
খবর প্রতিদিন ২৪ডেস্ক : একটা সময় বলা হতো শচীন টেন্ডুলকারের সব রেকর্ড ছাড়িয়ে যাবে কোহলি । লম্বা সময় ধরে অফ-ফর্মে ছিলেন বিরাট কোহলি। সেই খারাপ সময়ে তাকে নিয়ে কত হাসাহাসি হলো।
কিন্তু বিরাট আবার ফর্মে ফিরেছেন, ফিরেই করে চলছেন একের পর এক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ভাগ বসান ওয়ানডেতে শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ডে। এক ম্যাচ বাদে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে পেছনে ফেললেন শচীনকে।
ম্যাচের ৪২তম ওভারের চতুর্থ বল। লকি ফার্গুসনকে স্কয়ার লেগের দিকে খেলে ডাবলস। ক্যারিয়ারের পঞ্চাশতম শতক। কিউইদের বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও এক বিশ্বকাপে শচীনের করা সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন বিরাট।
২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত। সেবার টেন্ডুলকার করেছিলেন ৬৭৩ রান। ১টি শতকের সঙ্গে ৬টি অর্ধশতক ছিল লিটল মাস্টারের। কোহলি ৩টি শতকের সঙ্গে এখন পর্যন্ত করেছেন ৫টি অর্ধশতক।