
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রবাহমান চিত্রানদী জলমহলের নামে ইজারা নিয়ে শর্তভঙ্গ করে সাব লিজের অভিযোগ উঠেছে এক ইজারাদারের বিরুদ্বে। চিত্রানদী জলমহালের অধীনে ৩০টি মৌজায় এলাকায় শতশত জেলে সম্প্রদায় রয়েছে। এতে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইজারা প্রথা বাতিল করে উম্মুক্ত করার দাবী জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি ও প্রান্তিক জেলেরা।সরেজমিন তদন্ত করে সাব-লিজ বাতিলসহ জলমহালটি উম্মুক্ত করতে ভুমি মন্ত্রনায়লকে অবহিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী ও সদর উপজেলার মধ্যে দিয়ে বয়ে চলা প্রবাহমান চিত্রানদী। বাংলা বছরের ১৩৯৭ সালে ভুমি জরিপে নদীর ৩২২ একর বদ্ধ ও ১১৭ একর উম্মুক্ত মোট ৪৪০ একর জমি বদ্ধ জলমহাল হিসাবে সায়রাভুক্ত হয়।এরপর থেকে সরকারের কাজ থেকে ইজারা নিয়ে মাছ আহরণ করে থাকে স্থানীয় মৎস্য সমিতির লোকজন।সবশেষ বাংলা ১৪১৮ থেকে ১৪২৯ সন পর্যন্ত বছরে ১ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকায় চিত্রানদী জলমহল ইজারা নেয় বাগেরহাট সদরের কুলিয়াদাইড় মৎসজীবী সমিতির লিমিটেড। কিন্তু সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা ইজারার চুক্তির তোয়াক্কা না করে সাব লিজ দিয়ে নদীতে কুমার ও বাধাজাল ব্যবহার করে মাছ শিকার করে আসছেন। দখলে থাকা ওই জলমহালের পাশর্ববর্তী খালগুলো দখলের নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযাগ করেন স্থানীয় জেলেরা। যার ফলে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্থদের শিকার হয়। ইজারা প্রথা বাতিল করে উম্মুক্ত করার দাবী জানান এলাকাবাসি ও প্রান্তিক জেলেরা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, নামমাত্র ইজারা নিয়ে বাধাগ্রস্থের ফলে প্রবাহমান নদীটি মরতে বসেছে।
এতে শতশত জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছে। ইজারা বাতিল করে উম্মুক্ত হলে অসহায় জেলেরা মাছ আহরণ করে এবং কৃষি কাজে সেচ সুধিবা পাবে বলে জানান এই জনপ্রতিনিধি। সাব লিজ নেওয়ার কথা জেলেরা স্বীকার করলেও বাগেরহাটের কুলিয়াদাইড় মৎস্যজীবী সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা লিজ দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বর্তমানে খাজনার টাকা উঠে না নিয়ম মেনেই লীজ নেওয়া হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রবাহমান চিত্রানদী জলমহলের নামে ইজারা নিয়ে শর্তভঙ্গ করে সাব লিজের অভিযোগ আসছে ইজারাদারের বিরুদ্বে। এই অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে সাব-লিজ বাতিলসহ জলমহালটি উম্মুক্ত করতে ভুমি মন্ত্রনায়লকে অবহিত করা হবে বলে জানান ।