Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

আর কোনো কিছুই গোপন রাখব না বুবলী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২২১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক; ঢাকাই সিনেমার অভিনয় শিল্পীদের নিয়ে যেন আলোচনা-সমালোচনা থামছেই না। আজ একে নিয়ে, কাল ওকে নিয়ে আলোচনা! এমনটাই চলছে বেশ কিছুদিন ধরে। ক’দিন ধরে চিত্রনায়িকা পরীমনি, শরিফুল রাজ আর বিদ্যা সিনহা মিমকে নিয়ে শোবিজ পাড়া উত্তাল। এখন আবার এর সঙ্গে যোগ হয়েছে চিত্রনায়িকা বুবলী-অপু বিশ্বাসের নামটিও।

সম্প্রতি ‘ডায়মন্ডের নাকফুল’কে কেন্দ্র করে বাকযুদ্ধে মেতেছেন অপু-ববুলী। যা বুবলীর জন্মদিনে উপহার হিসেবে স্বামী শাকিব খানের পক্ষ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন শাকিব। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে শাকিব দাবি করেছেন, অপু-বুবলী এখন তার জীবনে অতীত।

এর আগে বুবলীর নাকফুল উপহার পাওয়া সংবাদটি প্রকাশ্যে আসার পর কথার খোঁচা দেন অপু। যাই হোক, অভিনয়ের বাইরে এখন যেন শোবিজে ব্যক্তিজীবনের চর্চাটাই বেশি হচ্ছে।

নাকফুল ও সমসাময়িক ইস্যুতে বুবলীর সঙ্গে যোগাযোগা করা হলে তিনি বলেন, ‘আমি এখন শুটিংয়ে আছি। কাজ শেষ করে পরে কথা বলি।

চলমান বিষয়গুলো নিয়ে কিছু একটা বলুন…। উত্তরে বুবলী বলেন, ‘এখন যেসব কথা চলছে বা হচ্ছে, কোনো কিছুই আর গোপন রাখব না। খুব শিগগিরই এগুলো প্রকাশ্যে আনব। আমাকে দু’একদিনের সময় দিন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিস্কার করব। আর আপনাদের সব কথার উত্তর দেব।


আরও খবর



নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।বুধবার সন্ধ্যায় স্থানীয়  গণ-পাঠাগারে  আলোচনাসভা, কেক কাটা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম,   ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ। বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য।

সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনাজ, সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক (জ ই বুলবুল), মোহাম্মদ হোসেন শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, এসএ রুবেল প্রমুখ।প্রধান অতিথি নবীনগর প্রেসক্লাবকে ফাদার সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের গতিশীল কার্যক্রম অব্যাহত রাখতে আহ্বান জানান এবং প্রেসক্লাবের জায়গা সম্প্রসারিত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় নবীনগর প্রেসক্লাবের সদস‍্যবৃন্দসহ সুশীল সমাজের ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মহিপুরে কারিতাসের উদ্যোগে গভীর সমুদ্রে জেলেদের আত্মরক্ষায় লাইফ বয়া বিতরণ

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:মহিপুর সমুদ্রগামি জেলেদের আত্মরক্ষার জন্য লাইফ বয়া বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর শনিবার দূপুরে কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে মহিপুর কারিতাস অফিসে দুই হাজার জেলেদের মধ্যে এসব লাইফ বয়া বিতরণ করা হয়। কারিতাস বরিশাল অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. সঞ্জীব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী পরিচালক ও কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন, সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম সেলিম, লতাচাপলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস প্রয়াস প্রকল্পের, কলাপাড়ার মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন।

সভায় অতিথিরা বলেন, সাগর কোলঘেঁষা মানুষেরা জীবিকার তাগিদে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। অনেক সময় ওই সকল জেলে সমুদ্রে গিয়ে দুর্যোগপূর্ন আবহাওয়ায় বিপদে পড়েন। তখন সমুদ্রের ঢেউয়ের তান্ডবে ট্রলার ডুবির ঘটনাও ঘটে থাকে। এ বিপদাপন্ন অবস্থায় জেলেদের আত্মরক্ষাকারী লাইফ বয়া না থাকার কারণে তাদের জীবন হারাতে হচ্ছে। তাই এ সকল জেলেদের জীবন রক্ষায় যে উপকরণ লাইফ বয়া দেয়া হয়েছে এটা জেলেদের আত্মরক্ষার জন্য অনেক সহায়ক হবে।


আরও খবর



জুরাইনে পুলিশের চাঁদার টাকা উঠানোর ভিডিও করায়, পা ভেঙ্গে দিল পুলিশ

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

শফিক আহমেদ:-

জুরাইনে পুলিশের চাঁদা নেওয়ার ভিডিও করায় এক যুবকে আটকিয়ে নির্যাতন করেছে ট্রাফিক পুলিশ। আহতর নাম মোঃ শান্ত তিনি স্থানীয় সাউথইষ্ট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। তার বা পায়ের হাঁটুর বাটি ফেটে গিয়েছে বলে জানায় চিকিৎসক।শনিবার ২৫ নভেম্বর সকাল ৭ টার দিকে রাজধানী জুরাইন রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।আহত শান্ত জানায়, এদিন সকালে জুরাইন রেললাইনে পাশে দাড়িয়ে ছিল। এ-সময় একটি রাইদা পরিবহন আটক করে ট্রাফিক পুলিশ।


পরে ড্রাইভারের কাছে চাঁদা দাবী করলে চালক তাকে ৫'শত টাকা দেয়। কিন্তু  পুলিশ ৫'শত টাকায় রাজী হয় না। পরে চালক পুলিশের পা ধরে ক্ষমা চায়। এসময় তিনি তা তার মোবাইল ফোনে ধারন করলে এ এস আই নুরুজ্জামান তারে জুরাইন ট্রাফিক বক্সে ধরে নিয়ে যায়। তার কাছ থেকে জোর করে মোবাইলে ধারণকৃত ভিডিও মুছে ফেলে। পরে ট্রাফিক পুলিশ বারী এসে তার বুট জুতা দিয়ে আঘাত করলে শান্ত পড়ে যায়। পরে কয়েকজন পুলিশ অমানবিক নির্যানত করলে তার বা পায়ের হাঁটুর বাটি ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় সাউথইষ্ট ক্লিনিকে ভর্তি করা হয়।


খবর পেয়ে ওযারী জোনের এসি নীপা দাস ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ঘটনাস্থলে আসে এবং শান্ত চিকিৎসার খোঁজ খবর নেন।পরিবহন নেতারা বলেন, বিএনপি'র ডাকা হরতাল,অবরোধ উপেক্ষা করে নিজের জীবন বাজী রেখে তারা সড়কে গাড়ী চালায়। অথচ পুলিশ তাদের চাঁদা প্রতিনিয়ত নিচ্ছে এরপর আবার চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বিভিন্ন আইন দেখিয়ে একাধিক মামলার হুমকি দেয়।ট্রাফিক ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার নাজের আহমেদ জানান, খবর পেয়ে অভিযুক্তদের ক্লোজ করে নিয়েছেন সেই দুই বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডোমারে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় ও কর্মী সমাবেশ

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ২৪জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডোমার উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী-০১ আসনে তৃতীয় বারের মতো বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আ’লীগের মনোনয়ন পাওয়ায় রোববার (২৬ নভেম্বর) বিকালে ডোমার বাটার মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করে ডোমার বাজারের

গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাট্য সমিতি হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে নব-গঠিত জেলা কমিটি ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাবেদুল ইসলাম সানবীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহিদ আহম্মেদ শান্তু, জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সোহাগ, এমদাদুল হক মাসুম প্রমূখ বক্তব্য রাখেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতীবৃন্দ। এ সময় পৌর শাখার আহবায়ক শুভ ভৌমিক, কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মহাব্বত হোসেন, জোড়াবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক মফিজার রহমান মানু, সদর ইউনিয়ন শাখার সদস্য সচিব মাহামুদুল হাসান চৌধুরী, বোড়াগাড়ী ইউনিয়ন শাখার আহবায়ক দেবব্রত রায় তপু বক্তব্য রাখেন।


আরও খবর



ঘোড়াঘাট উপজেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে লাশ হলো গৃহবধু ফেরদৌসী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর- মরিচা গ্রামে থেকে ফেরদৌসি বেগম (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গৃহবধূ ফেরদৌসি বেগম (২৬) প্রতিদিনের মত গত বুধবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন গরুর জন্য ঘাস কাটতে। ভ্যানচালক স্বামীর সংসারে জমি থেকে ঘাস কেটে বাড়িতে পালন করতেন গরু ও ছাগল। গত বুধবার বিকেল ৩টায় জমির মাঝের খাঁড়িতে মাছ মারতে গিয়ে গৃহবধূ ফেরদৌসির মরদেহ জমির আইলে পড়ে থাকতে দেখেন কয়েকজন আদিবাসী নারী-পুরুষ। পরে তারা গ্রামবাসীকে খবর দেয়। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর-মরিচা গ্রামে। নিহত গৃহবধূ ফেরদৌসি বেগম ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী। সাগর মিয়া পেশায় একজন ভ্যানচালক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের দেবরের স্ত্রী তাজমা বেগম বলেন, আমরা দুজনেই প্রতিদিন জমিতে যাই গরু ছাগলের জন্য ঘাস কাটতে। গত বুধবার সকালে সে (ফেরদৌসী) জমিতে একাই গিয়েছিল বাড়ির পাশের জমিতে। দুপুরে বাড়িতে খবর আসে তার মরদেহ জমিতে পড়ে আছে। আমাদের কোন শত্রু নেই। দিন আয় করে দিন খাই। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের গলায় গোল দাগ রয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ফরেনসিক কার্যক্রম চালাবে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর