Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বাগেরহাটে হরিণের মাংসসহ দুই যুবক আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ শওকত সরদার (৩৭ও শেখ হেকমত আলী (৩৯নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার সংলগ্ন ব্যাংকের মোড় থেকে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।


আটককৃতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত সরদার  এবং রামপাল উপজেলার ব্রী চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।


তিনি বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস বিক্রির জন্য অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে মাংস ধ্বংস করা হয়েছে।


আরও খবর



আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলংকা

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচকে এক বাক্যে এভাবেই বলা যায়। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যেখানে শেষ হাসি হেসেছে শ্রীলংকাই। আফগানদের হৃদয় ভেঙে পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের সুপার ফোরে।

গ্রুপ ‘বি’ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। অন্যদিকে ভালো রানরেট নিয়ে সুবিধাজনক স্থানে ছিল শ্রীলংকা। তাই এই ম্যাচে শুধু জয়ই না, ব্যবধানও বড় হওয়া দরকার ছিল আফগানদের। ৩৭ ওভার ১ বলের মধ্যে পৌঁছাতে হতো শ্রীলংকার দেওয়া ২৯২ রানের লক্ষে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ রান পিছিয়ে থেকে অলআউট হয় আফগানরা।

তবে এই ম্যাচে হিসাবের গড়বড়েরও খেসারত দিতে হয়েছে আফগানিস্তানকে। ৩৭.১ ওভার শেষেও জয়ের সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। যদি ৩৭.৪ বলের মধ্যে দলটি ২৯৫ রান করত তাহলেও আসত জয়। সেই হিসেবে, ২৮৯ বা ২৯০ থেকে একটি ছক্কা বা ২৯১ থেকে একটি চার মারলেই চলত। তবে সেটি বুঝতে না পেরে আগেই হাল ছেড়ে দেয় আফগানিস্তান।

শেষদিকের পরিস্থিতি বিশ্লেষণ করলে- শেষ সাত বলে আফগানিস্তানের দরকার ছিল ১৫ রান। ৩৭তম ওভারে বলে আসেন লংকান তরুণ স্পিনার দুনিথ ভালালাগে। ওভারের তিনটি বল দিলেও বাকি ৩ বলে তিনটি চারে ১২ রান তুলে নেন রশিদ খান। তাই মহাগুরুত্বপূর্ণ ৩৮তম ওভারের প্রথম বলে দরকার হয় ৩ রানের, ২ রান নিলেও ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে ধনাঞ্জায় ডি সিলভার করা সেই বলে লং অনে ক্যাচ উঠিয়ে দেন মুজিব-উর-রহমান। তখনই সুপার ফোরের উল্লাসে মাতে শ্রীলংকা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রশিদসহ আফগানিস্তান শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। এরপর গুরুত্বহীন হয়ে পড়া ম্যাচে শেষ ব্যাটার হিসেবে নামেন ফজলহক ফারুকী। তবে তিনিও দলকে নিতে পারেননি জয়ের বন্দরে। ওই ওভারেরই চতুর্থ বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলে শেষ হয় ইনিংস।

৩৭ ওভার ১ বলের মধ্যে ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়েন রহমত শাহ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ১২১ রানের মাথায় ৪০ বলে ৪৫ রান করে ফেরেন রহমত। এরপর নামেন মোহাম্মদ নবী। মারকুটে ব্যাটিংয়ে চাপে পড়া আফনিস্তানকে টেনে তোলেন এই ব্যাটার। হাশমতকে নিয়ে গড়েন ৮০ রানের জুটি, যেখানে নবীর একারই সংগ্রহ ৬৫ রান। মাত্র ৩২ বলে ৬ চার ও ৫ ছক্কায় এই রান করেন তিনি।

এরপর লংকান তরুণ স্পিনার দুনিথ ভালালাগে এসে খেলা ঘুরিয়ে দেন। এক ওভারের মধ্যে ফিরিয়ে দেন ১৩ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলা করিম জানাত ও একপ্রান্ত আগলে পড়ে থাকা অধিনায়ক হাশমতকে। তবে শেষদিকে রশিদ খান (১৬ বলে ২৭*) ও নাজিবুল্লাহ জাদরান (১৫ বলে ২৩)। চেষ্টা করলেও তীরে গিয়ে তরী ডোবে আফগানিস্তানের।

এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান করে শ্রীলংকা। এদিন ৬৩ রানের ওপেনিং জুটি গড়েন দুই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্মে। তবে গুলবাদিন নাইবের তোপে পড়ে ৮৬ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায়। চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়েন চারিথ আসালঙ্কা এবং মেন্ডিস। ১৮৮ রানের মাথায় আসালঙ্কাকে বিদায় করে ব্রেকথ্রু এনে দেন রশিদ খান। এরপরই শুরু হয় ছন্দপতন। রশিদ ও মুজিবের তোপে পড়ে ২২৭ রান তুলতেই হারিয়ে বসে প্রথম ৭ উইকেট। এরই মধ্যে দুর্ভাগ্যজনক এক রান আউটে কাটা পড়েন সেঞ্চুরির কাছে যাওয়া কুশল মেন্ডিস (৯২)।

এরপরই দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন মূলত বোলার দুনিথ ভালালাগে এবং মহেশ থিকসানা। নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে থিকসানা (২৪ বলে ২৮) আউট হলেও ততক্ষণে এই জুটি গড়ে ফেলেন ৬৪ রানের জুটি। ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ভালালাগে। শেষ পর্যন্ত ৮ উইকটে হারিয়ে ২৯১ রান তোলে লংকানরা।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল গুলবাদিন নাইব। ১০ ওভারে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট রশিদের। সমানসংখ্যক ওভারে মুজিব নিয়েছেন ১ উইকেট। তবে কোনো উইকেট না পেলেও সমান ওভারে মাত্র ৩৫ রান দিয়েছেন মোহাম্মদ নবী।


আরও খবর

বাংলাদেশ সিরিজ হারল নিউজিল্যান্ডের কাছে

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




সিরাজগঞ্জে মেডিকেল হাসপাতালে রাত হলেই ডাক্তার নার্সদের দেখা মেলে না

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাত হওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দেখা মেলা না। আজ রাত ২টার দিকে মীর মোঃ মুন্নার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এমন ঘটনা ছড়িয়ে পড়লে জেলার সচেতন মানুষ বিস্মিত হয়ে কমেন্টসের নানান বিষয় মন্তব্য করতে শুরু করেন।

দিনের বেলা ঠিক থাকলেও রাতের শিফট্ ভাগ হলে ডাক্তার তেমন থাকে না। ডাক্তার না পেয়ে গতকাল রাতে তাড়াশ থেকে নিয়ে আসা এক রোগীকে পাশ্ববর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এমনটাই বলেছেন ভর্তি হওয়া সুমনার স্বামী রাকিব।সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত ২টার দিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরকার দলীয় কাজে উল্লাপাড়া থেকে আসার সময় হঠাত অসুস্থ হয়ে পরে। শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোঃ মুন্নাকে অবহিত করলে তিনি শহীদ এম.মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ছুটে আসেন এবং কর্তব্যরত চিকিৎসকের খোঁজাখুঁজি শুরু করেন। রোগীর অবস্থা আরো জটিলতা দেখা দিলে মীর মুন্নার আত্মচিৎকার ও ডাকাডাকিতে দরজার শিকল খুলে নার্স এগিয়ে এসে ডাক্তার নাই বলে চলে যেতে থাকে এমন সময় তাকে রোগীর অবস্থা বললে কর্তব্যরত ডাক্তারকে ফোন দেয়। দায়িত্বে থাকা ডাক্তারের নাম জানতে চাইলে তিনি বলেন আজকে ডাঃ আলামিন স্যার থাকার কথা কিন্তুু তিনি বাসায় আছেন। বারবার ফোন দিচ্ছি তিনি ধরছেন না পরে ফোন নাম্বার নিয়ে পুনরায় ফোন দিলে তার ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখে।ডাক্তার ও নার্সদের অবহেলার বিষয়ে জানতে চাইলে পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। আমি এর সত্যতা পেলে জড়িত ডাক্তারের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো।উপ-পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তবে এটি খুবই দুঃখজনক। এখানে জরুরী বিভাগে ২৪ঘন্টা সেবা দেওয়া হয়ে থাকে। ডাক্তার ও নার্সদের থাকার জন্য এসিসহ অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। আমাদের করা নির্দেশনা দেওয়া আছে কোন ধরনের ডাঃ অসাধুপায় অবলম্বন করলে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো নেওয়া হবে।

আরও খবর

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ মৃত্যু

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




সুনামগঞ্জে নদী ভাঙ্গনের কবলে শতশত গ্রাম: বাড়ছে সহিংসতা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্তে অবস্থিত যাদুকাটা, চলতি ও চেলা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে শতশত গ্রাম। এজন্য ভোক্তভোগীরা অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনকে দায়ী করছে। গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেলে জেলার দোয়ারাবাজার সীমান্তের চেলা নদীর তীর কেটে বালি উত্তোলন নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ১৫জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোশাহিদ আহমদ (৬৫), আব্দুস সালাম (৬০), আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫), কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলাম (২৫) কে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিয়ে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যাদুকাটা নদীতে ডুবে আবু সাইদ নামের এক বালি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও ভোক্তভোগীরা জানান- সরকার কর্তৃক সীমানা নির্ধারণ করে জেলার তাহিরপুর উপজেলা সীমান্ত নদী যাদুকাটা, বিশ^ম্ভরপুর উপজেলা সীমান্ত নদী চলতি ও ছাতক-দোয়ারাবাজার সীমান্ত নদী চলতি লীজ প্রদান করা হলেও আইন অমান্য করে প্রতিদিন নদীর তীর কেটে বালি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ফলে ৩ নদীর দুইপাড়ে অবস্থিত শতশত গ্রাম ও রাস্তাঘাট ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়া ইতিমধ্যে অনেকের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েগেছে। সবকিছু হারিয়ে অনেকেই হয়েছে নিঃস্ব। অন্যদিকে নদীর তীর কেটে বালি বিক্রি করে অনেকেই আবার হয়েগেছে কোটিপতি। সরেজমির গিয়ে দেখা গেছে- চেলা নদীর তীরে অবস্থিত নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও, সারপিনপাড়া, সোনাপুর, রহিমেরপাড়া, দৌলতপুর ও যাদুকাটা নদীর তীরে অবস্থিত লাউড়গড়, বিন্নাকুলি, রাজারগাঁও, মানিগাঁও, আদর্শগ্রাম, মিয়ার ছড়, সোহালা, পাঠানপাড়া, সাদেরখলা, বাঘগাঁও, ঢালারপাড়, মোদেরগাঁও, ঘাগড়া গ্রামসহ বিশ^ম্ভরপুর উপজেলা সীমান্তের চলতি নদীর ভাঙ্গনে, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলী জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয় অসাধু চক্ররা অপরিকল্পিত ভাবে তীর কেটে অবাধে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন ক্রমশ বেড়েই চলেছে। এজন্য ইতোমধ্যে অনেকেই তাদের বসতবাড়ি অন্যত্র সড়িয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। এব্যাপারে পূর্বচাইরগাঁও গ্রামের ভোক্তভোগী শাজাহান মিয়া বলেন- আমার সবকিছু নদীগর্ভে চলে গেছে। আমি এখন অন্যের বাড়িতে মাঁচা তৈরি করে বসবাস করছি। সারপিনপাড়া এলাকার ভোক্তভোগী আজাদ মিয়া, সানুর আলী ও মঈনুল ইসলাম বলেন- নদী আমাদের বসতবাড়ি ও জায়গা-জমি সব গিলে খেয়েছে। এপর্যন্ত আমরা ৫ বার বসতবাড়ি স্থানান্তর করেছি। কিন্তু আমাদের দুঃখ-কষ্ঠ দেখার কেউ নাই। স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উদ্দিন বলেন- বালু খোকোরা দীর্ঘদিন যাবত নদী লুটে খাচ্ছে। কিন্তু এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়না। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন- সম্প্রতি যাদুকাটা নদীতে ডুবে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়েছে শতশত মানুষ। অবৈধ বালি খেকোদের অন্যায়ের প্রতিবাদ করে কোন লাভ হয়না। এব্যাপারে প্রশাসনের সহযোগীতা জরুরী প্রয়োজন। দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল-তানভীর আশরাফী চৌধুরী বলেন- শুধু চেলা নদী নয়, আমার উপজেলার সুরমা ও খাসিয়ামারা নদীর ভাঙ্গনেও মানুষ ক্রমশ নিঃস্ব হচ্ছে। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা সাংবাদিকদের জানান- পাহাড়ি নদী চেলাসহ অন্যান্য নদীর তীব্র ¯্রােতে নদী তীরবর্তী গ্রামগুলো ক্ষতিগ্রস্থ হয়। নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ নির্মাণে বড় প্রকল্প প্রয়োজন। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা যদি ডিও লেটার দেন, তাহলে বড় প্রকল্প বরাদ্দ সম্ভব।


আরও খবর



আবহাওয়া অফিস ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপটি ভারতের উত্তর উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 এ অবস্থায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 রংপুরে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায়। 


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




আ.লীগ নেতাকে আবারও রাজাকার বললেন এমপি নিক্সন

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে রাজাকার বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি বলেন, কাজী জাফরউল্লাহ সাহেব আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন, আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা বোনদের ইজ্জত নিয়েছে। আপনি তো বড় রাজাকার ছিলেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আমি করোনার সময় পরিবারের কথা চিন্তা না করে জনগণের পাশে ছিলাম, আর আপনি তো করোনার সময় দুই বছর ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন। জনগণকে কীভাবে ভালোবাসতে হয় সেবা করতে হয় তা আপনার জানা নেই।

তিনি বলেন, জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছে। আপনাকে এখনও নৌকা দেয় নাই, ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব। আপনি বলেন যে ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই, করোনাকালে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে ছিলাম। আপনি ভয়ে ঘর থেকে বের হন নাই, আর আপনি বড় বড় কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, কাজী সাহেব আপনি বিগত দিনে অনেক ধমক-ভয় দেখাইছেন, আর না। এবার যদি কিছু বলেন ভাঙ্গায় আপনাকে এক মিনিটও দাঁড়াইতে দেব না। ভাঙ্গার জনগণ আপনাকে দেখিয়ে দেবে যে নিক্সন চৌধুরী কী জিনিস।

উল্লেখ্য, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলায় এক অনুষ্ঠানে কাজী জাফরউল্লাহ রাজাকার বলেছিলেন এমপি নিক্সন।


আরও খবর