Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান পাঁচ

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান খুব একটা নড়চড় হচ্ছে না। ঘুরেফিরে শীর্ষ দূষিত শহরগুলোর তালিকাতেই থাকছে। আজ শুক্রবারও শীর্ষ পাঁচে অবস্থান করছে জনবহুল এ শহরটি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন ২০৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৮২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৬ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

একইসময়ে একিউআই স্কোর ১৫৪ নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ১৫২ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৪৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা। ১৪৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের উহান। ১৩৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার।

এর আগে, পুরো ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।


আরও খবর



মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় পুরোহিত গুরুতর আহত

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এক পুরোহিত আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কিচমত বৌলপুর গ্রামের বাসিন্দা ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পুরহিত পন্ডিত উজ্জ্বল কুমার মজুমদার (৫০) বাড়িতে গেলে সেখানে গিয়ে তাকে মারপিট করা হয়।প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটায় পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। স্ত্রী নিপা চক্রবর্তীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ও স্থানীয়দের সাথে বিরোধের কারনে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুরোহিত উজ্জ্বল জানিয়েছেন। খবর পেয়ে হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন রবিবার দুপুরে তাকে পিরোজপুর হাসপাতালে দেখতে যান।এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, পারিবারিক কলহের কারনে পুরোহিতের ওপর হামলা হয়েছে বলে চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

আরও খবর



গোপন ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন রাজ

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:অবশেষে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ ফাঁসের ঘটনা নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ। তিনি দাবি করেছেন, এসব ভিডিও তার আইডি থেকে প্রকাশ করা হয়নি। এমনকি তার ফেসবুক আইডিও হ্যাক হয়নি।

আজ মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে রাজ নিজেই এসব কথা জানিয়েছেন।

পরীমনির স্বামী বলেন, ‘যে ভিডিওগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে- ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

ফেসবুকে প্রকাশিত ভিডিওগুলো পোস্টের কিছু সময় পর মুছে ফেলার বিষয়ে রাজ বলেন, ‘এটাও আমি জানি না। আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিটও করা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

ছবি ও ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।

রাজ আরও বলেন, ‘ছবি ও ভিডিওগুলো নাকি পাঁচ বছর আগের ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। এসব প্ল্যান করে শুট করা না, মজার ছলেই করা।

তবে, এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই বলেই জানান তিনি।

তিনি বলেন, ‘ঢাকার রাস্তায় মজার ছলে ভিডিওগুলো করা হয়েছে। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।

রাজ বলেন, ‘আমার আগের ফোনটা অনেক আগেই হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।

ভিডিও ফাঁসের পর সুনেরাহর সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাজ বলেন, ‘সুনেরাহ-ই ফোন দিয়েছিল। সে আমাকে জিজ্ঞাসা করেছে, এগুলো কী? সবাই তো বিব্রত।

তবে সুনেরাহ ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনিকে যে ইঙ্গিত করেছেন সেই বিষয়ে রাজের বক্তব্য- এটা আমি এখনো দেখিনি। দেখার পর বুঝতে পারব।


আরও খবর

ঢাকা মাতাবেন অনুপম রায়

শনিবার ০৩ জুন ২০২৩




গাইবান্ধায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২৩৭জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পূর্ব ফরিদপুর গ্রামের আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় আসামী মোঃ শহীদ ওরফে (শরিফ) মিয়া (৩৫) কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে গাইবান্ধা র‍্যাব-১৩।

৫ মে শুক্রবার বিকেল  র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৪ মে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বুজরুক বিষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শহীদ ওরফে শরীফ মিয়াকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম আমেনা বেগম (৫৫) এর পরিবারের সঙ্গে আসামীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ, মারামারিসহ মামলা মোকদ্দমা চলছিল। আসামী মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যা করার হুমকি দিয়ে আসছিলো। এমতাবস্তায় গত ০৪/১১/২০২২ ইং তারিখ রাত ২০.০০ ঘটিকা হইতে পরদিন ০৫/১১/২০২২ ইং তারিখ ভোর ০৬.০০ ঘকিকার মধ্যে ভিকটিম আমেনা বেগম (৫৫) কে পূর্ব পরিকল্পিতভাবে আসামীগণ গুরুতর রক্তাক্ত যখমসহ হত্যা করিয়া ঘাসের জমিতে ফেলে রাখে। ভিকটিমের আত্নীয়স্বজন পরবর্তীতে অনেক খোঁজাখুজি করিয়া ভোরে উল্লেখিত স্থান হতে উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ আউয়াল সরকার (৩২) বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ৪ মে ২০২৩ খ্রিঃ র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বুজরুক বিষ্ণপুর এলাকা হতে অভিযান চালিয়ে ভিকটিম আমেনা বেগম (৫৫) হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শহীদ ওরফে শরীফ মিয়া (৩৫), পিতা-মোঃ দুদু মিয়া, সাং- বুজরুক বিষ্ণপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করেছে। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করিয়া বারবার তার অবস্থান পরিবর্তন করত। র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় আসামী বলে স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

আরও খবর



বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুনাম নষ্টের পায়তারার অভিযোগ

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৪০জন দেখেছেন

Image
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শেখ নুরুল আমীন রতনের সুনাম নষ্টের পায়তারার অভিযোগ উঠেছে। আদর্শ শিক্ষক শেখ নুরুল আমীন রতনের সুনাম নষ্টের পায়তারা করায় ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা জানান, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক  মাস্টার শেখ নুরুল আমীন রতন বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকেই তিনি স্কুলের শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড এবং অবকাঠামোর উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতে করে স্কুলের ব্যাপক সাফল্য আসে। তিনি শরীয়তপুর-২  আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের মাধ্যমে স্কুলে নতুন ভবন করতে সক্ষম হন। এছাড়াও স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কন্যা সাহসিকা স্থাপন করেছেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেও সুনাম অর্জন করছে। তবে সস্প্রতি এক বখাটে ছাত্রকে শাসন করার জের ধরে তার সুনাম নষ্টের জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। 

এ ব্যাপারে  স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বলেন, শেখ নুরুল আমীন রতন একজন সৎ ও আদর্শবান শিক্ষক। তার জন্য আমাদের স্কুলে সাফল্য আসছে ও উন্নয়ন হয়েছে। ষড়যন্ত্র করে তাকে দাবিয়ে রাখা যাবে না। 

এ ব্যাপানে শেখ নুরুল আমীন রতন বলেন, আমি এই স্কুলে যোগদানের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল সুযোগ সুবিধা পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির মাধ্যমে স্কুলে আনতে সক্ষম হয়েছি। শিক্ষার মান বেড়েছে। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডেও শিক্ষার্থীর বেশ ভাল সাফল্য দেখাচ্ছে।একজন বখাটে উশৃংখল ছাত্রকে শিক্ষক হিসেবে শাসন করা অপরাধ হলে কিছু বলার নাই। সত্যের জয় হবেই।

আরও খবর



বৃষ্টিপাত বাড়বে কাল থেকে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকায় গত দুদিন যাবত পাল্লা দিয়ে বাড়ছে গরম। আজ সোমবার সকাল থেকে একদিকে তাপপ্রবাহ থাকলেও আবার অন্যদিকে বৃষ্টির প্রবণতা খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা বলছেন, প্রাক্‌-মৌসুমি আবহাওয়ার এ এক বৈশিষ্ট্য। এর প্রভাব আরও দু-এক দিন থাকতে পারে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও খানিকটা বাড়তে পারে।

চলতি মে মাস শুরুই হয়েছিল প্রচণ্ড গরম আবহাওয়ার মধ্য দিয়ে। ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করে ১৪ মে। এর দুই দিন পর থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। তাপমাত্রাও যায় কমে। তবে দিন চারেক বৃষ্টির পর আবার গরম বাড়তে থাকে। তাপমাত্রা বেড়েছে রাজধানীতেও। 

গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে দেখা যায়, আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র ৩টি স্টেশনে বৃষ্টি হয়েছে। আগের ২৪ ঘণ্টায় পাঁচ স্টেশনে বৃষ্টি হয়েছিল। অবশ্য দিনভর গরমের পর রাজধানীতে রাতে নামে বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।

গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে।


আরও খবর