Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশেই থাকবে জাপানি দুই শিশু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দুই শিশুকে নিয়ে আপাতত বিদেশে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। এই সময়ের মধ্যে যে যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে করা আপিল ঢাকা জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

জাপানি মায়ের কাছেই থাকবে ২ শিশু

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

জাপানি মায়ের ২ আবেদন খারিজ

এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত।


আরও খবর



পাঁচ সিটিতে তিন ধাপে ভোট, তফসিল এপ্রিলে

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৬তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মো. জাহাংগীর আলম।

মো. জাহাংগীর আলম বলেন, ‘কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এ জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব আরও বলেন, ‘তফসিলের সময় ও কোন তারিখে কোনটার ভোটগ্রহণ হবে, তা পরে বিস্তারিত জানানো হবে। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সবগুলো নির্বাচন হবে ইভিএমে।

এসব নির্বাচনের ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা রাখার কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, ‘রোড ম্যাপের আলোকে কোন কাজে কতটুকু অগ্রগতি, তা কমিশনকে জানানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন দল নিবন্ধন, নির্বাচনী সীমানার খসড়া প্রকাশ, পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই চলছে।

সচিব জানান, ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে একটি দল পাঠিয়ে প্রবাসীদের এনআইডি সেবার বিষয়ে প্রাইলট প্রকল্প চালু করা হবে। ভোটাররা সংশ্লিষ্ট দূতাবাসে এসে আবেদন করবেন। সেই আবেদন স্থানীয়ভাবে যাচাই-বাছাই ও তদন্ত হবে। পরে দূতাবাসে এসে আঙুলের ছাপ ও অন্য তথ্য নেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। সেখান থেকে এনআইডি নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

এখন পর্যন্ত ছয় দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির ভোটার নিবন্ধনের আবেদন পাওয়ার পর তাদের স্থানীয় ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এর মধ্যে সাড়ে চার হাজার আবেদনের তদন্ত বাকি রয়েছে, প্রায় ৩০০ আবেদন অনুমোদন পেয়েছে এবং ২০০ আবেদন বাতিল হয়েছে।



আরও খবর



মাগুরায় ইসলামীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image
 স্টাফ রিপোর্টার মাগুরা ; বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পবিত্র কোরআনখানি র‍্যালি, আলোচনা সভা ও দু'আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে তাদের কার্যালয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত উক্ত কর্মসুচিতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি। 

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।



আরও খবর



নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে - কৃষি মন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

বাবুল রানা  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। তিনি শুক্রবার সকাল এগারটায় টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন। 


মন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহুর্ত সমাজের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। 

ড. রাজ্জাক আরো বলেন, বাঙালী-অবাঙালী সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। মুসলমান-হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সকলকে নিয়ে দেশকে উন্নত রাষ্ট্র করার পরিকল্পনা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিবেদিত রয়েছেন।


সকলের সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;মাত্র কয়েকদিন আগেও কাগজপত্র জমা, ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা এবং বায়োমেট্রিকের জন্য দিনের পর দিন ধর্ণা দিতো হতো বিআরটিএ অফিসে। এতে হয়রানির পাশাপাশি দালাল চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতো সেবাপ্রার্থীরা। কিন্তু বর্তমানে বদলে গেছে সেই চিত্র। এখন ঘরে বসেই মিলবে কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স।গত মঙ্গলবার (২১মার্চ) সকালে কক্সবাজার বিআরটিএ অফিসে এই কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান। তিনি জানান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নব যুগের সূচিত হলো। পাশাপাশি দালাল চক্রের অপতৎপরতা রোধে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কক্সবাজার বিআরটিএ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, নিজের মোবাইলে একাউন্ট খুলে আবেদন করে ফাইল সাবমিট করা যাবে। পরে একদিনেই অফিসে এসে ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক ও পরীক্ষা দেওয়া যাবে। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে একটি ই-ড্রাইভিং লাইসেন্স। যেটি দিয়ে নিমিষেই চালানে যাবে গাড়ি। পরে ডাকযোগে পৌঁছে যাবে লাইসেন্সের প্রিন্ট কপি।একদিনেই সহজেই হাতের কাছে সমস্ত সেবা পেয়ে বেশ খুশি সেবাপ্রার্থীরা।এসময় উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মৌনা, ইনজারুল হক, ট্রাফিক পরিদর্শক রফিকুর রহমান ও বিআরটিএ এর মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া। 



আরও খবর



ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা দল

প্রকাশিত:শুক্রবার ১০ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক: আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা কাবাডি দল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আমেরিকার কাবাডি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এ নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এই কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নেয়। তবে এবার ১২টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও আর্জেন্টিনা খেলবে।


আরও খবর