Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

বাধা যতই আসুক, লাখ ভোটের ব্যবধানে মা জিতবে: জাহাঙ্গীর

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুন দুই লাখ ভোটের ব্যবধানে জিতবে বলে জানিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আজ বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘যত বাধাই দেওয়া হোক আমার মা ২ লাখ ভোটের ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। কোনভাবেই আমার মা’র বিজয় কেউ ঠেকাতে পারবে না।

কয়েকটি ভোটকেন্দ্রে জায়েদা খাতুনের কোনো এজেন্ট ছিল না- এজেন্ট দেননি কেন জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সব জায়গায় এজেন্ট দিয়ে এসেছি। হয়তো কোনো কোনো জায়গায় বের করে দিয়েছে। তাতেও কিছু হবে না। আমার মা জিতবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল চারটা পর্যন্ত। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩২ প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরও খবর



গাইবান্ধায় কবর থেকে ৭ টি কঙ্কাল চুরি

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ ওঠেছে।শুক্রবার (১৯ মে) দিবাগত রাতে এসব কঙ্কাল চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।শনিবার (২০ মে) বিকেলে  উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর (উত্তরপাড়া) এলাকায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভির জমে।ওই গ্রামের বাসিন্দারা বলেন, শনিবার বিকেলে একটি কবর খনন দেখে সন্দেহ হয়।

এরপর আরও ৬টি কবরের একই অবস্থা দেখা যায়। কয়েক বছর আগের পুরাতন কবর খননে কঙ্কাল চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌকির হাসান রচি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি ব্যাপারটি থানায় জানিয়েছেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ ঘটনাটি লোকমুখে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক গাইবান্ধা কোর্ট পুলিশ অফিস ও এ সার্কেল অফিস পরিদর্শন

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা: রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহামুদ কর্তৃক গাইবান্ধা কোর্ট পুলিশ অফিস ও এ সার্কেল অফিস পরিদর্শন করেছেন। ০৬ মে  রোববার সকালে  ডিআইজি গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা পুলিশ স মোঃ কামাল হোসেন।এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে  ডিআইজি  গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসের নথিপত্র, মালখানা, ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেন । কোর্টে কর্মরত অফিসার - ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 
ডিআইজি  বার্ষিক পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। 

পরে তিনি এ-সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),  ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),  উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল),  শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (সদর থানা), ওসি ডিবি, টিআই প্রশাসন, ডিআইও-১, আর আই (পুলিশ লাইন্স),গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্স ও ফোর্সবৃন্দ।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমিকান দেশ গায়ানার এক স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

দেশটির তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনের একটি হৃদয় বিদারক আপডেট নিয়ে এসেছি। আগুনে আমরা অত্যন্ত সুন্দর আত্মা হারিয়েছি। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েজন।

তবে হতাহতের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি। হতাহতরা শিক্ষক, কর্মচারী না শিক্ষার্থী তা উল্লেখ করা হয়নি। এ ছাড়া ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে তাও দেশটির কর্তৃপক্ষ জানায়নি।


আরও খবর



ডেমরায় নকশা বহির্ভূত নির্মাণধীন ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ 

রাজধানীর ডেমরায় নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত অংশ অপসারণসহ বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।


সোমবার (৮ মে) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ও অথরাইজড অফিসার রাজীবুল ইসলাম এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।এ সময় রাজউকের ইমারত পরিদর্শক মাসুদ রানা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।


অভিযানে ডেমরা কোনাপাড়া আল-আমিন রোড প্রধান সড়কে  ডগাইর মৌজার ৯৬৭ নং দাগে বেইজমেন্টসহ ১৪ তলা ভবনের অনুমোদন নিয়ে নকশা বহির্ভূত ভাবে চারপাশে কোন জায়গা না ছেড়েই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।সোহরাব হোসেন নাদু শেখ গং ৯৬ জন মিলে অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করছে।


  নির্মাণাধীন ঐ ভবনে রাস্তার পাশের ৪ টি কলাম ভেঙ্গে অপসারণ করা হয়। এবং ভবন মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবশিষ্ট নকশা ব্যতয়কৃত অংশ ভেঙে ফেলতে সময় দিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়।

আল-আমিন রোডের ছায়াকুঞ্জ ভবনে নকশা ব্যতয় করে দেলোয়ার হোসেন নামের এক ভবন মালিক নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙে ফেলতে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সময় বেঁধে দেয়া হয়।

এছাড়াও ডেমরা আল-আমিন রোডের বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এলাকায় আপন সিটি বিল্ডার্স নামক একটি ডেভলপার কোম্পানি কর্তৃক নির্মিত ভবনে অভিযান পরিচালিত হয়। নকশা বহির্ভূত ভাবে সেখানে নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাজউক।


রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথোরাইড অফিসার, ইমারত পরিদর্শক ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে। 



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক মাসুদ রানা দৈনিক সকালের সময়কে জানান,অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে রাজউকের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। 




আরও খবর



মেষ,যশ-খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে, ​বৃশ্চিক আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফলে সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। আপনার যশ-খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ ভাবে সম্মানিত হতে পারেন। ভৌতিক উন্নতির যোগ রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের সন্ধ্যার মধ্যে কোনও বিশেষ চুক্তি সম্পাদন হতে পারে। যা আপনার ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাবে।

আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
বৃষ রাশির ব্যবসায়ী জাতকরা নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। কোনও স্থানের যাত্রা আপনারে মানসিক শান্তি প্রদান করবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সাহায্য লাভ করবেন। আইনি বিবাদে আপনারাই সাফল্য লাভ করবেন। ছাত্রের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকদের সাহায্য প্রয়োজন হবে। সন্ধ্যা পর্যন্ত একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক কাজ পূরণে সময় ব্যয় করবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা আজ নিজের পছন্দের কাজ করবেন। অধিকাংশ কাজে পরিজনদের সহযোগিতা লাভ করবেন। তারা আপনার পাশে থাকবেন। পরিবারের কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার হাতে আসবে। পরিশ্রম করে সময়ের মধ্যে সেই কাজ পূর্ণ করবেন।

ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকদের অফিসে চিন্তাভাবনা অনুযায়ী পরিবেশ গড়ে উঠবে। এতে সহকর্মীদের সাহায্য লাভ করবেন। শত্রু আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আজ যে কাজ করবেন, ভবিষ্যতে তার দ্বারা লাভ হবে। ব্যবসার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য পরিকল্পনা তৈরি করবেন। আলস্য ত্যাগ করলে কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করতে ব্যস্ত থাকবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে, এর ফলে সন্ধ্যা নাগাদ ক্লান্তি অনুভব করবেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন। এর ফলে জীবনসঙ্গী আনন্দিত থাকবে। কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। রাতের বেলা কিছু বিশেষ বিষয়ে মা-বাবার সঙ্গে আলোচনা করবেন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
আজ কন্যা রাশির জাতকরা পরিবারের শুভ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বন্ধুকে ভেবেচিন্তে ঋণ দেবেন, কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সংযমী ও সতর্ক হন। তা না হলে আশপাশের লোকেদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকদের কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিবাদের সমাধান হবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় হতাশ হবেন। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে মন সন্তুষ্ট হবে। দীর্ঘদিনের পারিবারিক অবসাদ আপনার দুশ্চিন্তা বাড়াবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ভালো। আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন, কারণ আপনারা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে পরিজনদের সমস্ত চাহিদা পূরণ করবেন। পরিবারে সুখ, শান্তি ও স্থায়িত্ব থাকবে। চাকরি ও ব্যবসায় নতুনত্ব আনলে পরবর্তীকালে এর দ্বারা লাভবান হবেন। সন্ধ্যায় পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতকরা আজ কোনও কাছের মানুষের জন্য টাকা জোগাড় করতে পারেন। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ হবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন, তবে তা আপনাকেই চিহ্নিত করতে হবে। দৈনন্দিন কাজ ছাড়াও আজ নতুন কিছু করবেন। এর দ্বারা লাভবান হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকরা অংশীদারীর ব্যবসা করলে, তাতে ভালো মুনাফা লাভ করবেন। একাধিক কাজ হাতে নিলে আপনার মন বিভ্রান্ত হতে পারে। বাড়ির প্রতিদিনের কাজ পূরণ করার সুবর্ণ সুযোগ পাবেন। ছেলে-মেয়ের বিবাহ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ কোনও রোগ তাকে চিন্তিত করতে পারে।

ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
​কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ দীর্ঘদিনের ক্লান্তি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন ভালো। লাভের নতুন সুযোগ পাবেন, তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছাত্রছাত্রীরা বিদেশ গিয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক জীবনে জনপ্রিয়তা অর্জন করবেন।

৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে কোনও পরিকল্পনা তৈরি করতে পারেন, কারণ এর দ্বারা ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। অসহায় ব্যক্তির সাহায্য করুন। বুদ্ধি প্রয়োগ করে সমস্ত কিছু লাভ করতে পারেন। মধুর ও মৃদু ব্যবহারের সাহায্যে সন্ধ্যার মধ্যে পরিবারের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।


আরও খবর