Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কী কথা হলো, জানালেন সিইসি

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য যুক্তরাজ্য তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে। আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক, গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহারসহ বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার কোনো প্রশ্ন নেননি।

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।


আরও খবর



তানোরে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৭৬জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে  আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, অতিথি হিসেবে ছিলেন, টিএইচও বার্নাবাস হাসদাক, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা বেগম, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন, সরনজাই ইউপির প্যানেল চেয়ারম্যান সইবুর রহমান, মুন্ডুমালা পৌর প্যানেল মেয়র আতিকুর রহমান বাবু, প্রমুখ। এসময় পৌর, ইউপি সচিব, কাউন্সিলর মেম্বারসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত,, প্রথমবারের মত জাতীয়  স্থানীয় সরকার দিবস উপলক্ষে গত রবিবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মেলার শুভ উদ্ধোধন করা হয়।

আরও খবর



স্ত্রী'র মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃবাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও নতুন মুখের কারিগর  সোহানুর রহমান সোহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে তিনিও ইহলোক ত্যাগ করেছেন।

গতকাল (মঙ্গলবার) ব্রেণ স্ট্রোকে স্ত্রী মারা যাবার পর তাঁকে টাঙ্গাইলে দাফন করে আজ (বুধবার)তিনি ঢাকায় উত্তরার বাসায় ফিরে আসেন। দুপুরের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় তাঁকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না দেয়ায় সাথে সাথে তাকে উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে সিনেমা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



টাঙ্গাইলে সমাজ-সেবার উদ্যোগে বয়স্ক ভাতা প্রাপ্তদের যাচাই বাছাই চলছে

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে সমাজ-সেবা কার্যালয়ে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা প্রাপ্তদের যাচাই বাছাই চলছে।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে কয়েক শতাধিক বয়স্ক ভাতা,প্রতিবন্ধী, বিধবা প্রাপ্তদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এসময় প্রকৃত ভাতা প্রাপ্তরা প্রতিবন্ধী কিনা এবং বিধবারা স্বামী পরিত্যাক্তা রয়েছে কিনা সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

যাচাই-বাছাই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার ফজর আলী, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সিদ্দিক হোসেন,  মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, যুবলীগ নেতা ওবায়দুল হক মুকুল, শহীদুল ইসলাম, কবীর হোসেন, শামছুর রহমান স্বপন প্রমূখ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image
হাবিবুর রহমান:দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ খিঃ , ২৮শে আগস্ট সোমবার বেলা ১০ঃ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল , বিশেষ অতিথি ছিলেন -জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার , জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এস এম কাদেরী শাকিল। সভাপতিত্ব করেন -জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল । মডারেটর ছিলেন - মোঃ মাসুদ রানা বিচারকমন্ডলী ছিলেন- মোঃ শাহীন সরকার , শেখ মশিউর রহমানও মোছাঃ সাবিনা খাতুন । বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার প্রথম রাউন্ডে ৮ টি স্কুলের মধ্যে ৭ টি স্কুল অংশগ্রহন করেন- কুষ্টিয়া জিলা স্কুল , লাহিনী মাধ্যমিক বিদ্যালয় ,আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,কুষ্টিয়া হাইস্কুল ,কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট স্কুল (অনুপস্থিত )। সেমিফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুষ্টিয়া হাইস্কুল । ফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । চ্যাম্পিয়ন হয়েছেন পক্ষের কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছেন বিপক্ষের কুষ্টিয়া জিলা স্কুল । সেরা বক্তা নির্বাচিত হয়েছেন উমামা জামান দলনেতা কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি পার্থ প্রতিম শীল  সকল বিজয়ীদের হাতে পুরুস্কার ও ক্রেস্ট তুলে দেন এবং অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

আরও খবর



‘আমি একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম’

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। শত প্রলোভনের মুখে এবং বারবার কারাবরণ করা সত্ত্বেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।

শেখ হাসিনা আরও বলেন, ‘তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন। তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।

প্রধানমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।


আরও খবর