Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বছরের প্রথম নয় মাসে হুয়াওয়ের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ

প্রকাশিত:রবিবার ২৯ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৯৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০২৩ সালের প্রথম নয় মাসের ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে হুয়াওয়ের আয়ের পরিমাণ ছিল ৪৫৬.৬ বিলিয়ন চীনা ইউয়ান অর্থাৎ বাংলাদেশি প্রায় ছয় লক্ষ সাতাশি হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় বেড়েছে দুই দশমিক চার শতাংশ বেশি। একই হিসাবে গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।

এ বিষয়ে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, “কোম্পানির পারফরম্যান্স আমাদের পূর্বানুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের ওপর আস্থা রেখে সমর্থন জুগিয়ে চলার জন্য আমি আমাদের গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ জানাতে চাই।

সামনে এগিয়ে যাওয়ার জন্য, আমরা গবেষণা ও উন্নয়নে (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) আরও বিনিয়োগ বাড়াব, যাতে আমাদের পণ্য ও পরিষেবাগুলোকে আরও বিস্তৃত করতে পারি এবং একটি নতুন মাত্রায় নিয়ে যেতে পারি। বরাবরের মতো, আমাদের লক্ষ্য হলো, আমাদের গ্রাহক, সহযোগী এবং সমাজের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করা।”


আরও খবর



জাস্টিন ট্রুডো যে বার্তা দিলেন ইসরায়েলকে

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে নারী-শিশু হত্যা বন্ধ করতে বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার (১৫ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় মাস আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের তীব্র সমালোচনায় সরব হলেন ট্রুডো। যদিও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে এর আগে জানিয়েছিল কানাডা।

তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মতো কানাডাও এখন গাজায় ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাস্টিন ট্রুডো বলেন, আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। সারা বিশ্ব টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। আমরা ডাক্তার, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা বিশ্বই নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে ও শিশুদের হত্যার এই ঘটনা প্রত্যক্ষ করছে। এটা বন্ধ করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে হামাসকে। একইসঙ্গে আটক সব বন্দিকে মুক্তি দিতে হবে। সংঘাত শুরুর পর গাজা থেকে প্রায় ৩৫০ কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




রাজধানীর মহাখালী ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৮

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

বুধবার (৬ ডিসেম্বর) ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধরা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, ‘তারা সবাই পাম্পের কর্মচারী। রাত ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে, নাশকতা নয়। তদন্তে আগুন লাগার কারণ জানা যাবে।’

এর আগে, রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান।


আরও খবর



রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

শফিক আহমেদ:রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকায় একটি ভবন থেকে পিংকি (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ।মৃত পিংকি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠেই গ্রামের মৃত আলমগীর হোসেনের মেয়ে। পিংকি স্বামীর সঙ্গে মুগদা এলাকার কদম আলী ঝিলপাড়ে ভাড়া থাকতেন।

আইনি প্রক্রিয়া শেষে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।মুগদা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ সংবাদ পেয়ে সকালে মুগদার ঝিলপাড়ের আব্দুল মজিদের বাড়ির ছয়তলার ফ্ল্যাটের একটি কক্ষের খাটের উপর থেকে পিংকির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মো. আবু সালেহ আরও জানান, প্রাথমিক তদন্তে মৃতের স্বামী রিয়াজকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে– এ দম্পতি ওই বাসায় ভাড়া থাকতেন। স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। আজ সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হয়। একপর্যায়ে রিয়াজ রাগাম্বিত হয়ে মসলা বাটার পাথরের শিল পুতা দিয়ে স্ত্রী পিংকির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা রিয়াজকে আটক করি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




যাত্রাবাড়িতে তিতাস গ্যাসের অভিযানে ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃতিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ি  এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ।

বুধবার (৬ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ রায়েরবাগ এলাকাধীন যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।

এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, একটি কয়েল কারখানা, একটি সাবান কারখানায় ও আল্লাহর দান বিরিয়ানি দোকানে অবৈধ সংযোগ নিয়ে গ্যস ব্যবহার করে আসছিলেন। তারা প্রত্যেকেই শিল্প কারখানা ও প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ সংযোগ গ্রহন করায় এসব হোল্ডিং মালিকদের বিরুদ্ধে জরিমানা আরোপ সহ মামলা দায়ের করা হবে বলেও জানান মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।


আরও খবর



বাংলাদেশ ২৩ ওভার বাকি থাকতেই অলআউট

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ সিলেট টেস্টে দারুণ একটা জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে নেমেছে । সকালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে দিনের প্রায় ২৩ ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংস শেষ হয়েছে ৬৬.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৭২ রান তুলে।

ম্যাচের আগের দিন টাইগার কোচ চণ্ডিকা হাথুরু সিংহে বলেছিলেন, মিরপুরের উইকেট বোঝা বড় কঠিন। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার বলতে গেলে উইকেট ছুঁড়ে দিয়েছেন।

শুরুটা হয় জাকির হাসানের (৮) বিদায়ে। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় ওভারে মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন কেইন উইলিয়ামসনের হাতে। এক ওভার পর অ্যাজাজ প্যাটেলের শিকার হন মাহমুদুল হাসান জয় (১৪)।

দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও (৫) সাজঘরে ফেরেন প্যাটেলের বলে টম ব্লান্ডেলের গ্লাভসে ক্যাচ দিয়ে। সিলেটে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ ৯ রান করে লেগ বিফোর হন স্যান্টনারের বল সুইপ করতে গিয়ে।

দলীয় ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিম ও শাহাদাৎ হোসেন দিপুর জুটিতে ঘুরে দাঁড়ালেও নিজের ভুলে ৩৫ রান করে বিদায় নেন মুশফিক। শাহাদাৎ ৩১ রান করে ফিরেন গ্লেন ফিলিপসের বলে ক্যাচ দিয়ে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২০, নুরুল হাসানের ৭, নাঈম হাসানের ১৩, তাইজুল ইসলামের ৬ ও শরিফুল ইসলামের ১৪ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন স্যান্টনার ও ফিলিপস। ২টি উইকেট নেন প্যাটেল আর ১ উইকেট নেন টিম সাউদি।


আরও খবর