Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

বিদেশি তামাকের বাজার প্রতিরোধে আইনের বাস্তবায়ন দাবি

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় সিগারেটের নিম্ন স্ল্যাব দেশীয় কোম্পানির জন্য সংরক্ষণ এবং প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি করেছে দেশীয় তামাক কোম্পানিগুলো। আজ শনিবার রাজধানীর সিক্স সিজন্স হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান লোকালি ওন্ড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ রাজস্বের সিংহভাগ আসে মূসক খাত থেকে। আর এই খাতে আহরিত মোট রাজস্বের এক তৃতীয়াংশ আসে দেশের সিগারেট খাত থেকে। প্রধানমন্ত্রী দেশীয় শিল্পের বিকাশ, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, বেকারত্ব দূরীকরণসহ শিল্প বাণিজ্যের উন্নয়নে সব সেক্টরে ইতিবাচক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন। শুধুমাত্র দেশীয় শিল্পের বিকাশ ও স্বার্থ সংরক্ষণের জন্য ২০২১-২২ অর্থবছরে বাজেটে ‘Made in Bangladesh’ স্লোগানে দেশীয় শিল্পকে বিশেষ প্রণোদনা অথবা কর অব্যাহতি/অবকাশ সুবিধা প্রদান করা হয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তা হিসেবে তারাও সিগারেট খাতে অনুরূপ প্রণোদনা ও স্বার্থ সংরক্ষণের নীতি সহায়তা চান।

লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন যে, অর্থমন্ত্রী ২০১৮-১৯ সালের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে দেশীয় কোম্পানীর স্বার্থ সংরক্ষনের জন্য নীতিমালা গ্রহণ করে বলেন, ‘বিদেশী ব্র্যান্ডের সিগারেট শুধুমাত্র মধ্যম এবং উচ্চ স্তরে তৈরি করা যাবে। নিম্ন স্তরে কোন বিদেশি ব্র্যান্ড আমরা Allow  করব না, এটা শুধুমাত্র দেশী শিল্পের জন্য দেশী ব্র্যান্ডের জন্য রিজার্ভ থাকছে।’

এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে জানিয়ে সংগঠনের সেক্রেটারি বলেন, ‘বর্তমান সরকারের আমলে ইতিপূর্বে বাজেটের মাধ্যমে গৃহিত সকল সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন হয়েছে। শুধুমাত্র সিগারেট খাতে শতভাগ দেশীয় মালিকানাধীন শিল্পের সুরক্ষার্থে এবং জাতীয় বৃহত্তর স্বার্থে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের মাধ্যমে অনুমোদিত এই সিদ্ধান্তটি বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে।’

সিগারেট খাতে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা ও বাজারে সুষম বন্টন ব্যবস্থা আনয়নে প্রতিযোগিতামূলক আইন-২০১২ বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।


আরও খবর



বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০তে সিরিজ হারল স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে লড়াই করে হারলেও এ ম্যাচে যেন আত্মসমর্পণ করলেন তামিম ইকবালরা।

আজ শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে। জবাবে সফরকারীদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুজনই শূন্য রানে মাঠ ছাড়েন। তাদের বিদায় করেন স্যাম কারেন। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে মুশফিকুর রহিমকেও (৪) আউট করেন এই পেসার।

বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। চতুর্থ উইকেট জুটিতে তারা ১১১ বলে ৭৯ রান করেন। তবে ২১তম ওভারে এসে বিদায় নেন অধিনায়ক তামিম। মঈন আলীর বলে তুলে মারতে গিয়ে জেমস ভিন্সের ক্যাচে পরিণত হন। ৬৫ বলে ৪টি চারে ৩৫ করেন তিনি।

২৮তম ওভারের শেষ বলে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। আদিল রশিদের বলে বিদায় নেন তিনি। ৬৯ বলে ৫টি চারে ৫৮ করেন সাকিব। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটি। এরপর রশিদের একটি স্পেলে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এই স্পিনার একে একে আফিফ হোসেন (৩২), মাহমুদউল্লাহ রিয়াদ (৩২) ও মেহেদী হাসান মিরাজকে তুলে নেন। পরে ২১ রান করা তাসকিন রান আউট হন। আর মোস্তাফিজ কারানের বলে শূন্য রানে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ইংলিশ বোলারদের মধ্যে ৪টি করে উইকেট ভাগ করে নেন কারান ও রশিদ। মঈন আলী একটি উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে শুরুতে বিদায় করেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে তাসকিনের বলে সল্ট (৭) খোঁচা দিলে স্লিপে নাজমুল হোসেন শান্ত ক্যাচ নেন। দলটির দ্বিতীয় উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান দাভিদ মালানকে ১১ রানে ফেরান এই স্পিনার। ১৬তম ওভারে এলবির ফাঁদে ফেলেন। পরে তাইজুল ইসলামের বলে দ্রুতই মাঠ ছাড়েন জেমস ভিন্স।

ইংল্যান্ড ইনিংসে সেঞ্চুরির দেখা পান ওপেনার জেসন রয়। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ১২তম শতক। অবশেষে ৩৬তম ওভারে ও দলীয় ২০৫ রানে তাকে ফেরান সাকিব আল হাসান ১২৪ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৩২ করা এই ব্যাটারকে এলবি করেন সাকিব। এরপর নতুন ব্যাটার উইল জ্যাকসকে দ্রুত আউট করেন তাসকিন।

৪৪তম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে আউট করেন মিরাজ। ঝড় তোলা এই ব্যাটার ৬৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৬ করে মিরাজকেই ক্যাচ দেন। আরেক আক্রমণাত্মক ব্যাটার মঈন আলীকে ফেরান তাসকিন আহমেদ। এই বাঁহাতি ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ করে লিটন দাসকে ক্যাচ দেন। শেষদিকে ঝড় তোলেন স্যাম কারান। তিনি মাত্র ১৯ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। মিরাজ ২ উইকেট দখল করেন।

আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। যদিও ইংল্যান্ড সিরিজ জিতে যাওয়ায় এ ম্যাচটি কেবল নিয়মরক্ষার হয়ে থাকবে।


আরও খবর



সার্জেন্ট মুজাহিদের অনাগত সন্তানের মুখ দেখা হলো না

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. মুজাহিদ নামের এক পুলিশ সার্জেন্ট। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানার আউটার রিং রোডে এ ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখা হলো না তার।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ বলেন, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে আউটার রিং রোড দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন বলে জানিয়েছেন নগর পুলিশে কর্মরত সার্জেন্ট সাইফুল ইসলাম। 


আরও খবর



সংখ্যালঘুর দোকান ভাংচুর মারপিট লুটপাট যুবলীগ নেতা তারেকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী   মান্দা উপজেলার ভারশোঁ ইউপির জীবন কুমার সাহা নামের এক সংখ্যালঘুর দোকান দেশীয় অস্ত্র নিয়ে  ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। বেধড়ক মারপিটে দোকান মালিক জীবন কুমার সাহা মারাত্মক ভাবে আহত হন। এঘটনায় তিনি বাদি হয়ে তারেক রহমান ও একরামুল সহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনের নামে মান্দা থানায় মামলা দায়ের করেন। গত ৫ ফেব্রুয়ারি রোববার সকালের দিকে ভাঁরশো ইউপির দেলুয়া বাড়ি বাজারে জীবনের দোকানে ঘটে এসব ঘটনা। এদিকে মামলার খবর জানতে পেরে বাদিকে প্রাননাশের হুমকিসহ গুম করে ফেলার হুশিয়ারি দিয়েছেন আসামীরা। এতে করে বাদী সংখ্যালঘুসহ তার পরিবার চরম আতংকে দিন পার করছেন। ফলে এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা আশংকা করছেন  বাদির পরিবার। কারন মামলার ৮ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হয়নি।

মামলার বাদি জীবন জানান, মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন (ইউপির) দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় রাজশাহী শহরের ঠিকাদার রশিদ ১২ শতাংশ জমি কিনে মার্কেট করেন। ওই মার্কেটে আমি ভাড়া হিসেবে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছি। কিন্তু একই মার্কেটে ভারশোঁ ইউপি যুবলীগের সাধারন সম্পাদক তারেক দোকাব করে ও আমার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমনকি তারেক নাকি তার কর্মচারীর মাধ্যমে জায়গাটি কিনেছেন। রশিদও কিনেছেন। বরং রশিদ আগে কিনেছেন। তিনি আরো জানান, খতিয়ানের মালিকরা বিক্রি করেন অনয ব্যক্তির কাছে, এভাবে তিন হাত বদলের পর রশিদ কিনেন। এবং খারিজ করেছেন।

ঠিকাদার রশিদ জানান, মুল মালিকের কাছ থেকে জমি আমি ক্রুয় করিনি। আমি চার নম্বর ক্রেতা। যদি জালিয়াতি হয় তাহলে অন্যরা করেছে, আর এসব প্রমান করতে হলে আদালতে যেতে হবে। 

মামলার এজহারে উল্লেখ,, চলতি মাসের ৫ মার্চ সকালের দিকে দেলুয়াবাড়ি বাজারে জীবনের দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন যুবলীগ নেতা তারেক। হামলার সময় ২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্যাগে রাখা ১৩ লাখ টাকাও নিয়ে নেয় তারেক। দোকানের সাটার বন্ধ করে জীবন ও তার ভাই পেটাই জায়গা ছেড়ে দেওয়ার জন্য। এঘনটায় ওই দিন মামলা থানায় মামলা দায়ের হয়। কিন্তু এত দিনেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় চরম আতংকে সংখ্যালঘু জীবনের পরিবার।

তবে যুবলীগ নেতা তারেক টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হট্রগোল হয়েছে,  জায়গাটি আমার দোকানের কর্মচারী কিনেছেন, কিন্তু দখন ছাড়ছে না জীবন। জায়গা অনেক আগে কিনেছে রশিদ তার দলিলকি বাতিল হয়েছে জানতে চাইলে তিনি জানান, খারিজ বাতিলের আবেদন করা হয়েছে, দলিল জাল প্রমান না হওয়া পর্যন্ত কিভাবে আপনি দাবি করেন প্রশ্ন করা হলে কোন সদ উত্তর দিতে পারেন নি যুবলীগের এই নেতা।

মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে এ আলম সিদ্দিকী জানান, আসামী গ্রেফতারে অভিযান চলছে। 


আরও খবর



দৌলতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৪৩জন দেখেছেন

Image

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দৌলতপুরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। ২৬ মার্চ ২০২৩ (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু করে দৌলতপুর উপজেলা প্রশাসন।সকাল ৬:৩০ মিনিটে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,দোয়া ও মোনাজাত করা হয়। 

শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাহীদুল ইসলাম, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(আঃদাঃ)মোস্তফা হাবিবুল্লাহ,সরকারি বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন বিদ্যালয়,কলেজ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন,সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ,মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের (ভারপ্রাপ্ত)কমান্ডার মুক্তিযোদ্ধা হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার বৃন্দ।


আরও খবর



গলাচিপায় এসএসসি ও দাখিল প্রস্তুতি মূলক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং গলাচিপা স্কিল ল্যাব এর বাস্তবায়নে এসএসসি ও দাখিল প্র¯‘তিমূলক পরীক্ষা-২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ। এছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন।





আরও খবর