Logo
আজঃ Tuesday ০৭ February ২০২৩
শিরোনাম

বান্দরবানে মিয়ানমার সীমান্তে গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

প্রকাশিত:Tuesday ১৫ November ২০২২ | হালনাগাদ:Tuesday ০৭ February ২০২৩ | ৮৭জন দেখেছেন
Image

নিজস্ব প্রতিবেদক; বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌ম ইউনিয়নের তুমব্রু সীমা‌ন্তের কোনারপাড়ায় মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে  কক্সবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়। আজ সোমবার রাত ৮টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রিপন চৌধুরী বলেন, রাত ১০টার দিকে গুলিবিদ্ধ এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে গুলিবিদ্ধ র‌্যাব সদস্যের নাম জানাতে পারেননি তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান রোধে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ সদস্যরা মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে এ গোলাগু‌লি হয়েছে তা এখনও বলতে পারছি না।

নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার, সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়দেব বলেন, ‘কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নো নিশ্চিত হতে পারিনি।’

এদিকে, এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে র‌্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে।


আরও খবর