Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

বাংলাদেশের সাথে আন্তঃসাংস্কৃতি বিনিময়ের আগ্রহ চিলির

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

কবির আল মাহমুদ, স্পেন : স্পেনে বসবাসরত বাংলাদেশিদের সাথে আন্তঃসাংস্কৃতি বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকার একটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ চিলির ফেমিনিস্ট কো-অর্ডিনেটরের মন্ত্রী অ্যালোন্ড্রা ক্যারিলো ভিদাল।

সাবেক মানবাধিকার কর্মী মন্ত্রী অ্যালোন্ড্রা ক্যারিলো ভিদাল স্থানীয় সময় শনিবার (৩ নভেম্বর)দুপুরে মাদ্রিদে বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা কার্যালয়ে এসে এ আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সীমান্ত খুলে দেয়ার সিন্ধান্ত নিয়ে লাখ লাখ নির্যাতিত মানুষের জীবন রক্ষা করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। তেমনি ভাবে  করোনা মহামারীর সময় স্পেনে বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা ও বাংলাদেশ মসজিদ কমিটির উদ্যোগে ধারাবাহিক ত্রাণবিতরণ, সেবা কার্যক্রম ভালিয়েন্তে বাংলা স্পেনে প্রশংসিত হয়ে স্পেনে জাতীয় পুরস্কার ও অ্যাওয়ার্ড লাভ করেছে। তাদের এসব সেবা কার্যক্রম দেখে মূলতঃ এই আগ্রহ তৈরী হয়েছে। আগামীতে তার সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও শক্তিশালী ও প্রসারিত কাজ করে যাবে।  ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহীর সঞ্চালনায় এসময় বাংলাদেশ বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, রেড ইন্টার লাভাপিয়েস এর পেঁপা তররেস, মার্তা, লাউরা, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা বাংলাদেশিদের ক্রয়কৃত বাংলাদেশ মসজিদ -মক্তব ও পাঠাগার পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার ও এসোসিয়েশন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী,সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদসহ কমিউনিটি নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ মসজিদের পক্ষ থেকে মন্ত্রী অ্যালোন্ড্রা ক্যারিলো ভিদাল তার সাথের প্রতিনিধিদল কোরআন শরীফের অর্থসহ স্প্যানিশ ভার্সন উপহার দেয়া হয়। 




আরও খবর



কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন'র উপ-পরিদর্শক ও স্ত্রীকে আটক

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।জানা গেছে, রেজাউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হাসান বারী নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। 


আরও খবর



প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

চাঁদকে কারাগারে পাঠালেন ফরিদপুরের আদালত

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।

২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আবু সাঈদ চাঁদকে হাজিরের দিনে আওয়ামী লীগের নেতারা আদালত চত্বরে ভিড় করেন। এ সময় তারা চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।


আরও খবর



আদর্শ বাগে পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃ

রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়াইল আদর্শ বাগ এলাকায় পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত করেছে স্ত্রী লুবনা আক্তার শীলা।


দীর্ঘদিন ধরে পরকীয়া করছিলেন স্ত্রী লুবনা আক্তার শীলা (২৫)। বিষয়টি জানতে পেরে সরকারি চাকরি জীবি স্বামী মো. আব্দুল কাদের (৩০) একাধিকবার স্ত্রীকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শশুর সেলিম, বোন জামাই তারেক মিলে আব্দুল কাদের কে মারধোর করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সমাজের সকলের কাছে বিচার চানস্বামী কাদের।আজ বুধবার বিকেল ৫ টার দিকে ভুক্তভোগী কাদের

 সুবিচার পাওয়ার আশায় গণমাধ্যমকর্মীদের কাছে তাকে মারধরের ঘটনা বিস্তারিত জানান।

লুবনা আক্তার শীলার বাবার বাড়ি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম গাঁও গ্রামে। গত ২০১৬ সালে তাদের বিবাহ হয়।স্বামী আব্দুল কাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন খামার বাড়ি ফার্মগেট এ ষ্টোরকিপার হিসেবে চাকরি করেন। বিয়ের পর স্ত্রী লুবনা কে নিয়ে মতিঝিল এজিবি কলনীতে বসবাস করতেন।সেই সময়ে এস.এস সি পাশ স্ত্রীকে লেখা পড়া চালিয়ে যান স্বামী কাদের।

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতনের শিকার স্বামী আব্দুল কাদের জানান,স্ত্রী লুবনা আক্তার শীলা কে পড়ালেখা করিয়ে সরকারি চাকরিতে দেই।সে রাজস্ব বোর্ডের অধীনে ঢাকার কোতোয়ালি থানা জোনের ভ্যাট অফিসে সিপাই পদে  চাকরি করেন। সেখানে তার সহকর্মী বায়েজীদ নামক এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।গত তিনদিন আগে আমি অফিসের কাজে নেত্রকোনা যাই,সে সুযোগে পরকীয়া প্রেমিক বায়েজীদ কে বাসায় এনে বাচ্চাদের অন্য ঘরে আটকে রেখে রাতে গোপন অভিসার করে।

কাদিরের বর্তমান বাসস্থান যাত্রাবাড়ি থানা এলাকার আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোড হোল্ডিং নং-২৪/৪ ফিরোজ আহমেদের বাড়ি।

বাড়ির মালিক ঘটনাটি তার স্বামী কাদিরকে জানান। তাদের সাড়ে ৫ বছর ও ৩ বছরের দুই সন্তান রয়েছে।স্ত্রী লুবনা আক্তার শীলা কে এ বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে শশুর সেলিম ও বোন জামাই তারেক কে নিয়ে কাদির কে মেরে আহত করে।এ ঘটনায় ঐ এলাকার স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।     





আরও খবর



বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী মেলা

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ২০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:প্রথমবারের মত বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী‘র মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে কোডেক- এসইপি (সাস্টেইনএবল এন্টারপ্রাইজ প্রজেক্ট) প্রকল্পের আয়োজনে এই মেলা শুরু হয় । দিনব্যাপি মেলার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। এসময়, গনপূর্ত বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, কোডেক-স্বপ্নযাত্রা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহাবুব আলম, কোডেক-এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, ডকুমেন্টেশন অফিসার এসএম তানভীর হোসেনসহ পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী তৈরি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় আগত স্টল ও খানজাহান আলী কলেজে ব্লক দিয়ে নির্মিত মডেল পাঠাগার পরিদর্শণ করেন। মেলায় পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী কংক্রিটের তৈরি ইউনি ব্লক, সলিড ব্লক, পার্কিং টাইলস তৈরির ১০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল ছিল। উদ্যোক্তারা পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী মেশিন ও প্রযুক্তি প্রদর্শন করেন। স্বয়ংক্রিয় মেশিন দিয়ে ব্লক তৈরি করে দেখানো হয়। উদ্যোক্তারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান, ব্যবহার ও বাজারে চাহিদা সম্পর্কে অবহিত করেন দর্শনার্থীদের। দর্শনার্থীরাও ইটের বিকল্প হিসেবে ইউনি ব্লক, সলিড ব্লক, পার্কিং টাইলস ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন বলেন, মূলত ইট ভাটায় নির্গত ধোয়া থেকে পরিবেশ দূষণরোধ ও কৃষি জমি রক্ষা করতে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইটের ব্যবহার কমানো প্রয়োজন। এই কারণে পিকেএসএফ এর সহায়তায় কোডেক-এসইপি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ইটের বিকল্প ব্লকের ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোক্তাতের বিনামূল্যে প্রশিক্ষণ, বুয়েট থেকে টেস্টিং ও সার্টিফিকেট প্রদান, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ, লার্নিং ভিজিট, মডেল স্থাপনা তৈরি, প্রকল্পের ওয়েবসাইট, ফেসবুক ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য বিক্রয়সহ বিভিন্ন সেবা প্রদান করছে। এ পর্যন্ত বাগেরহাটে কংক্রিটের ব্লক দিয়ে ৫টি বাড়ি, দুটি রাস্তা নির্মিত হয়েছে। বিশ জন উদ্যোক্তা তৈরি করা হয়েছে, যারা নিয়মিত ব্লক বিক্রি করছেন।


আরও খবর



গোপন কক্ষে প্রবেশ, ইসির নির্দেশনায় আটক ২

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  সিটি করপোরেশনের ১০৩ নম্বর ও ১০১ নম্বর কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং করে দুইজনকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ইসি। এক কমিশনার এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে একজনকে তিন দিন আটক রাখার আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট। ইসি ঢাকা থেকে সিসিটিভি দেখা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আব্দুর রহিম নামে একজন আটক করা হয়েছে। গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করায় তাদের আটক করা হয়েছে বলে জানায় ইসি।

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা। ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুরের পরবর্তী মেয়র।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।


আরও খবর