
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
গতকাল ১৯ জুন রবিবার ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, হাজী মোঃ মনির হোসেন, আলহাজ¦ মোজাম্মেল হক মিলন ভুঁইয়া, শামীমা সুলতানা উমা, শিক্ষানুরাগী আতাউর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা বলেন, শিক্ষার বিকল্প নেই। দেশের সকল শ্রেণির মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।
ফলাফল সন্তোষজনক করতে হবে। শিক্ষার্থীদের পাঠ গ্রহণে ও শিক্ষকদের পাঠ প্রদানে মনোযোগ দিতে হবে। তবেই শিক্ষা জাতির মেরুদন্ড হিসেবে পরিণত হবে।