Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ-ভূমি অফিস ও কলেজ পরিদর্শন

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (১৮-সেপ্টেম্বর) সকাল ১১ টায় হাটকালুপাড়া ইউনিয়নে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো আহসান হাবিব নাইম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আফজাল হোসেন, অধ্যক্ষ মো আব্দুর রহমান রিজভী, ইউনিয়ন সচিব মো ওয়াহিদুল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে কারিগরি কলেজ একটি বৃক্ষ রোপন করেন।


আরও খবর



রূপগঞ্জে ভাইরাস জ্বর এর প্রকোপ শিশুদের আক্রান্তের সংখ্যা বেশি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃরূপগঞ্জ উপজেলার বরপা, কাঞ্চন, মুড়াপাড়া, হাটাবো, জাঙ্গীর, ইছাপুরা,মাসাবো, নোয়াপাড়া, ইছাখালিসহ আশপাশের এলাকায় ভাইরাস জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা, যুবক-যুবতীসহ সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে। তবে শিশুদের আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপগঞ্জের সকল বেসরকারি হাসপাতালে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। সরকারি হাসপাতালেও এ রোগীর সংখ্যা কম নয়।

ফলে সরকারি বেসরকারি হাসপাতালে ভাইরাস জ্বরের আক্রান্ত রোগীর চাপ অনেক বেড়েছে। ভাইরাস জ্বরকে ডেঙ্গু জ্বর মনে করে অনেকে শারীরিক মানসিক আতঙ্কে রয়েছে। রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের সেবন করে স্বাস্থ্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সুষ্ঠু ও সময় উপযোগী চিকিৎসা সেবা বৃদ্ধি পাওয়ায় রূপগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্রেক্সে রোগীর চাপ সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বরপা এলাকার বাসিন্দা ও শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঈশিকা জানায়, সে গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, কাঁশি ও ভাইরাস জ্বরে ভুগছে। দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার ইব্রাহীর মিয়া জানান, গত ৪/৫দিন ধরে তিনি জ্বর ,গলাব্যাথা ও কাঁশিতে ভুগছেন।রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহমুদুল্লাহ বলেন, গত ১৫ দিন ধরে ভাইরাস জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে।হাসপাতালগুলোতে দৈনিক গড়ে ৩০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিতে আসছে।

ভুলতা মেমোরী হাসপাতালের চিকিৎসক ডাঃ ফারুকুল ইসলাম বলেন, জ্বরে আক্রান্ততদের সর্দি, হাঁচি ও কাশি থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে। অসতর্কতায় অন্যদের শরীরে প্রবেশ করছে। ফলে পরিবারের একজন আক্রান্ত  হলে ওই পরিবারের অনূরাও এ রোগে আক্রান্ত হয়ে ওঠে।রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ভাইরাস জ্বর এক ধরনের ছোঁয়াছে রোগ।

জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। শরীর পানি দিয়ে মুছে দিতে হবে। রোগীকে তরল জাতীয় খাবার দিকে হবে। এতে কিছু দিনের মধ্যেই রোগী সুস্থ্য হয়ে উঠবে।রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভি ফেরদৌস বলেন, ভাইরাস জ্বরে আক্রান্তদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।ডেঙ্গু জ্বর ও ভাইরাস  জ্বরে আক্রান্তদের সেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। একটু সচেতন হলেই এ জ্বর থেকে নিজেদেরকে রক্ষা করা যায়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সুজন-সুশাসনের জন্য নাগরিক উদ্যোগ গাবতলীতে বৃক্ষ রোপন বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

বগুড়া প্রতিনিধি:সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার মাঠে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। কাগইল ইউনিয়ন কমিটির সভাপতি মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল আমিন মন্ডল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মমিনুর রশীদ সাইন, সুজন নেতা এ্যাডভোকেট কোহিনুর খানম, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সুজন ইউনিয়ন কমিটির উপদেষ্ঠা সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, সহ- সভাপত আব্দুল লতিফ, ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক ডাঃ জিল্লুর রহমান, নির্বাহী সদস্য বাপ্পী কুমার মহন্ত, আতাউর রহমান নুহু, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহীম খলিলুল্লাহ খলিল, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হারুনুর রশিদ বাবু, সদস্য মানিক মিয়া, সমাজসেবক নুহু আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহ-সুপার আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন, আইযুব আলী, আবু শাহীন, প্রদীপ কুমার, রাফিউল ইসলাম, তরিকুল ইসলাম, আইনুন নাহার, সানজিদা বেগম এবং ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।



আরও খবর

তানোরে যানজটে নাকাল জনজীবন

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

পত্নীতলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




বিশেষ সাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধা ড এস এম জাহাঙ্গীর আলম

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত  রাখতে বিশেষ সাক্ষাৎকারে বললেন বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড এস এম জাহাঙ্গীর আলম।


আরও খবর



প্রার্থনারত মানুষের ওপর অতর্কিত গুলি, নিহত ১৪

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গত রোববার গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় নেতা ও নাগরিক সমাজের নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দিজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে।

তিনি বলেছেন, ভুক্তভোগীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো তাদের ওপর গুলি ছুড়েছে। এতে ৯ জন বেসামরিক লোক এবং চারজন হামলাকারী নিহত হয়েছে।

কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও দেশটির পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে।


আরও খবর



অ্যাপল ১৫-তে যা থাকছে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের আইফোন সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার আসছে আইফোন-১৫ সিরিজ। অ্যাপেল তথ্য অনুযায়ী ১২ সেপ্টেম্বর তাদের ১৫ সিরিজ লঞ্চ করা হবে আইফোন-১৫ সিরিজ।আইফোন ১৫-তে, কী আছে এ নিয়ে বাজারে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন ব্লগে দাবি করা হচ্ছে নিম্নোক্ত ফিচারগুলো থাকবে এবারের আইফোন-১৫ সিরিজে।

টাইটানিয়াম ফ্রেম: ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন: আইফোন-১৫প্রো সিরিজে একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউএসবি টাইপ-সি পোর্ট: অবশেষে টাইপ-সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সব ফোনেই থাকবে টাইপ-সি। তবে শুধু প্রো মডেলগুলোয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩ দশমিক ২ সুবিধা থাকবে। আর আইফোন-১৫ ও ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২ দশমিক শূন্য।

কমবে বেজেলের পরিমাণ: আইফোন-১৪প্রো সিরিজের মতো আইফোন ১৫-এর চারটি ভ্যারিয়েন্টেই ক্যাপসুল আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫প্রো সিরিজে বেজেলের আকার আরও ১ দশমিক ৫ মিলিমিটার কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ-১৭ বায়োনিক প্রসেসর: অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্স নতুন এ-১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে আগের প্রজন্মের এ-১৬ চিপই থাকবে যেটি আইফোন-১৪প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র?্যাম: অ্যাপল প্রথমবারের মতো আইফোন-১৫প্রো সিরিজে ৮ জিবি র?্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন-১৫ ও ১৫ প্লাসে ৬ জিবি র?্যাম থাকবে। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন-১৫ সিরিজের সব ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স: হাই-এন্ড আইফোন মডেলগুলোয় হাই রেজ্যুলেশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫-৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন: আইফোন-১৪ ও ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সব ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি ও ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই: আইফোন-১৫প্রো ও ১৫প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে শুধু ওয়াইফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ: বলা হয়, অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে আরও ভালোভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার: আইফোন-১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভালো পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩