Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

বিশ্বনবী কঠিন বিপদে যে দোয়া পড়তেন

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৯৭জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক:মানুষ যতদিন বেঁচে থাকবে সুখ-দুঃখ, বিপদ-মুসবিত ততদিন থাকবে। বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের ওপর বিপদ-মুসিবত পতিত হয়। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন।

তবে বিপদে পড়লে মহানবী হযরত মুহাম্মদ (সা) আমাদের ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন।

আরবি দোয়া : «إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا».

বাংলা উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।

বাংলা অর্থ : আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।” (মুসলিম ২/৬৩২, নং ৯১৮)

রাসুলুল্লাহ (সা.) যখনই কোনো কঠিন বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। এ সময় রাসুলুল্লাহ (সা.) বলতেন-

আরবি দোয়া : - أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

বাংলা উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই ইয়াহদুরুন। (আবু দাউদ)

বাংলা অর্থ : আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে, তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই না আসতে পারে।

সুতরাং প্রতিটি মুমিন মুসলমানের উচিত সর্বাবস্থায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। কারণ, কার বিপদ কখন কীভাবে আসবে সে কথা তো আর আগে থেকে বলা যায় না। তাই সর্বাবস্থায় মহান স্রষ্টার স্মরণে নিজেকে নিয়োজিত রাখা মুমিনের কর্তব্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। তার রহমতের চাদরে আমাদের আবৃত করুন। আমিন।


আরও খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

সৌদি যুবরাজ সালমান ঢাকায় আসবেন

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




জলঢাকায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও অধ‍্যক্ষ মিলে নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে শৌলমারী বাজারে এ মানববন্ধনে জাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন দুলাল, আসাদুজ্জামান নুর আসাদ, রিপন বাবু লাবলু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন, সভাপতি মিন্টু ও অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল মোটা টাকার বিনিময়ে পছন্দের প্রাথী ঠিক করে ফেলেছেন। তাই নিয়োগের বিষয়ে সব তথ্য গোপন রেখেছে। এমনকি সোনালী ব‍্যাংকের একাউন্ট নাম্বার ভুল দিয়েছে। যাদেরকে নিয়োগ দিবে তাদের সঠিক একাউন্ট নাম্বার দিয়ে আবেদন করিয়েছে। তারা আরও বলেন প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নিয়োগের তথ্য নেই। এর আগেও একটি পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও তা অদৃশ্য কারণে বন্ধ রয়েছে। তারা দাবী করে বলেন সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু অর্ধ শিক্ষিত হয়েও কিভাবে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হয়। আমরা ওই মিন্টুর পদত‍্যাগ দাবি করছি। এ বিষয়ে অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সভাপতি বলেন ব‍্যাংক একাউন্ট নাম্বার ভুল আছে আমরা এটা পত্রিকায় সংশোধনী দেবো। 


আরও খবর



বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: দীন মোহাম্মদ দিলু

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টার :বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়ন করেছে এবং এ সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য  দীন মোহাম্মদ দিলু।শনিবার সকালে  ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা কোটবাড়ী এলাকায় শিক্ষা সফরে যাত্রা শুরু আগে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার তাই বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই  তুলে দেওয়া হয়। ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল হালিমের সভাপতিত্বে শিক্ষা সফরে আরো উপস্থিত ছিলেন ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য আবু সাঈদ মিয়া,বাসির উদ্দিন সহ স্কুলের শিক্ষক , শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।



আরও খবর



দেশে বোমাবাজি, আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়া হবে: নানক

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে ২০১৪ সালের মতো আবারও দেশে বোমাবাজি, আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে

শনিবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক

সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে সেই দণ্ডিত আসামি কোনোদিন এই বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের জন্য উপদেশ এবং নির্দেশ দিতে পারে, ষড়যন্ত্র করতে পারে কিন্তু জনগণ আপনাদের সঙ্গে ছিল না, ভবিষ্যতেও থাকবে না

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে দিন-তারিখ দিয়ে লাভ নেই সংবিধান সম্মতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা এই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি নেতারা বলে পদত্যাগ করতে হবে কিসের পদত্যাগ? কার জন্য পদত্যাগ? কি হইছে দেশের যে পদত্যাগ করতে হবে? শুক্র, কত ঈদ, কত পূজা, কত দিনক্ষণ দিলেন, সর্বশেষ বললেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথামতো দেশ চলবে শেখ হাসিনার নেতৃত্বেই দেশ চলেছে

সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে হওয়া দেশের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরেন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি


আরও খবর



ছড়িতে বিজিবির দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তির মুক্তির দাবিতে গণসমাবেশ

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তি:খাগড়াছড়ির পানছড়িতে জনসাধারণের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিকে নিঃশর্ত মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার রক্ষা কমিটি।

শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় লোগাং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিজিবি কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক সুমন চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে গণ অধিকার রক্ষা কমিটির আহব্বায়ক কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক রমেল মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান কিরন ত্রিপুরা, গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব সুজাতা চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, নারী অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি সমিত্রা ত্রিপুরা, কার্বারী এসোসিয়েসনের সভাপতি হেমরঞ্জন চাকমা প্রমুখ।

সমাবেশে কালাচাঁদ চাকমা বলেন, রাষ্ট্রীয় আধা সামরিক বাহিনী বিজিবিকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই। কিন্তু  বিজিবির মধ্যেকার কতিপয় ব্যক্তি দুষ্কৃতিকারী কার্যকলাপ আমরা ঘৃনা করি ও নিন্দা জানাই। বিজিবি কর্তৃক যদি সাধারণ মানুষের টাকা কেড়ে নেওয়া না হত, বিজিবি সঠিক দায়িত্ব পালন করতো এবং তাদের কর্যকলাপ যদি ভালো হতো তাহলে গত ২৪ সেপ্টেম্বর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। বিজিবি ও সাধারণ মানুষের মধ্যেকার সমস্যা সৃষ্টি হতো না। আমরা বিজিবির এমন ন্যাকারজনক কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা প্রশাসনের কাছে একটা সুষ্ঠু সমাধান আশা করেছিলাম।  কিন্তু প্রশাসন তা করেনি, আমরা সুষ্ঠু সমাধান পাইনি। প্রশাসন সমাধান না করে উল্টো জনগণের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। যার কারণে আমরা নিজেকে এবং পানছড়িবাসীকে সুরক্ষার জন্য গণঅধিকার রক্ষা কমিটি গঠন করতে বাধ্য হয়েছি। এ কমিটি পানছড়িবাসীর ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।

তিনি আশঙ্কা প্রকাশন করে বলেন, সামনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান এবং হিন্দু ধর্মাবলম্বীদেরও দুর্গাপূজা। এ পরিস্থিতি জিইয়ে থাকলে এ বছর পানছড়িবাসী এ উৎসব উপভোগ করতে পারবো না। শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে ৬ শতাধিক মানুষের নামে হয়রানিমমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। প্রশাসন এ উৎসবকে কেন্দ্র করে তৎপরতা বাড়াবে আটক করবে। কাজেই, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বিজিবি কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা আগামী ১৫ অক্টোবরের মাধ্যে প্রত্যাহার করা না হলে তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।সমাবেশে মনিন্দ্র লাল ত্রিপুরা বলেন, গত ২৪ তারিখে বিজিবি কর্তৃক দুই জনকে আটক করে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা অন্যায়। এ অন্যায়ের বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করার সময় বিজিবি সদস্যরা জনগণের ওপর হামলা চালায়। এতে বিজিবির গুলিতে একজন আহত হয়েছিল। বিজিবি যদি মানুষের বন্ধু হতো তাহলে এমন ন্যাকারজনক কর্মকাণ্ড ঘটাতো না। বিজিবি তাদের ভূল না শুধরে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা স্পষ্ট করে বলছি, সাধারণ মানুষের নামে বিজিবি যে মামলা করা হয়েছে তা যদি প্রত্যাহার করা না হয় তাহলে ভবিষ্যতে যে কোন পরিস্থিতির দায় তাদেরকে নিতে হবে।

তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত সুমন চাকমাকে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
সুজাতা চাকমা বলেন, আজ আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। গত ২৪ তারিখ বিজিবি কর্তৃক ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। বিজিবি বলছে আটককৃত দুই ব্যক্তি টাকার উৎস, ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়েছে। আমরা বলতে চাই এক জন ব্যক্তির নিকট ১২ লক্ষ কেন ১২ কোটি টাকাও থাকতে পারে।

তিনি আরো বলেন, শাসকগোষ্ঠীর আমাদের ওপর, জনগণের ওপর অন্যায় করছে, অত্যাচার চালাচ্ছে। আমরা একজন মানুষ হিসেবে এই অন্যায় অত্যাচর কখনো মেনে নিতে পারি না। আমাদের বসে থাকার কোন সুযোগ নেই। ভবিষ্যতে যদি কোন জনগণের ওপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয় তাহলে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা সংগঠিত হয়ে অংগ্রহণ করবেন।পানছড়িতে বিজিবি কর্তৃক সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে মন্তব্য করে সুজাতা চাকমা বলেন, পানছড়ি উপজেলায় বিভিন্ন জায়গায় পাহাগিরা নানাভাবে হয়রানি শিকার  হচ্ছে। বিজিবির হয়রানিতে পাহাড়িরা ঠিকমত ব্যাবসা করতে পারছে না, আমাদের কষ্টে জমানো টাকা ভোগ করতে পারছি না।  সরকার কর্তৃকও পাহাড়িরা বৈষম্যের শিকার হয়।তিনি সকল পরিস্থিতিতে মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লাড়াই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে হেমরঞ্জন চাকমা বলেন, গত ২৪ সেপ্টেম্বর জনগণের প্রতিরোধ সংগ্রামের সাহসীকতাকে অভিবাদন ও কৃতজ্ঞ প্রকাশ করছি। আগামীতে এ রকম কিছু হলে, কোন সমস্যা দেখা দিলে সকলকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের পাশে মানুষ দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা যদি একে অপরের সহযোগিতা না করি তাহলে আমাদের ওপর শাসকগোষ্ঠী প্রতিনিয়ত নির্যাতন করতে থাকবে।

তিনি আরো বলেন, ২৪ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রকৃত সত্য আড়াল করে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। পানছড়িবাসীর সম্প্রীতিকে বিনষ্ট করার পাঁয়তারা চলাচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ লোগাং বিজিবি ক্যাম্পে এক ব্যবসায়ির সাড়ে ১২ লক্ষ টাকা জব্দসহ দুই ব্যক্তিকে অন্যায়ভাবে আটকের ঘটনার জের ধরে এলাকাবাসীর সাথে বিজিবি সদস্যদের ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বিজিবি ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০০/৬০০ জনকে আসামি করে হয়রানিমূলক মামলা দায়ের করে।


আরও খবর



হল ছাড়তে বলায় গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নিজের দখলে অবৈধভাবে রাখা সিট ছাড়ার নির্দেশ দেওয়ায় হল গেটে তালা দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমাতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নির বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় প্রক্টরিয়াল বডির সদস্য গেলে তালা খুলে দেন তারা।

এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা বলেন, বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক পড়ালেখা শেষ। তারপরেও সে হলে সিট ধরে রেখেছে। এমনকি কক্ষের আলাদা একটি সিটেও কাউকে ওঠতে দেয় না। এদিকে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না। তাকে বিষয়টি একাধিকবার বলা হলেও সেটা মানেনি। সে পদের বলে হলে থাকতে চায়। ওই ছাত্রী বলে সে এমফিল করবে কিন্তু এখানে এমফিল শিক্ষার্থীর জন্য কোনো সিট নেই।

জানা গেছে, তন্নী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের সভাপতি। তিনি রহমতুন্নেসা হলের ৪৫৯নং কক্ষে থাকেন। ছয় মাস আগে তার একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে। ফলে তার সিটে অন্য ছাত্রীকে এলোট দিয়েছেন হল প্রশাসন। তবে সিট ছাড়তে রাজি নন এই নেত্রী। এ নিয়ে একাধিকবার তাকে নোটিশ করেছে হল প্রশাসন।

হল ছাত্রলীগের সভাপতি তামান্না তন্নি বলেন, আমি হল ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছি। বিভিন্ন প্রয়োজনে ছাত্রীরা আমার কক্ষে আসে। তাই প্রাধ্যক্ষই একটি সিট ফাঁকা রাখতে বলেছিলেন। এখন তিনি ছাত্রলীগকে বিতর্কিত করতে এসব করছেন। এমনকি হলের জুনিয়র ছাত্রীদের দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিতর্ক ছড়ান তিনি।

হলে এমফিল শিক্ষার্থীদের থাকার সুযোগ না থাকলেও সিটে ধরে রাখার ব্যাপারে জানতে চাইলে এ নেত্রী জানান, আমি হলে রাজনীতি করি। এ হলে না থাকলে কর্মীদের কীভাবে নিয়ন্ত্রণ করব। তাই সংগঠনকে গতিশীল রাখতে এ সিটে থাকার কথা বহুবার প্রাধ্যক্ষকে জানিয়েছি।


আরও খবর