Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাবা মার কবর জিয়ারত করে মনোনয়ন কিনতে ঢাকায়! গোলাম রাব্বানী

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর থেকে:বাবা মার কবরসহ গ্রামের কবরস্থান  জিয়ারত  করে মনোনয়ন কিনতে গেলেন ঢাকায় গোলাম রাব্বানী। তিনি রাজশাহী -১ ( তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়ন কিনতে শনিবার  ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন বলে নিশ্চিত করেন রাব্বানী  । এর আগে গত শুক্রবার  রাব্বানী তার নিজ গ্রাম তানোর উপজেলার প্রকাশ নগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাবা মায়ের কবরসহ গ্রামের প্রয়াত ব্যক্তিদের গোরস্থান  জিয়ারত করেন । এসময় মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আ"লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  সাবেক চেয়ারম্যান মুসলেম উদ্দিন প্রামাণিক, তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি রাজিব সরকার হিরোসহ বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গোলাম  রাব্বানী তানোর উপজেলা আ"লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার দুবারের মেয়র এবং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপির)  দুবারের চেয়ারম্যান ছিলেন। বিগত ২০১৮ সালে প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন  চেয়েছিলেন। কিন্তু পান নি। গত ২০২১ সালে রাব্বানী এমপি ভোট করার জন্য পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করেননি। রাব্বানীর পিতা প্রয়াত আলহাজ্ব  মাহাম পাঁচন্দর ইউপির চেয়ারম্যান ছিলেন। তাদের পরিবার আ"লীগের পরিবার। তার দাদাও ছিলেন পঞ্চায়েত প্রধান। ছাত্র জীবন থেকেই গোলাম রাব্বানী ছাত্র লীগ থেকে রাজনীতি শুরু করেন। প্রায় শত বছরের রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত ও উপজেলার সম্ভ্রান্ত আ"লীগ পরিবারের সন্তান তিনি।দলীয় সুত্র জানায়, তৃনমুল থেকে উঠে আসা জনপ্রতিনিধি গোলাম রাব্বানী। বিগত ২০১৮ সালে তিনি মনোনায়ন চাইলেও মেয়র থাকার কারনে তাকে এমপি টিকিট দেয়া হয়নি বলে রাজনীতির মাঠে প্রচার রয়েছে। 

সিনিয়র নেতারা জানান,  উপজেলার প্রায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা গত শুক্রবার রাব্বানীর নিজ গ্রাম প্রকাশনগরে আসেন। জুম্মার নামাজ পর গ্রামবাসী ও দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনগণের কাছে দোয়া চান।সাবেক কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামাণিক বলেন, রাব্বানী একেবারেই তৃনমুল থেকে উঠে আসা একজন পরিক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আসছেন। গত ২০১৮ সালে জাতীয় নির্বাচনে এমপির টিকিট চেয়েছিলেন। কিন্তু মুন্ডুমালা পৌরসভার মেয়র থাকার কারনে তাকে টিকিট দেয়া হয়নি। শুধু মাত্র এমপির টিকিটের জন্য রাব্বানী পৌরসভার ভোট করেননি। তৃনমুল নেতাকর্মী থেকে শুরু করে আপামর তানোর গোদাগাড়ী বাসীর একটাই চাওয়া আগামী নির্বাচনে যেন ক্লীন ইমেজের এই নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। কারন রাব্বানী পৌর ও ইউনিয়ন পরিষদের দুবার করে চারবারের জনপ্রতিনিধি ছিলেন। যেহেতু পরিক্ষিত ক্লীন ইমেজের নেতাদের মনোনায়ন দিবেন, সেদিক বিবেচনা করলে রাব্বানীর বিকল্প নাই বলে তিনি মনে করেন। তারপরও দেশরত্ন যাকেই নৌকা প্রতীক দিবেন তার হয়ে সবাই কাজ করবে।

সাবেক ছাত্র লীগ নেতা পাপুল সরকার বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। সবারই উপরে উঠার একটা ইচ্ছে থাকে। রাব্বানী তৃনমুল থেকে উঠে আসা একজন নেতা। তিনি যখন কোন সভা করেন শোনা মাত্রই শতশত নেতাকর্মী হাজির হন। দুই উপজেলায় রাব্বানীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সবদিক বিবেচনা করলে রাব্বানীই যোগ্য প্রার্থী। তবে দেশরত্ন যাকেই নৌকা প্রতীক দিবেন আমরা সবাই তার হয়েই কাজ করব।

গোলাম রাব্বানী বলেন, শনিবার ঢাকার উদ্দেশ্য রওনা দিব। এর আগে গত শুক্রবার আমার নিজ গ্রামে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আশপাশের কয়েক গ্রামের মানুষ কে নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল করা হয়। সেখানে উপজেলার আ"লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনি মনোনয়নের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি জানান, বিগত ২০১৮ সালের নির্বাচনে মেয়র থাকার কারনে মনোনয়ন পায়নি। হাই কমান্ডের নির্দেশনায় মেয়রের ভোট করিনি। শুধু মাত্র এমপি ভোট করার জন্য। আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে ৯৫% আশাবাদী। কোন কারনে যদি না পান সেক্ষেত্রে কি করবেন জানতে চাইলে তিনি জানান, দেশরত্ন যাকে নৌকা প্রতীক দিবেন তার হয়েই কাজ করব। কারন রক্তে লিখা বঙ্গবন্ধুর আদর্শ, সেখান থেকে ফিরে আসার উপায় নাই। তবে আমি খুবই আশাবাদী আমাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলেও দৃঢ় বিশ্বাস তার।

আরও খবর



অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী আব্দুল জলিল হাওলাদারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার ও বিভিন্ন দামী ব্রান্ডের কসমেটিকসের মোড়ক সংরক্ষনের অপরাধে এই জরিমানা করা হয়। সেই সাথে বেশকিছু সিল ও মোড়ক পুড়িয়ে ফেলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

তিনি বলেন, বিএসটিআই ও বিভিন্ন ব্রান্ডের সিল তৈরি করে নকল প্রসাধনীর প্যাকেটে লাগিয়ে বাজারজাত করতেন জারা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী । এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রসাধনী নকল কিনা তা পরীক্ষার জন্য কিছু প্রসাধির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। যা ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্টে নকলের প্রমান পেলে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।

জারা এন্টারপ্রাইজের বাজারজাত করা পন্যের মধ্যে রয়েছে, ফগ বডি স্প্রে, সাইবা বিউটি ক্রিম, রেইন এক্সরে, স্পানিশ অলিভ অয়েল, আমলকি হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী রয়েছে।


আরও খবর



আইপিএলের নিলামে সাকিব-লিটন নেই, মাহমুদউল্লাহ

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই সাকিব আল হাসানকে নিয়ে বাড়তি উন্মাদনা। বিশ্বসেরা এই অল-রাউন্ডার কোন দলে খেলবেন এ নিয়ে বেশ আলোচনাও হয়। লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম একজন সাকিব আল হাসান। তবে সেই জৌলুস শেষ হতে চলল।

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে সাকিব। এবার নেই আইপিএলের ড্রাফটের তালিকায়। গত আসরের নিলামে ভিত্তি মূল্যে বাংলাদেশের দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান আর লিটন দাসকে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স।

দল পেলেও সাকিব সেবার খেলেননি, অন্যদিকে লিটন খেলতে গেলেও ম্যাচ পান কেবল একটি। এবার নিলামের আগে দুজনকেই ছেড়ে দেয় কলকাতা। সুযোগ ছিল নিলামে থাকার, তবে সুযোগ নেননি তারা। সাকিব-লিটন নাম না দিলেও নাম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশের ছয় ক্রিকেটার।

চলতি মাসে দুবাইতে হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছেন। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য নিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। তাকেও এবার ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস।

৮৩০ জন ভারতীয় ক্রিকেটার ছাড়া ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে নাম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। নিলামে আকর্ষণীয় নাম বিশ্বকাপ মাতানো তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র।

চলতি মাসের ১৯ তারিখ দুবাইতে হবে আইপিএলের নিলাম। এবারই ফ্র্যাঞ্চাইজি মেগা আসরটির নিলাম ভারতের বাইরে হচ্ছে।


আরও খবর



শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যশোরের শার্শা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী ৩ বছরের (২০২৪-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শার্শার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্প্রতি বাহাদুরপুর মেদের মাঠে বনভোজনের এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি হলেন মোঃ ইয়ানুর রহমান (দৈনিক ভোরের কাগজ, দৈনিক অবজারভার ও দৈনিক স্পন্দন), সিনিয়র সহ- সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ (দৈনিক নওয়াপাড়া), সহ-সভাপতি (মোঃ আজিজুল ইসলাম), সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (বিজয় টিভি), সহ-সম্পাদক মোঃ আক্তরুজ্জামান (দৈনিক স্পন্দন), সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুর রহমান আসাদ (দৈনিক গ্রামের কন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান ( গ্রামের কাগজ), গণ সংযোগ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ মোরাদ হোসেন (দৈনিক ক্রাইম ওয়াচ), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান (দৈনিক সোনালী খবর), নির্বাহী সদস্য মাও: মোঃ আনোয়ারুল কবির (দৈনিক সোনালী খবর), শেখ কাজিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ, দৈনিক স্পন্দন), আব্দুল্লাহ আল-মামুন (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ আসরাফুল ইসলাম ( দৈনিক যায়যায়দিন), মোঃ সাইদুর জামান রাজা (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ জুলফিকার আলী (দৈনিক কল্যাণ), সহযোগি সদস্য মোঃ মেহেদি হাসান তুহিন ( প্রথম সুর্যোদয়), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক ভোরের আওয়াজ), মোঃ হাবিবুর রহমান (আনন্দ টেলিভিশন), মোঃ আতিয়ার রহমান (দৈনিক বাংলাদেশের আলো)। এছাড়া শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক মঞ্জু, উপদেষ্টা সদস্য প্রভাষক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কবির উদ্দিন তোতা ও মোঃ আব্দুল মুননাাফ।


আরও খবর



ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে, নিহত ৩৬

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :একটি বাস খাদে পড়ে ভারতের জম্মু-কাশ্মীরে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।

 প্রতিবেদনে  বলা হয়েছে, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

 ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

 আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

 এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

 তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।’

সূত্র: এনডিটিভি


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




তানোরে রিবোরিংয়ের অভাবে কমে যাচ্ছে চাষাবাদ গভীর নলকূপে উঠছেনা পানি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরে গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। প্রায় গভীর নলকূপে রিবোরিং করা খুবই প্রয়োজন। পর্যাপ্ত পানি না উঠার কারনে চাষাবাদ কমেছে প্রচুর পরিমানে । বেশকিছু গভীর নলকূপে রিবোরিংয়ের কাজ চলমান রয়েছে। আবার অনেক অপারেটর দীর্ঘ দিন ধরে বিএমডিএর দপ্তরে ধর্না দিয়েও মিলছেনা রিবোরিং। বিগত কয়েক বছর ধরে এমন সমস্যা চললেও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বিএমডিএ বলে মনে করেন কৃষকরা। যে সব গভীর নলকূপের আওতায় ১০০ থেকে ১৫০ বিঘা বা উর্ধ্বে ২৫০ বিঘা জমিতে চাষাবাদ হত। কিন্তু ভূগর্ভের পানি না থাকার কারনে অর্ধেকে নেমে এসেছে চাষাবাদ। বিশেষ করে এখন চলছে আলু রোপনের মৌসুম। সেচ নির্ভর আলুর চাষাবাদ, এরপরেই রয়েছে বোরো মৌসুম। জরুরি ভিত্তিতে গভীর নলকূপ গুলোতে রিবোরিং না করলে একেবারেই কমে যাবে চাষাবাদ বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। ফলে জরুরি ভাবে প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করে পর্যাপ্ত চাষাবাদের ব্যবস্থার দাবি কৃষক দের। নচেৎ অদূর ভবিষ্যতে কৃষি প্রধান এলাকাতে ভয়াবহ খাদ্য ঘাটতির আশঙ্কা কৃষি বিদদের।

জানা গেছে, জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দিনের দিন ভূগর্ভস্থ পানি হুমকিতে পড়েছে। উপজেলাটি কৃষি নির্ভর। বিগত ৯০ দশকের সময় উপজেলায় প্রায় ৫৫০ অধিক গভীর নলকূপ বসানো হয়। কিন্তু ত্রিশ বছরের মধ্যে গভীর নলকূপ গুলো থেকে উঠছেনা পানি। আবার যতটুকু উঠছে একেবারেই অপ্রতুল। পানি না উঠলেও প্রয়োজনের তাগিদে গভীর নলকূপ চালাতে হয়। এভাবে চালাতে গিয়ে বিকল হয়ে পড়ে সেচ যন্ত্র। 

কামারগাঁ ইউনিয়ন (ইউপির) চকপ্রভুরাম মৌজায় আরএস ৮৫ দাগে গভীর নলকূপ রয়েছে। স্কীমভূক্ত জমি আছে প্রায় ১৬০ বিঘা। বিগত সময়ে প্রায় জমিতে আলু চাষ হয়েছে। কিন্তু গভীর নলকূপ থেকে পানি না উঠার কারনে মাত্র ৮০ বিঘা জমিতে আলুর চাষাবাদ হচ্ছে। গভীর নলকূপটিতে রিবোরিং করার জন্য বিগত ৪/৫ মাস আগে আবেদন করেন অপারেটর রিক্তা বেগম। আবেদনে ইউপি ও উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সংসদের সুপারিশ রয়েছে। তারপরও রহস্যজনক কারনে এখনো রিবোরিংয়ের কাজ শুরু হয়নি। রিক্তার স্বামী লুৎফর রহমান বলেন, বিগত সময়ে আমাদের এলাকায় আলুর চাষাবাদ কম হত। শুধু ধান ও বোরো মৌসুমের আগে যত সামান্য সরিষার চাষ হত। বিগত কয়েক বছর ধরে আলুর চাষ হচ্ছে ব্যাপকহারে। কারন সদর এলাকার চেয়ে এসব এলাকায় অনেক কম দামে জমি লীজ নিয়ে থাকেন আলুর প্রজেক্ট করা ব্যক্তিরা। আলুতে লাভ ভালো পাওয়ার কারনে এসব এলাকায় মৌসুমি চাষীরা প্রজেক্ট করে থাকেন। আবার কৃষকরা জমি লীজ দিয়ে বাড়তি টাকা পাচ্ছেন। আলু তোলার পর বোরো ধান চাষ করতে পারছেন।  কিন্তু গভীর নলকূপ থেকে পানিই উঠছে না। সামান্য পরিমান পানি উঠছে। অল্প পরিমানে পানি উঠার কারনে সেচ কাজে প্রচুর বিলম্ব হয়। প্রায় ১৫০ বিঘা জমিতে আলুর চাষ হত। শুধু মাত্র পানি না উঠার কারনে ৮০ বিঘা জমিতে আলু হচ্ছে। বিগত ৪/৫ মাস আগে সবার সুপারিশ নিয়ে রিবোরিংয়ের আবেদন করেছিলাম। অফিস বলেছিল আলু রোপনের আগেই রিবোরিং হবে। কিন্তু আলু রোপন শেষ হয়ে গেলেও রিবোরিংয়ের কোন কার্যক্রম দেখতে পাচ্ছি না। দ্রুত সময়ের মধ্যে রিবোরিং না হলে আলুর জমিতে সেচ দেয়া খুবই কষ্টকর হবে বা যতটুকু পানি উঠছে সেটাও বন্ধ হয়ে যেতে পারে এবং আগামীর বোরো চাষ হবে না।একই ইউপির ধানোরা মৌজায় অবস্থিত গভীর নলকূপের একই অবস্থা।  পানি না উঠার কারনে কমেছে আলুর চাষাবাদ। রিবোরিং না হলে বোরো ধানের চাষ অসম্ভব বলে মনে করেন অপারেটর আব্দুস সোবহান। এগভীর নলকূপের আওতায় জমি রয়েছে ১৮০ বিঘা। পানি না উঠার কারনে ৯০ বিঘা জমিতে আলুর চাষ হচ্ছে।একই অবস্থা মালশিরা মৌজায় অবস্থিত গভীর নলকূপটিরও। এর আওতায় জমি রয়েছে প্রায় ২৫০ বিঘা, আলুর চাষ হচ্ছে মাত্র ৯০ বিঘায়। অপারেটর হায়দার আলী বলেন, বোরো রোপনের আগে রিবোরিং না  হলে বোরো আবাদ চরম হুমকিতে পড়বে।

কৃষকরা জানান, গভীর নলকূপ আসার পর থেকে কৃষকের ভাগ্য বদলে গেছে। আগে মাঠের জমিতে শুধু রোপা আমনের চাষ হত। আর বিলের জমিতে বোরো ধানের চাষ হত। গভীর নলকূপ আসার পর থেকে তিন থেকে চারটি করে চাষাবাদ হচ্ছে। গত বোরো মৌসুমে গভীর নলকূপ থেকে পর্যাপ্ত পানি না উঠার কারনে প্রচুর ভাবে বিকল হয়েছে সেচ যন্ত্র টি। গত বোরো মৌসুমেই বিএমডিএ থেকে বলা হয়েছিল প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করে আগের মত পানি তোলার ব্যবস্থা করা হবে। বিশেষ করে পাচন্দর, মুন্ডুমালা পৌরসভা ও বাধাইড় ইউপির গভীর নলকূপে এক ঘন্টা সামান্য পানি উঠার পর বালু পাথর উঠা শুরু করে। কৃষকদের বাচাতে হলে ও খাদ্য ঘাটতি থেকে রক্ষা পেতে হলে পুনরায় রিবোরিং সময়ের দাবি।বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ০১৮১৭৫০৯২০১ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। তিনি সহজে ফোন রিসিভ করতে চান না।

বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, রিবোরিংয়ের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি গভীর নলকূপে রিবোরিং করা হবে।

আরও খবর