Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

বাংলাদেশের আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মে চেমসফোর্ডেই অনুষ্ঠিত হবে।

বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও।

গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই।

পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী।


আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন বাইডেন

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে জি-২০ সম্মেলন। বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী এ জোটে অংশ নিয়েছেন। এতে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের প্রভাবশালী নেতারা।

ভারতের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ সদস্য নয় এমন ৯টি দেশকে আমন্ত্রণ জানায় ভারত। সে হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের বৈঠকের বিরতির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে নিজ মোবাইল ফোন দিয়ে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেলফিতে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ। সেলফি তোলার পাশাপাশি তাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা গেছে।

এর আগে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ও বিশ্ব মানবতা অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতাই একমাত্র পথ। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতসহ মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে বাংলাদেশ সময় সকাল ১০টার কিছু পরে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। 


আরও খবর



মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু মারা গেছে

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকার মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।


আরও খবর



মাগুরায় পুখুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ২৪জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:শনিবার ৩০ সেপ্টেম্বর  সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে সালেহা বেগম নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, মাগুরা টিভি ক্লিনিক পাড়ার মুন্সি মনিরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন সালেহা বেগম ও তার পরিবার। শুক্রবার সকাল ৬ টা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তিনি মাঝে মাঝেই শারীরীক ভারসাম্য হারিয়ে ফেলতেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। সম্ভবত তার মৃগী রোগ ছিলো। এ কারনেই তার পুকুরে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে  পাওয়ার পর পুরো বিষয়টি জানা যাবে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



নবীনগর নান্দুরা গ্রামের খালের পানিতে ভেসে উঠলো প্রাইভেটকার

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ২২৯জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ  নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি খালে প্রাইভেটকার ভেসে উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল তৈরি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন নান্দুরা গ্রামের পূর্বপাশের খাল থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলে।জানা যায়, বুধবার সকালে খালের পানির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রং এর গাড়িটি ভেসে উঠে।

তখন স্থানীয় বাসিন্দা লাল মিয়া নামের এক ব্যাক্তি গাড়ীটি দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে গাড়ীটি উদ্ধার করেন।নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার কুড়িঘর মহেশ সড়কের পাশের নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভীর জমায়।

পরে পুলিশকে খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খাল থেকে পাড়ে তুলে আনে। একই সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা খালে তল্লাশি চালায়। এসময় একটি মোবাইল ফোন ও শার্ট পাওয়া যায়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



"রয়েল লাউঞ্জ বাফেট এন্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: অদ্য ১৯/০৯/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: আক্তারুজ্জামান এর নেতৃত্বে "রয়েল লাউঞ্জ বাফেট এন্ড রেস্টুরেন্ট" সেক্টর-৩, উত্তরা, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘরটি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। রেস্টুরেন্টের রান্নাঘরের রেফ্রিজারেটরে পঁচা-বাসি খাবার লেবেলবিহীন অবস্থায় মজুদ করতে দেখা যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক নিবন্ধন অর্থাৎ প্রিমিসেস লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।  

অভিযান পরিচালনাকালে "রয়েল লাউঞ্জ বাফেট এন্ড রেস্টুরেন্ট" কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: হারুনূর রশীদ ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


আরও খবর