই পক্ষ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে বৃহত্তর সম্পর্কের পুরো ধারাটি আলোচনায় নাও আসতে পারে।

বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার বিষয় হতে পারে। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশ একসঙ্গে অনেক প্রকল্পের সঙ্গে জড়িত এবং তাদের বাস্তবায়নের সমস্যা আসতে পারে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এরমধ্যে অন্যতম হচ্ছে, টাকা ও রুপির লেনদেন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই’র মধ্যে সমঝোতা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, যে তিনটি সমঝোতা স্মারক হবে, তা হলো কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, সাংস্কৃতিক চুক্তির মেয়াদ ২০২৩ থেকে ২৫ পর্যন্ত বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংক ও এনপিসিআইর মধ্যে সমঝোতা স্মারক। তিনি বলেন, ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হলে দুই পক্ষের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি-টাকায় পারস্পরিক লেনদেনের কাজ সহজ হবে।


আরও খবর



আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ঘটে।

দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিহাসের অতুলনীয় ব্যক্তিত্ব। অন্য ধর্মাবলম্বীরাও তাকে মানবজাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংস্কারক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলা হত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন।

এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।


আরও খবর



নবীনগর ভোলাচংয়ের দীঘি ভরাটের সময় ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর পৌরসভার ভোলাচং হাইস্কুলের পাশের দীঘিটি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকালে। ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান সরেজমিনে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ড্রেজার মেশিন জব্দ করার নির্দেশ দেন তিনি।এদিকে ইউএনও'র আগমন ও বালি ভরাটের বন্ধের খবরে স্থানীয়রা বেশ খুশি।

এলাকাবাসী জানায়, গত ১ মাস যাবত ভোলাচং চৌধুরী পাড়ার কয়েকশো পরিবার জলাবদ্ধতায় আটকে আছেন।পৌর কর্তৃপক্ষের ভাষ্যমতে সামনের সপ্তাহে ড্রেনেজ ব্যবস্থা চালু হয়ে জলাবদ্ধতা দুর হয়ে যাবে। তবে দিঘীটি ভরাট হয়ে গেলে এখানকার বাসীন্দাদের বছরের পুরোটা সময় দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী আরো জানান, কোন উপায়ে যেনো দীঘিটি ভরাট করা না হয় সংশ্লিষ্টদের নিকট জোর দাবি তাদের। অভিযানের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর