স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ৬ উইকেটের এই জয়ে ইতিহাসও গড়ল টাইগাররা। ২০ ওভারের ফরম্যাটে প্রথমবার ইংলিশদের হারাল তারা। যদিও টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড জস বাটলারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ফিফটিতে দারুণ জয় পায় স্বাগতিকরা।
কূটনৈতিক প্রতিবেদক:ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। দুই দিনের সফরে গতকাল রাত সাড়ে ১১টায় ঢাকা পৌঁছান তিনি। আজ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। ওই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আর চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সান ওয়েইডং। তবে তার এ সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, এফওসিতে অংশ নেওয়া ছাড়াও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন সান ওয়েইডং। তবে কার কার সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র জানায়, শনিবারের আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, রোহিঙ্গা সংকট নিয়ে কথা হবে। এজেন্ডায় সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেইজিং প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যোগদান নিয়ে আলোচনা চলছে। এ সংক্রান্ত সমঝোতা স্মারকের সর্বশেষ সংশোধিত খসড়া এখন ঢাকার বিবেচনায়। শনিবারের এফওসিতে এ নিয়ে বিস্তৃত আলোচনা এবং সমঝোতাটি চূড়ান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) পর জিডিআইকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেখছে বেইজিং। এর অধীনে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের চীনহিতৈষী দেশগুলোকে আরও কাছাকাছি নিতে চায় বেইজিং। সেই সঙ্গে দেশগুলোর কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার আকাক্সক্ষা রয়েছে চীনের।
চলতি বছরের জানুয়ারিতে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাংয়ের ঢাকায় নজিরবিহীন যাত্রাবিরতি এবং গত মাসে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূতের বাংলাদেশ সফরের পর দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটাই প্রথম ঢাকা সফর। তা ছাড়া সান ওয়েইডং ভাইস মিনিস্টারের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। ভাইস মিনিস্টারের দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারত ও পাকিস্তানে চীনের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ফলে এই সফরের ভূরাজনৈতিক গুরুত্ব আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলমগীর হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে গ্রাম পুলিশ নিয়োগে যোগদান পত্র গ্রহণ না করা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ দাবীর অভিযোগ এনে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদে ইউপি চেয়ারম্যানের ভাবমূর্তি ও মান ক্ষুণ হয়েছে মর্মে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউপি চেয়ারম্যান।শুক্রবার দুপুরে রমনা মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম আশেক আকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, ৩০ শে মে, গ্রাম পুলিশ নিয়োগ কে কেন্দ্র করে কয়েককটি সংবাদপত্রে আমার বিরুদ্ধে ৮ লক্ষ টাকা দাবী ও যোগদান পত্র গ্রহণ না করার অভিযোগ এনে অভিযোগ করেন ঐশি আক্তার।
তাকে রমনা মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) পদে নিয়োগ দেন নিয়োগ বোর্ড। এতে আমার কোনো হস্থক্ষেপ বা সংশ্লিষ্টতা ছিলো না। যেটা আইনের মধ্যে পড়ে না। নিয়োগটি সম্পূন্ন বেআইনী এবং পরবর্তীতে যাচাই বাচাই করে দেখা যায় মেয়েটির উচ্চতার প্রয়োজনীয় মাপের চেয়েও ১ইঞ্চি কম। এর ফলে নিয়োগ বোর্ড তার নিয়োগটি বাতিল করে। কিন্ত ঐশি আমার (চেয়ারম্যান) বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে ও সংবাদ প্রকাশ করে এবং সামাজিক ও রাষ্ট্রিয়ভাবে মান ক্ষুণ করে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, নিয়োগটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো নিয়োগ বাতিলের চিঠি ইস্যূ হয়নি। রেজুলেশন করে নিয়োগটি বাতিল করা হবে।
হবিগঞ্জ জেলার মাধবপুরে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে মোটরসাইকেল সহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ১৯ মে ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আদাঐর ইউনিয়নের মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে।জানা গেছে জাতীয় দৈনিক এই বাংলা'র মাধবপুর প্রতিনিধি নারায়ণ সরকার নয়নের উপর হামলা চালিয়ে দূর্বৃত্তরা একটি Afacee 4v 160 cc মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে নারায়ণ সরকার নয়ন জানান,সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী। ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা তার। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।এ বিষয়ে নয়ন সরকার মাধবপুর থানার একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে এস আই সাইদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে হিরেন্দ্র সরকার হিরোর ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে, ওসি তদন্ত বলেন স্যার ছুটিতে আছেন।আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্বপ্রতিবেদক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জয় পেলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।
সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।’
এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’
এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩ হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ৬ হাজার ৯৯৪ জন।
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ফের অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় একজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভের দুই শহরে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে।
রাশিয়ান মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের
বৃহস্পতিবার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচাক লিখেছেন, ওডেসায় রুশ বাহিনীর হামলায় আরও দুইজন আহত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভের দেসনিয়াস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবরও জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কেন্দ্রীয় ভিনিতসিয়া অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। স্থানীয় মিডিয়ার খবরে খামেলিতস্কি অঞ্চলেও বিস্ফোরণের রিপোর্ট জানানো হয়েছে।
এ দিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ৯ বারের মতো ব্যাপক হামলা চালালো রাশিয়ান বাহিনী। ইউক্রেনের বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিল তখনই ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।