Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

বাড়িতে না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন: সামন্ত লাল সেন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনের মধ্যে ৯ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুজন ভেন্টিলেটরে, একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং বাকিরা এইচডিইউতে চিকিৎসাধীন। তবে বাড়িতে না ফেরা পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সমন্বয় ডা. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

‘শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে, চিকিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নন’

সামন্ত লাল সেন বলেন, ‘গতকাল পর্যন্ত ১০ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত রাতে একজনের মৃত্যু হয়। বর্তমানে ৯ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে আছেন। আইসিইউতে একজন। বাকি ছয় জন এইচডিইউতে আছেন।

আহতদের চিকিৎসায় ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আহতদের যে অবস্থা তাতে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। বার্ন রোগীদের একেবারে আশঙ্কামুক্ত বলা যায় না। কাজেই যতক্ষণ পর্যন্ত বাসায় না যায় ততক্ষণ পর্যন্ত তারা শঙ্কামুক্ত নন।’


আরও খবর



ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি ;মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির ওয়াজ পেশ করতে যান মাওলানা আবদুল মালিক আল মনসুরী।

এ সময় বয়ান শুরু করে দুরুদ শরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের ওপর পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইমামের মৃত্যুতে পুরো উপজেলার মুসল্লি ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, মাওলানা আবদুল মালিক আল মনসুরী তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


আরও খবর

রমজানে যে ৩ সময়ে দোয়া কবুল হয়

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩




দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আবির

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়! আর তার এই দ্বিতীয় বিয়ের ঘটকালি করছেন পরিচালক অর্জুন দত্ত! ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জনই রটেছে। যা নিয়ে ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। সুখী দাম্পত্য জীবন কাটানোর পরেও কেন অভিনেতা তার বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন? কে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী? এসব চিন্তায় তাদের ঘুম হারাম। আসলে তেমন কিছুই নয়, যা হচ্ছে তার পুরোটাই সিনেমায়।

টালিউডের অন্দরে যে খবর ভাসছে তাতে শোনা যাচ্ছে, অব্যক্ত থেকে শ্রীমতীর মতো সিনেমা উপহার দিয়েছেন যে পরিচালক, সেই অর্জুন দত্তই আবিরের দ্বিতীয় বিয়ে দিতে চলেছেন। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত পরিচালক বা অভিনেতা কেউই কিছু জানাননি। বরং মুখে কুলুপ এঁটে রেখেছেন।

তবে আপাতত শোনা যাচ্ছে, অর্জুন দত্তের আগামী সিনেমার নাম হতে চলেছে ‘ডিপ ফ্রিজ’। সেখানেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। তাতে তার প্রাক্তনের ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। তবে দ্বিতীয় পক্ষের স্ত্রী কে হচ্ছেন সেটা এখনো জানা যায়নি। এখানে দেখা যাবে, প্রথম পক্ষে আবিরের একটি ছেলেও আছে।

সম্পর্কে যখন আর টান থাকে না, অনুভূতি যখন ঠাণ্ডা হয়ে যায়- তখন সেটা বরফের মতো মনে হয়। অনেকটা ডিপ ফ্রিজের মতো। সেই সম্পর্কের নানা ধাপ, চরিত্রের নানা দিক সিনেমাটিতে উঠে আসবে বলে জানা গেছে। আগেও যেমন পরিচালক তার সিনেমাতে সম্পর্কের কথা তুলে ধরেছিলেন, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই অনুমান করা যাচ্ছে।

এই সিনেমাতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন সৌম্যঋত। তবে কার কণ্ঠে এই সিনেমার গান শোনা যাবে সেটা এখনো জানা যায়নি। কিন্তু গানে যে তার একটা বড় ভূমিকা থাকবে সেটা অনেকটা নিশ্চিত। এখনো অনেক উত্তর অধরা থাকলেও পয়লা বৈশাখের আগেই নাকি এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।

এদিকে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় আবারও ফিরছেন ছোট পর্দায়। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকেই ফিরছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় এ তারকা। তবে একটি বিশেষ চরিত্রে, কিছু দিনের জন্য। সান বাংলায় শুরু হয়েছে ‘বিনোদনের মহা পার্বণ’। ওই চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’। আর এই ধারাবাহিকেই বহুদিন পর দেখা যাবে আবীরকে।

এতে আবীর হিসেবেই হাজির হবেন তিনি। ‘সাথী’র নায়ক ওম তথা ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়ের চরিত্রেই দেখা যাবে আবীরকে। কার্যত হিরো হয়েই এন্ট্রি নিবেন আবীর।

এদিকে আবীরকে আবারও ধারাবাহিকে ফিরতে দেখে খুশি তার অনুরাগীরা। কিছুটা নস্টালজিকও বটে। ‘প্রলয় আসছে’ থেকে শুরু করে ‘খুঁজে বেরাই কাছের মানুষ’, ‘এক আকাশের নীচে’, ‘বহ্নিশিখা’সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন আবীর।

শুধু মাত্র মূল চরিত্রই নয়, তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রেও। যদিও তার ভাগ্যের চাকা ঘুরেছে বছর কয়েক আগেই। এখন তিনি পর্দা কাঁপান ব্যোমকেশ হয়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস


আরও খবর



ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক নেতার বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ডেমরা স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার ঐ আওয়ামী লীগ নেতার নাম জাফর আহমেদ বাবু।তিনি গত ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বৃহত্তর ডেমরা থানা ছাত্র লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।বিগত ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাফর আহমেদ বাবুর পিতা মরহুম মনির আহমেদ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক তিনি সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড এর সহ-সভাপতি ছিলেন। জাফর আহমেদ বাবুর চাচা মান্নান (বিএসসি) চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার খালু রুস্তম আলী ছিলেন চাঁদপুর শাহারাস্তি আওয়ামী লীগ দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগ এর একজন নিবেদিত প্রাণ কর্মী। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৬ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী।


এলাকার সুপরিচিত মুখ জাফর আহমেদ বাবু কে সামাজিক ভাবে হেয়োপ্রতিপন্ন ও তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে স্থানীয় একটি অসাধু চক্র এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে অভিযোগে প্রকাশ। ভুক্তভোগীর অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,


জাফর আহমেদ বাবু দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করে আসছেন।আওয়ামী পরিবারের সন্তান হিসাবে এলাকায় তাদের যথেষ্ট সুনাম,সুখ্যাতি রয়েছে। 

এলাকাবাসীর কল্যাণে তিনি নানাবিধ তৎপরতা চালিয়ে আসছেন। একারণে এলাকার একটি অসাধু মহল তারপ্রতি ঈর্ষা পরায়ন হয়ে নানাবিধ ষড়যন্ত্রে মেতে উঠেছে। 


গণ মাধ্যমে তার দলীয় কার্যালয়ে জুয়ার আসর পরিচালনা, বিচার সালিশের নামে অর্থ আদায়,মাদক ব্যবসায়ীদের আশ্রয়প্রশয়সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট ও কাল্পনিক তথ্য পরিবেশন করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক ভাবে কোনঠাসা করার চেষ্টা করছে। এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে 


জাফর আহমেদ বাবু বলেন,আমি রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা লাভ করি, জনপ্রিয় হয়ে উঠি সেটা ঐ গোষ্ঠীটি চায়না। আর সেকারণেই আমার প্রতি তাদের এত গাত্রদাহ। ষড়যন্ত্র। আমি কখনোই বিচার সালিশে অংশগ্রহণ করি না, আমার কোন দলীয় কার্যালয় নেই, আমি শুধুমাত্র আমার ব্যবসায়িক কার্যালয়ে বসি।


তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার মান-সম্মান নষ্টের পায়তারা করে। যদিও এর সঙ্গে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই।


সারুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৮ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী দুলাল খান বলেন, জাফর আহমেদ বাবু তৃনমুলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করছে তিনি ৬৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে নেমেছে একটি মহল।

 

বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের ১৯৯৩-৯৮ সাল পর্যন্ত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ বলেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই।


আরও খবর



নামাজের পরেই ইমামকে গুলি করে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;পাকিস্তানের এক মসজিদের ইমামকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির গুলিস্তান-ই-জাওহারের ব্লক৯-এ ঘটেছে এ ঘটনা। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিতে নিহত ব্যক্তির নাম মাওলানা কায়ুম সুফি। তিনি পাকিস্তান ওলেমা এসোসিয়েশনের সদস্য এবং মোহাম্মাদিয়া নুরানি ইসলামিক সেন্টারের ইমাম। 

পুলিশ আরও জানিয়েছে, নামাজের পর ইমাম সুফি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত হামলাকারীকে মোটরসাইকেলে করে এসে তার ওপর গুলি চালায়।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া দেশটির পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কিছু বলা হয়নি।


আরও খবর



সুনামগঞ্জ সীমান্তে ২৭জনের বিরুদ্ধে মামলা: মদসহ গ্রেফতার ২

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। একাধিক মামলার আসামীরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়লা, পাথর, পান-সুপারী, বিড়ি, চিনি, কাঠ, মদ-গাঁজা, ছাগল, গরু, মহিষ ও ইয়াবাসহ অস্ত্র পাচাঁর করছে। আর এসব অবৈধ মালামাল আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে বিজিবি সদস্যরা। রক্ষা পা”েছনা সাংবাদিক ও সচেতন জনগণ। 

পুলিশ, বিজিবি ও মামলা সূত্রে জানা গেছে- গত শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় জেলার দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২৮) ও ইয়াছিন (২৭)কে ৬০বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে। অন্যদিকে এউপজেলার মৌলারপাড় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ মহিষ পাচাঁর করার সময় বাংলাবাজার ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২টি মহিষ আটক করে। পরে সেই মহিষ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। ওই সময় আত্মরক্ষার্থে বিজিবি ৩রাউন্ড ফাঁকা গুলি করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এঘটনার প্রেক্ষিতে গতকাল রবিবার (২৬ মার্চ) রাতে বাংলাবাজার বিজিবি ক্যাম্পের হাবিলদার মনোয়ার পারভেজ বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ্যসহ আরো ২৫জনকে অজ্ঞাত আসামী দিয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে গত শনিবার (১৮ মার্চ) ভোরে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে অব¯ি’ত দুধের আউটা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে পাটলাই নদীতে চোরাকারবারী ও সোর্সদের গডফাদার হাবিব সারোয়ার আজাদের (তোতলা আজাদ) নেতৃত্বে ১টি ইঞ্জিনের নৌকায় প্রায় ১শত মেঃটন চোরাই কয়লা বোঝাই করছিল সোর্স জিয়াউর রহমান জিয়াগং। এখবর পেয়ে টেকেরঘাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইয়াহিয়া খান অভিযান চালিয়ে অবৈধ কয়লার নৌকা আটক করার পর গডফাদার তোতলা আজাদ ও তার বাহিনীর তোপের মুখে পড়ে। এরপর সকাল ৮টায় আটককৃত সেই অবৈধ কয়লা বোঝাই নৌকা ছেড়ে দেওয়া হয় বৈধ কয়লা বলে। আর এই এঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হলে পুরো সীমান্ত এলাকা জুড়ে সমালোচনার ঝড় উঠে। এরপর থেকে কোন প্রকার বাঁধা ছাড়াই ওপেন চোরাই কয়লা পাচাঁর হ”েছ। শুধু তাই নয়, এর আগে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধ ভাবে বালি বিক্রি ও মৃত্যুপুরী নামক কোয়ারী তৈরি করে পাথর উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন রাফিকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে গডফাদার তোতলা আজাদ ও তার সন্ত্রাসী বাহিনী। এঘটনায় দায়েরকৃত মামলা এখনও আদালতে চলমান রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের মৃত বদ মিয়ার ছেলে তোতলা আজাদ সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েগেছে কোটিপতি। তার নিজ গ্রামে নির্মাণ করেছে বিলাস বহুলবাড়ি। আর সেই বাড়ির অন্দর মহলে বসে সোর্স নিয়োগ করে নিয়ন্ত্রণ করছে সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি। সুনামগঞ্জ জেলার ছাতক থেকে শুরু করে নেত্রকোনা জেলার কলমাকান্দা পর্যন্ত বিস্তৃত তার নের্টওয়াক। এজন্য ক্রয় করেছে অর্ধশতাধিক মোটর সাইকেল। এসব গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করা হয় মাদকদ্রব্য। তবে সুনামগঞ্জে পুলিশ সুপার মিজানুর রহমান ও তাহিরপুর থানায় ওসি নন্দন ও আব্দুল লতিফ তরফদার কর্মরত থাকাকালীন সময়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন ¯’ানে পৃথক অভিযান চালিয়ে তোতলা আজাদ ও তার সোর্সেদের চোরাই কয়লা ও মাদক বোঝাই নৌকাসহ অনেককে আটক করেছে পুলিশ। এছাড়াও টেকেরঘাট মসজিদের তালা ভেঙ্গে মোটর সাইকেল নিয়ে ভারতে পালানোর সময় আজাদের ছেলে কিশোর গ্যাংলিডার শিহাব সারোয়ার শিপুকে সীমান্তের বীরেন্দ্রনগর ক্যাম্পের বিজিবি সদস্যরা হাতেনাতে আটক করে এবং ইয়াবাসহ গডফাদার আজাদকে এলাকাবাসী গনধৌলাই দিয়ে থানায় সোপর্দ করেছিল। তাছাড়া এলাকার ভোক্তভোগীরা থানা ও আদালতে ওই গডফাদারের বিরুদ্ধে দায়ের করেছে একাধিক চাঁদাবাজি মামলা। 

এব্যাপারে বালিয়াঘাট সীমান্তের লাকমা পশ্চিমপাড় গ্রামের চোরাই কয়লা ব্যবসায়ী মানিক মিয়া বলেন- আজাদ ভাই সবাইকে ম্যানেজ করে সোর্স দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা তাকে চাঁদা না দিয়ে কিছু করতে পারিনা। নেত্রকোনা জেলার কলমাকান্দা থেকে সুনামগঞ্জ পর্যন্ত সব জায়গায় তার লোক আছে। তাকে সবাই বাঘের মতো ভয় পায়। চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের চোরাই কয়লা ব্যবসায়ী ও একাধিক চোরাচালান মামলার আসামী খোকন মিয়া বলেন- আমার বিরুদ্ধে কয়লা চোরাচালান মামলা হওয়ার পর নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সামনে অব¯ি’ত মনতলা ডিপুতে গিয়ে ব্যবসা শুরু করি। সেখানে ক্ষতিগ্র¯’ হয়ে বর্তমানে আমি এলাকায় আছি এবং সবার সাথে চোরাই কয়লা সংগ্রহ করি। তবে আমি যা করি সোর্সদের মাধ্যমে আজাদ ভাইসহ সবাইকে চাঁদা দিয়েই করি। এই চোরাই কয়লার ব্যবসা আরো অনেকেই করছে কিš‘ তাদের বিরুদ্ধে কোন মামলা হয়না। চারাগাঁও ক্যাম্পের সামনে অব¯ি’ত এনামুল, বাবুল মিয়া, রাজ্জাক মিয়া, মঙ্গল মিয়া ও ফরিদ মিয়ার বসতবাড়িসহ জঙ্গলবাড়ি, এলসি পয়েন্ট, লালঘাট এলাকায় রফ মিয়া, রিপন মিয়া, লেংড়া জামাল, বালিয়াঘাট সীমান্তের দুধের আউটা, লাকমা  গ্রামে সোর্স জিয়াউর রহমান জিয়া, ইয়াবা কালাম মিয়া, রতন মহলদারগং শতশত মেঃটন চোরাই কয়লা, চিনি ও মাদকদ্রব্য পাচাঁর করে বাড়িঘরের ভিতরে মজুত রেখে ওপেন ব্যবসা করছে। 

এব্যাপারে তাহিরপুর সীমান্তের টেকেরঘাট কোম্পানীর বিজিবি কমান্ডার ইয়াহিয়া খান বলেন- বিএসএফের গুলিতে ১জনের মৃত্যু হওয়ার পর আমি টেকেরঘাট যোগদান করে চোরাচালান অনেক নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিš‘ আমি বনগাঁও সীমান্ত ক্যাম্পে বদলী হয়েগেছি। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের বলেন- বিজিবির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত অভিযোগের অভিযুক্ত চোরাকারবারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাহবুবুর রহমান বলেন- বিজিবির ওপর চোরাকারবারীদের হামলার ঘটনাটি জানতে পেরেছি, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত সিলেট জোনের অংশ, তবে সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধ করার জন্য আমরা নিয়মিত কাজ করছি।   

       




আরও খবর