Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ তামিমকে বাদ দিয়ে

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৯১জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশের বিশ্বকাপ দল অবশেষে ঘোষণা হলো।সাকিব আল হাসান দলের নেতৃত্ব দেবেন ।বহূল প্রতীক্ষিত মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখা হয়েছে । বাদ পড়েছেন তামিম ইকবাল।

বিশ্বকাপের দল ঘোষণা করতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তামিম ইকবালকে দলে রাখা নিয়ে গত কদিন ধরেই চলছিল দর কষাকষি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দেওয়া হলো ১৫ সদস্যের দল।

বিশ্বকাপ সুপার লিগের পুরোটা সময় তামিম ইকবালের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তার অধিনেই সুপার লিগে সেরা তিনে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। 

তবে ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন দল থেকে। যদিও চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ব্যাটিং না করলেও দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। সেদিন সংবাদ সম্মেলনে নিজেই জানান এখনো যে তিনি পুরোপুরি ফিট না। 

এদিকে গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফর্ম করায় দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ একটা সুযোগ দেওয়া হয় চলমান নিউজিল্যান্ড সিরিজে। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। 

সাকিব, রিয়াদ, মুশফিকদের সঙ্গে এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে দল। যে দলে রাখা হয়েছে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।  

বাংলাদেশের বিশ্বকাপ দল: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।


আরও খবর



বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত দিতে পারবে না: কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও একতরফাভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত দিতে পারবে না। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে একমত নয়।

বিএনপির ঢাকা অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল পর্যন্ত পায় ৬০০ যানবাহন পোড়ানো হয়েছে। দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলন-অগ্নিসন্ত্রাসে পুলিশবাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি ২৫০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহনকারী একটি কার্ভাডভ্যান পোড়ানো হয়েছে। এতে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে। এখন মুরগির বাচ্চাও তাদের (বিএনপি) শত্রু। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র, সেটা নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা।

ওবায়দুর কাদের বলেন, এরা যখন মুরগির বাচ্চাকেও টার্গেট করেছে, এদের গুপ্ত হামলার টার্গেট আরো বিস্তৃত হতে পারে। আরও ভয়াবহ রূপ নিতে পারে। নির্বাচন বানচালের জন্য এরা মরিয়া হয়ে উঠছে।

জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা আলোচনার সুবিধার্থে বৈঠক করেছি। এরকম বৈঠকে দলীয় নেতাকর্মীদেরও অনেক আগ্রহ থাকে। এজন্যই আমরা গোপন করার চেষ্টা করেছি। তবে আপনারা সাংবাদিকেরা তো জানতে পারছেন। গতকালের আলোচনা রাজনৈতিক আলোচনায় সীমাবদ্ধ ছিলো।

ওবায়দুল কাদের বলেন, আমরা যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আমাদের সহযোগিতা, সম্পর্ক আরও জোড়দার করার তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের সাথে বৈঠক হয়েছে। জাতীয় পার্টির সাথে বসেছি। মূল বিষয় ছিলো নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, গুপ্ত হত্যা প্রতিহত করবো ভোটারদের নিয়ে।

তিনি বলেন, আমরা নির্বাচনমুখী অংশগ্রহণকারী দল, এদের মধ্যে সমন্বয় থাকা দরকার, ঐক্য থাকা দরকার। নির্বাচনকে পিসফুল, ফ্রি ফেয়ার করার অঙ্গীকার আমাদের রয়েছে। এখানে লুকোচুরির কোন ব্যাপার নেই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক আলোচনায় আমাদের হয়েছে।


আরও খবর



ডেমরায় অবরোধ ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের নেতৃত্বেবিএনপি-জামায়াতের অবৈধ হরতাল,অবরোধ, অগ্নি সন্ত্রাস ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরা থানার বিভিন্ন এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।  অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, বাংলাদেশের মানুষ নাশকতাকে কখনোই সমর্থন করেনা। একারণে তারা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবরোধের নামে যে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে তাকেও প্রত্যাখ্যান করেছে। 

বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে সোমবার সকালে ডেমরা ষ্টাফ কোয়াটার, আমুলিয়া,ঠুলঠুলিয়া, মেন্দিপুর এলাকায় ৭০ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আতিক মার্কেট এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা আতিক মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। 

এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে কোনভাবেই সফল হতে না পারে সেজন্য প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু, যুবলীগ নেতা ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মাতব্বর আনিস বেপারী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী।


আরও খবর



আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে: মহিদ উদ্দিন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, বাসে আগুন ঠেকাতে ৩০টি জায়গায় আমাদের পুলিশ দায়িত্ব পালন করছে। রাজধানীতে ছোটবড় ৫০০টি মোড় রয়েছে। সব জায়গায় তো আর পুলিশ থাকতে পারবে না, তাই একেকবার একেক জায়গায় তারা দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে। এখন তাদের নির্দেশ মতো আমরা কাজ করব। নির্বাচনকালীন যে ধরনের নিরাপত্তাব্যবস্থা দরকার, বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সে কার্যক্রম চলবে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন থেকে যে কাজগুলো করতে বলবে তা আমরা করব।

তিনি বলেন, যারা বিস্ফোরকদ্রব্য জোগাড় করতে চায় তারা ঝুঁকি নিয়েও জোগাড় করে। জনজীবনের জন্য জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয়। সে কারণে আমরা প্রতিটি জায়গায় তা বিক্রি বন্ধ করে দিতে পারি না। বরং সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি যাতে লুজ (খোলা) বিক্রি না হয়। যারা নাশকতা করছে তারা কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, টেপ নিয়ে আসে। এগুলো নিষিদ্ধ কোনো বস্তু নয়।


আরও খবর



আগুন কেড়ে নিলো প্রতিবন্ধি বিধবা মনোয়ারা বেগমের মাথা গোঁজার ঠাই

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি:আগুন কেড়ে নিলো প্রতিবন্ধি বিধবা মনোয়ারা বেগমের (৬৫) মাথা গোঁজার ঠাই। অল্পের জন্য রক্ষা পেল তিনটি জীবন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে আমতলী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামে। জানাগেছে, আমতলী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামের মৃত্যু পনু আকনের শারীরিক প্রতিবন্ধি বিধবা স্ত্রী মনোয়ারা বেগম দুই নাতনি মিম ও ফারজানাকে নিয়ে একটি টিন সেডের ঘরে বসবাস করে আসছে।

বৃহস্পতিবার রাতে ওই ঘরে তারা ঘুমিয়ে ছিল। বিদ্যুতের সট সার্কিট থেকে ওই রাতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পরে। আগুনের তাপ পেয়ে বিধবা মনোয়ারা, শিশু মীম ও ফারজানা ঘুম থেকে জেগে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে আমতলী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে বিধবার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বিধবাকে আর্থিক সহায়তা ও মুজিব বর্ষের আশ্রায়নের ঘর দেয়ার আশ্বাস দেন।

বিধবা মনোয়ারা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যাল অইয়্যা গ্যাছে। ব্যাডার আলহে একটু ঘর হেডাও পুইর‌্যা গ্যাছে। মুই এ্যাহন কোম্মে থাকমু। ম্যানে না উডাইলে মুই ও মোর দুই নাতনি পুইর‌্যা মইর‌্যা যাইতাম। আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা বলেন, বিধবা মনোয়ারা বেগমের আর কিছুই রইলো না। তার  স্বামীর শেষ সম্বল মাথা গোজার ঠাঁইটুকু আগুনে পুড়ে গেছে। তিনি আরো বলেন, বিধবা মনোয়ারাকে মুজিব বর্ষের একটি ঘর দিলে শেষ জীবনে ভালোভাবে কাটাতে পারবে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বিধবা নারীকে আর্থিক সহায়তা করা হবে। তিনি আরো বলেন, ওই বিধবা প্রকৃত ভুমিহীন হওয়ার তাকে মুজিব বর্ষের আশ্রায়ণ প্রকল্পের ঘর দেয়া হবে।


আরও খবর



আজ থেকে গাজায় কার্যকর যুদ্ধবিরতি

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

দেশটি আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে ৪ দিন।

এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন জিম্মি সন্ধ্যায় মুক্তি পাবেন। এ সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের, তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সে অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।

তিনি আরও বলেছেন, গতকাল (বুধবার) দিনব্যাপী যে আলোচনা হয়েছে সেটি আজ সকাল পর্যন্ত চলমান ছিল। এতে যুক্ত ছিল মিশর এবং যুদ্ধের অন্যান্য পক্ষগুলো। আলোচনা ভালোভাবে হয়েছে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক ছিল।

কাতারের এ কর্মকর্তা আরও বলেছেন, আলোচনার ফলাফল অবশ্যই ছিল যুদ্ধবিরতির চুক্তি পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা সবসময় বলেছি এমন কিছু প্রয়োজনীয় যেটি বাস্তবসম্মত এবং জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩