Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিরামপুরে শিশুকে ধর্ষণের চেষ্টাঃধর্ষক পলাতক

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃবিরামপুর পৌর শহরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গুরুত্বর আহত শিশুটিকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ ইনছান আলী (৬৫) পলাতক রয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) ১১টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া জানান, রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিরামপুরস্থ মির্জাপুর নূরানী কালিমুল মাদ্রাসা থেকে শিশুটি বাড়ী ফিরছিল। বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে বিরামপুর বিজুল মাগুরাপাড়া গ্রামের মৃত: রিয়াদ আলীর ছেলে কাঠমিস্ত্রী বৃদ্ধ ইনছান আলী (৬৫) পৌর শহরের মির্জাপুরস্থ পারভেজ নার্সারীতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্ত বৃদ্ধ কাঠমিস্ত্রী ইনছান আলী পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুল ইসলাম শিশুটির অবস্থা গুরুত্বর দেখে তাকে দুপুর ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান। (৭) বছর বয়সী ঐ শিশুটি বিরামপুর পৌর শহরের  মির্জাপুরস্থ নূরানী কালিমুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে জন্য পুলিশী  অভিযানে অব্যাহত রয়েছে।


আরও খবর



মানিকছড়িতে চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৬জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ সহ   দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মোটরসাইকেল জব্দ

চলমান পরিস্থিতিতে অত্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ   সবোর্চ্চ সতর্ক অবস্থানে আছে। এরোই ধারাবাহিকতায় অদ্য 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  সুদক্ষ দিক-নির্দেশনায়   মানিকছড়ি থানার উপ-পরির্দশক  এসআই ;(নিঃ) এন্তেজারুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ মানিকছড়ি  থানা এলাকায়  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন মহামুনি বাজার এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে,  দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মাটিরাঙ্গা থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে এমন সংবাদের ভিত্তিতে  যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় আসামী মো. হেদায়েত(২৪), মো. মনির হোসেন (২৩)কে ৩০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো. হেদায়েত(২৪), 
গোমতি ইউনিয়নের বাসিন্দা মো.আদম আলী  এর ছেলে।মো. মনির হোসেন (২৩)মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া ২নং ওয়ার্ডের মো.জামাল হোসেন এর ছেলের। থানা পুলিশ জানান আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রত্রুিয়াধীন রয়েছে। 

আরও খবর



অসময়ে বৃষ্টি তানোরে আলু চাষীদের সর্বনাশ

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে প্রতিনিধি:অসময়ে  গুড়িগুড়ি টানা দিন রাতের বৃষ্টিতে রাজশাহীর তানোরে আলু চাষীদের মাথায় হাত পড়েছে। রোপনকৃত প্রায় জমিতে প্রচুর পানি জমে রয়েছে। আর জমে থাকা পানি বের করতে কোমর বেধে নেমে পড়েছেন চাষীরা। কিন্তু পানি বের করার কোন উপায় নেই। সব জমিতেই পর্যাপ্ত পানি। আর এসব পানি দ্রুত সময়ের মধ্যে বের না হলে পচে নষ্ট হয়ে যাবে। এতে করে আলু চাষীদের কপালে পড়েছে চরম ভাজ, সেই সাথে জমি থেকে পানি নামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়ছেন। 

সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের কৃষক জামিল, সেলিম, রেজাউলসহ চাষীরা জমি থেকে পানি বের করার জন্য সকাল থেকে থালা, গামলা দিয়ে পানি বের করার চেষ্টা করছেন।চাষী জামিল জানান, ৫ বিঘা জমিতে আলু রোপন করে গত মঙ্গল ও বুধবারে  সেচ দেয়া হয়েছিল। কিন্তু বুধবার রাত ও বৃহস্পতিবার দিন রাতে গুড়িগুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির কারনে জমিতে প্রচুর পরিমানে পানি জমে গেছে। বের করার কোন ব্যবস্থা নেই। শুক্রবার ও শনিবারের মধ্যে পানি বের না হলে পচে নষ্ট হয়ে যাবে। 

রেজাউল নামের আরেক কৃষক বলেন তিন বিঘা জমিতে আলু লাগিয়ে প্রথম সেচ দেয়ার পর এমন মড়কে পড়েছি।সেলিম নামের আরেক কৃষক বলেন, আমার ৭ বিঘা ভায়ের ১২ বিঘা আলুর জমিতে থইথই করছে পানি। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। তবে লীজ নিয়ে যারা রোপন করেছেন তাদের খরচ আরো বেশি হবে। 

পাঁচন্দর ইউপির কৃষক লুৎফর রহমান বলেন, ৪৫ বিঘা জমিতে সেচ দিয়েছিলাম। জমিতে প্রচুর পানি বের করার কোন উপায় নেই। হাবিবুরের ৩০ বিঘা, সেহেরুলের ১০ বিঘা, সারোয়ারেরে ৪০ বিঘাসহ প্রায় প্রতিটি কৃষকের আলুর একই অবস্থা। তিনি আরো বলেন, যে সব চাষীরা সেচ নিয়েছিল তাদের সমস্যা। এমনকি দ্রুত জমি থেকে পানি বের না হলে পচে যাবে এবং ফলনও কম হবে। বিঘায় এখন পর্যন্ত নিম্মে ৪০ হাজার টাকা থেকে ঊর্ধ্বে ৪৮ হাজার টাকা খরচ হয়েছে।

কৃষকরা জানান, আলু রোপনে এবার সব চেয়ে বেশি খরচ হয়েছে। কারন জমি লীজ, সার কীটনাশকের বাড়তি দামের কারনে এতবেশী খরচ গুনতে হয়েছে। গত বুধবার সারাদিন সূর্যের আলোর দেখা নেই। রাত থেকে ও বৃহস্পতিবার দিন রাতে গুড়িগুড়ি বৃষ্টির কারনে জমির প্রচুর পরিমানে পানি জমে আছে। শুক্রবার সকালের দিকে মাঝে মাঝে সূর্যের আলো দেখা গেলেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ। প্রচন্ড খরতাপ হলে দ্রুত পানি সুখিয়ে যাবে, আর এরকম আবহাওয়া থাকলে আলু পচে নষ্ট হবে যেমন, ঠিক তেমনিভাবে ফলনের চরম বিপর্যয় ঘটবে।  তবে আলু সর্বনাশ হলেও সরিষার জন্য উপকার হয়েছে।

মাহাম নামের এক কৃষক তার জমির ছবি ফেসবুকে দিয়ে বলেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস। তিনি আরো বলেন, আট বিঘা জমিতে আলু রোপন করার পর চারদিনের মাথায় সেচ দেয়া হয়। সেচ দেয়ার পরেই বৃষ্টিতে সর্বনাশ হয়ে গেছে। একবার জমিতে গিয়ে এমন অবস্থা দেখে আর যেতে ইচ্ছে হয়নি। আট বিঘায় প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। গত মৌসুমের লাভ দেখে আলু রোপন করে যেন পথে বসতে হল।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবারে আলু রোপনের লক্ষমাত্রা ১৩ হাজার ৫০০ হেক্টর জমি। এপর্যন্ত রোপন হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। যে সব জমিতে সেচ দেয়া হয়েছিল ওই সব আলুর জমি ক্ষতি হবে। জমি থেকে  দ্রুত পানি বের করতে পারলে ক্ষতির পরিমাণ কম হবে। পানি বের করতে না পরলে লোকসানের মুখে পড়বে চাষীরা।

আর যারা সেচ নেয়নি তাদের তেমন ক্ষতি হবে না। আবার সরিষাতে উপকার হবে।

আরও খবর



ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমানের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ঢাকা-৫ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ডেমরা-রামপুরা সড়কের পাশে আতিক মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এ সময় আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ডেমরা আমার জন্মস্থান। আমি এই আসনের মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো।  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডজন খানেক প্রার্থী থাকলেও জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

স্থানীয় ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু বলেন, রাজনৈতিক এবং সামাজিক ভাবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক অত্যন্ত জনপ্রিয় এবং যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি,তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় শতশত নারী পুরুষ নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেন।


আরও খবর



তামিমের আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক আজ

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ফিটনেস ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল থাকতেন বাইশ গজের লড়াইয়ে। কিন্তু তামিম ইকবাল এখনও নিজেকে পুরোপুরি ফিট দাবি করতে না পারায় রয়েছেন মাঠের বাইরে। কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে আজ (মঙ্গলবার) দেশসেরা এই ওপেনারের অন্যরকম অভিষেক হয়তে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিমের।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন থাকবেন ধারাভাষ্য কক্ষে। গত কয়েকদিন এ নিয়ে ব্রডকাস্টারের সঙ্গে আলোচনা করছিলেন তামিম।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। তামিম লেখেন, ‘আগামীকাল (বুধবার) বাংলাদেশ এবং নিউ জিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের একটি ছোট অংশ থাকব। আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম পা রাখা! কমবক্স (কমেন্ট্রি বক্সে) প্রথম অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’

কখন ধারাভাষ্যে থাকবেন সেটাও জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার। মধ্যাহ্ন বিরতির পর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত মোট ত্রিশ মিনিট এবং আধঘণ্টা বিরতি দিয়ে দুপুর ১টা ৪০ থেকে চা-বিরতির আগ পর্যন্ত ধারাভাষ্যে পাওয়া যাবে তাকে।

এর আগে বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন তামিম। সে সময় তামিমের সঙ্গে ধারাভাষ্য কক্ষে থাকা আতাহার আলী খান আবারও তামিমকে ধারাভাষ্য কক্ষে পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে লেখেন, ‘মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কমেন্ট্রি বক্সে তামিম ইকবালের সাথে থাকার অপেক্ষায়।


আরও খবর



ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে, নিহত ৩৬

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :একটি বাস খাদে পড়ে ভারতের জম্মু-কাশ্মীরে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।

 প্রতিবেদনে  বলা হয়েছে, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

 ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

 আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

 এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

 তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।’

সূত্র: এনডিটিভি


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩